RE: সর্বদা সত্যের জয় আমরা দেখে আসছি আর এটাই দেখে যাব।
দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলি। বা মানুষের নামে মিথ্যাচার ছড়িয়ে বেড়ায় কিন্তু এগুলো ঠিক না আপনি সত্য কথা বলেন সত্য কথা দিয়ে মানুষকে আপনি আঘাত করেন কিন্তু মিথ্যা দিয়ে মানুষকে আপনি খুশি করার চেষ্টা করেন না যে ব্যক্তিকে আজ আপনি মিথ্যা কথা বলে খুশি করার চেষ্টা করছেন সে যখন সত্যটা জানতে পারবে তখন তার মনে তার থেকে বেশি কষ্ট লাগবে।
ভাই আপনি একদম ঠিক বলেছেন মিথ্যা বলে কাউকে খুশি করার চাইতে সত্য বলে কাউকে কষ্ট দেওয়াটা আমি মনে করি অনেক ভালো।
আর ছোটখাটো ভুলগুলো সাথে সাথে ধরিয়ে দেওয়া উচিত যাতে তার ভুলটা বুঝতে পারে এবং কোনটা ভুল কোনটা সঠিক সেই বোঝার জ্ঞান ক্ষমতা তার সৃষ্টি হয়।
আমাদের সমাজে কিছু পরিবার আছে তাদের সন্তানদের ছোটখাটো ভুলগুলো তারা ইগনোর করে এবং একটা সময় তারা অনেক বড় ধরনের ভুল করে থাকে। আর এই ভুলের মধ্য থেকে সেই সন্তানরা কখনোই বেরিয়ে আসতে পারে না বরঞ্চ আরো ভুল করতেই থাকে।