সর্বদা সত্যের জয় আমরা দেখে আসছি আর এটাই দেখে যাব।steemCreated with Sketch.

in Incredible Indialast year

মিথ্যা দিয়ে কখনো সত্যকে চেপে রাখা যায় না সত্যের জয় সর্বদা হয় এবং হয়ে আসছে আর এটাই হয়ে যাবে সত্যর কখন পরাজয় হতে পারে না।

20230715_004747_0000.png
Source

ক্ষনেকের জন্য হয়তোবা আপনি সত্যকে চেপে রাখতে পারবেন কিন্তু সত্য একদিন প্রকাশিত হবেই সেটা যে কোন ক্ষেত্রে হতে পারে আপনি যে ওই খনেকের জয়কে যদি মনে করে রাখেন তাহলে এটা আপনার ভুল ধারণা আপনি সত্যের সাথে মোকাবেলা করুন আপনি মিথ্যা দিয়ে কেন সত্যকে চেপে রাখবেন।

দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলি। বা মানুষের নামে মিথ্যাচার ছড়িয়ে বেড়ায় কিন্তু এগুলো ঠিক না আপনি সত্য কথা বলেন সত্য কথা দিয়ে মানুষকে আপনি আঘাত করেন কিন্তু মিথ্যা দিয়ে মানুষকে আপনি খুশি করার চেষ্টা করেন না যে ব্যক্তিকে আজ আপনি মিথ্যা কথা বলে খুশি করার চেষ্টা করছেন সে যখন সত্যটা জানতে পারবে তখন তার মনে তার থেকে বেশি কষ্ট লাগবে।

এজন্য প্রবাদে বলে যে সত্য বলে মানুষকে কাঁদাও মিথ্যা বলে মানুষকে হাসানোর কোন প্রয়োজন নাই আর সত্যের জয় যুগ যুগান্তরে হয়ে আসছে আজ হয়তোবা সত্য কথাটা শুনতে খুবই খারাপ লাগতে পারে কিন্তু যেটা বাস্তব সেটা মেনে নিতেই হবে তা না হলে আপনি কিসের মানুষ আমি কিসের মানুষ যদি চিরন্তন সত্যকে মেনে নিতে না পারি।

শুধু তাই না অনেক ব্যক্তি আছে যারা অন্যায় করে স্বীকার করে না ভুল করেছে কিন্তু স্বীকার করবে না আপনি যদি অন্যায় করে মানুষের কাছে ক্ষমা স্বীকার চেয়ে নেন আমি মনে করি এর থেকে মহৎ ব্যক্তি হতে পারে না আর কোন ভুল করে যদি সে ব্যক্তি তার ভুলের অনুশোচনা বুঝতে পারে আমি মনে করি সে জীবনে কখনো এই ভুলটা করবে না কিন্তু কিছু কিছু মানুষ আছে আত্মহংকার এই জিনিসগুলো ধামাকা দিতে চাই বা চেপে রাখার চেষ্টা করে এটাই মিথ্যা প্রচার করছে আমি মনে করি এগুলো করা ঠিক না এটা খুবই বড় ধরনের একটি অন্যায় অপরাধ।

একদিনে কোন সন্ত্রাসী তৈরি হয় না। ছোট ছোট ভুল করে সে বড় ধরনের ভুলের সম্মুখে হয়। আর যে ছোট অন্যায় করছে সে গতকাল এর থেকে বড় ধরনের অন্যায় করতেও দ্বিধাবোধ করবে না কারণ আছে ভুলগুলো যদি কেউ ধরিয়া না দেয় তাহলে কিভাবে সে ভুলগুলোকে শুধরে নেবে না সে একদিন বড় সন্ত্রাসী হয়ে যাবে সেও কিন্তু এই যে মিথ্যাচারের মতনই সমান অপরাধে আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যেটা সেটাই আমি আপনাদের মাঝে প্রকাশ করলাম।

আমি মিথ্যাবাদীকে সহ্য করতে পারি না যে মিথ্যা কথা বলে সে কিন্তু একটা মিথ্যাকে চেপে রাখার জন্য হাজারটা মিথ্যা কথার জন্ম দেয় আমি সর্বদা চেষ্টা করি যে ন্যায় ও সত্যের পথে চলা অন্যায়ের সাথে কখনো আপোষ করার চিন্তাধারাও আমার মাথায় আনতে পারি না কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে আর সেটা যদি আমি পরবর্তীতে বুঝতে পারি বা জানতে পারি তার প্রতি আমার ঘৃণা জমে যায়।

আমি সর্বদা চেষ্টা করি নিজের সত্য কথা বলব এবং সত্যবাদী লোকের সাথে চলাফেরা করব কারণ সঙ্গ দোষে অনেক কিছু ভালো করা যায় আমি তাদের সাথে চলাফেরা করি আমি সর্বদা তাদেরকে খেয়াল করি বা পর্যবেক্ষণ করি যে আসলে এই মানুষগুলো আমার নিয়ে কি চিন্তা ধারা করে বা তারা অন্যান্য মানুষের সাথে কিভাবে ব্যবহার করে।

আমরা সর্বদা সত্য কথা বলবো ন্যায়ের পথে চলবো যত বাধা বিঘ্ন আসুক না কেন সত্তর সম্মুখীন হব কখনো অন্যায়ের সাথে আপোষ করব না মিথ্যাবাদীকে প্রশ্রয় দেবো না এ লক্ষ্য নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হব।

আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

@aburihan1
Incredible India COMMUNITY DISCORD LINK:-
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলি। বা মানুষের নামে মিথ্যাচার ছড়িয়ে বেড়ায় কিন্তু এগুলো ঠিক না আপনি সত্য কথা বলেন সত্য কথা দিয়ে মানুষকে আপনি আঘাত করেন কিন্তু মিথ্যা দিয়ে মানুষকে আপনি খুশি করার চেষ্টা করেন না যে ব্যক্তিকে আজ আপনি মিথ্যা কথা বলে খুশি করার চেষ্টা করছেন সে যখন সত্যটা জানতে পারবে তখন তার মনে তার থেকে বেশি কষ্ট লাগবে।

ভাই আপনি একদম ঠিক বলেছেন মিথ্যা বলে কাউকে খুশি করার চাইতে সত্য বলে কাউকে কষ্ট দেওয়াটা আমি মনে করি অনেক ভালো।

আর ছোটখাটো ভুলগুলো সাথে সাথে ধরিয়ে দেওয়া উচিত যাতে তার ভুলটা বুঝতে পারে এবং কোনটা ভুল কোনটা সঠিক সেই বোঝার জ্ঞান ক্ষমতা তার সৃষ্টি হয়।

আমাদের সমাজে কিছু পরিবার আছে তাদের সন্তানদের ছোটখাটো ভুলগুলো তারা ইগনোর করে এবং একটা সময় তারা অনেক বড় ধরনের ভুল করে থাকে। আর এই ভুলের মধ্য থেকে সেই সন্তানরা কখনোই বেরিয়ে আসতে পারে না বরঞ্চ আরো ভুল করতেই থাকে।

Loading...
 last year 

সর্বদা সত্যের দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য হওয়া উচিত। কারণ সত্যের নৌকা ডুবে যেতে যেতেও,,, একটা সময় ভেসে ওঠে।

সময়টা খানিকটা খারাপ হলেও,,, সত্যের পথে থাকাটা খুব প্রয়োজন। কারণ দিনশেষে যে আপনি সফলতা পাবেন না,,, সেই নিশ্চয়তা হয়তোবা আপনি দিতে পারবেন না। কিন্তু সত্যের পথে থাকলে কোন না কোন একদিন আপনি ঠিকই সফল হবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 last year 

সৎ পথে চললে সত্যের জয় অবশ্যই একদিন আমরা পাবো এবং সত্যের জয় সবসময় হয়ে থাকে এবং খারাপ সময় আসে জীবনে কিছুটা সময় সৎ পথে চললে কিন্তু একটি সময় ভালো সময় আসে এবং নিজের সৎ সততা সব সময় নিজের সম্মান আরো অনেক উপরে তুলে দেয়। অনেক শিক্ষানীয় একটি লেখা আজ আপনি আমাদেরকে উপহার দিয়েছেন যেটা পড়ে দেখে খুবই ভালো লাগলো।