Better Life with Steem || THE DIARY GAME || 1 November 2022 ||SIMPLE DAY||

in Steem For Bangladesh2 years ago (edited)


আসসালামু আলাইকুম
আজ ১নভেম্বর
প্রিয় স্টিমিট বন্ধুরা

আজকের ডেইরি গেম

PhotoCollageMaker_202211121723788.jpg

আসসালামু আলাইকুম।আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ও ভালো আছেন।তাহলে আজকে শুরু করা জাক।আজকের ডেইরি গেমের কথা।আশা করি ভালো লাগবে।ইনশাআল্লাহ।

সকাল

সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছালাম।
তারপর সকালবেলা আমি বাবু শাশুড়ি রাস্তা দিয়ে হাঁটতে বের হলাম। আমার শাশুড়ী শরীর ব্যাথা ও পা ব্যাথা বলে।অনেকক্ষণ রাস্তা দিয়ে হেটেও আসলাম। তারপর বাড়িতে এসে পড়লাম।বাড়িতে এসে মেয়ের বিছানা গুছালাম।সাথে তিনটি রুম ও।তারপর থালা বাসন মেঝে নিলাম।রাতের বেলা মেয়ে আজকে ঠিকমত ঘুমায়নি।তাই আমি সকালবেলা আমার এক মামি শাশুড়ির বাড়ি গিয়ে দুধ আনলাম এক কেজি। তারপর হাফ কেজি দুধ ফ্রিজের মাঝে রাখলাম আর হাফ কেজি দিয়ে মেয়ের জন্য সুজি রান্না করলাম
তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আসলাম।মেয়ের জন্য এক এক গ্লাস পানিও সুজি নিয়ে সিঁড়ির মাঝে বসলাম। তারপর মেয়েকে চামচ দিয়ে সুজি খাওয়ালাম। তারপর হাত মুখ ধুয়ে দিলাম বাবুর।তারপর বাবু সারা বাড়িতে খেলা করলো।

IMG_20221023_124235_878.jpg

এজন্য আমি রান্না করে গেলাম।ফ্রিজে ৫-৬ টা করলা ছিল।করলা বের করে নিলাম।ফ্রিজ থেকে। তারপর তিনটে আলু ছিল তা ভালো করে কেটে নিলাম।তারপর চুলার মাঝে রান্না বসিয়ে দিলাম।এভাবে রান্না শেষ হয়ে গেল।তারপর হাতমুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর আমি সবার জন্য ভাত প্লেটে ভেরে রাখলাম।তারপর সবাই আমরা খেয়ে নিলাম।

1667306526647_1.jpg

দুপুর


রুমের মাঝে আমি আর বাবু বসে বসে অনেকক্ষণ টিভি দেখলাম।আমার প্রিয় একটি মুভি দিছিলো তা দেখলাম। মুভিটা দেখতে দেখতে আমার ঘুম চলে আসলো।তাই আমি আর বাবু অল্প কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম করে নিলাম। যেমন উঠান ঝারু দেওয়া ফিল্টার পানি দেওয়া শাশুড়ির জন্য রোদে পানি দেওয়া। শীতের দিন তো এজন্য। তারপর আমার শাশুড়ি ও মেয়ে দুজনে গোসল করে নিল।কিছুক্ষণ পর আমিও গোসল করে নিলাম। আমাদের বাড়িতে আবার জাম্বুরা গাছ আছে। হঠাৎ গাছের উপরের দিকে তাকালাম দেখলাম একটা পাকা জাম্বুরা গাছে পেকে আছে। সেটা একটি কুটা দিয়ে।পেরে নিলাম।তারপর সেটা বটি দিয়ে কেটে নিলাম।তারপর ভালো করে জাম্বুরা এড়িয়ে একটা বাসন এ রাখলাম। কিছু সময় পরে কাচা মরিচ দিয়ে ভালো করে মেখে নিলাম।এবং সুন্দর ভাবে আমি আমার শ্বশুর শাশুড়ী সবাই মিলে খেয়ে নিলাম।অনেক মজা লাগলো।

1667226736277.jpg

বিকাল ও রাত

বিকাল এ কিছু সময় আমি আর বাবু ছোট একটি বাবু আছে পাশের বাড়িতে।সেখানে কিছু সময় দিয়ে আসলাম।তারপর বিকালের রান্না করতে হবে এই জন্য বাড়ি চলে আসলাম।বাড়িতে এসে রাইস কুকারে ভোনা খিচুরি ডাল চাল দিয়ে বসিয়ে দিলাম।এদিক এ আমি ডিম সিদ্ধ বসিয়ে দিলাম।ও দিক এ আমার ভোনা খিচুরি হয়ে যাচ্ছে এদিক এ আমার ডিম ও সিদ্ধ হয়ে যাচ্ছে।তারপর আমি ডিম গুলো ছিলিয়ে নিলাম।

1667307066815.jpg

তারপর ডিম গুলো তেলে ভেজে নিলাম।কিছুখন পর আমার ডিম ভোনা ও হয়ে গেল।তারপর রুমে নিয়ে গেলাম।ডিম ভোনা টা।কিছু খন পর হাস মুরগী কে খেতে দিলাম।বাহিরের যত কাজ ছিল তা করে নিলাম।তারপর আমি আমার শশুর শাশুড়ি বাবু সবাই একে একে খেয়ে নিলাম। তারপর থালা বাসন গুছালাম।রুম ঝারু দিয়ে চলে আসলাম আমার রুমে।এসে মেয়েকে ঘুম নেওয়ালাম।তারপর আমি শুয়ে শুয়ে নাটক দেখলাম অনেকটা সময়।
তারপর আমার শশুর আমার আর শাশুড়ী জন্য ঝালমুড়ি কিনে এনেছে।ঝাল মুড়ি আমার পছন্দের একটি খাবার। শশুর কে বলবো
বলার ভাষা খুজে পাচ্ছি না।অনেক দিন ধরে ঝাল
মুড়ি খাই না আজকে খেলাম অনেক মজা লাগলো

1667306031028_1.jpg

কিছু সময় পর
গুমানোর জন্য প্রস্তুতি নিলাম।যাইহোক তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন।ও সুস্থ থাকবেন।আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ

From# Bangladesh
@afrinn

Sort:  

This post was selected for Curación Manual (Manual Curation)

@tipu curate

 2 years ago 

বোন, আপনার বাড়ির উঠানটা বেশ গোছানো এবং পরিষ্কার দেখতে পাচ্ছি। করলা দিয়ে ঝোল হিসেবে রান্না করা তরকারি আমি আগে কখনো খাইনি, সবসময় ভাজি হিসেবে খাওয়া হয়েছে। মুড়ি মাখানো দেখে আমার জিভে জল চলে এসেছে খেতে পারলে ভালো লাগতো। অনেক ধন্যবাদ বোন আপনার মূল্যবান সময় ব্যয় করে এত সুন্দর একটি ডায়রি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন 🙂

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।আপনার মূল্যবান কমেন্ট করার জন্য।করলা বাজি ও যেমন মজা তেমন ঝোল ও অনেক মজা লাগে।আপনি একদিন টেস্ট করে খেতে পারেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ বোন আমি অবশ্যই চেষ্টা করে দেখব এই রেসিপিটি 🙂❤️

 2 years ago 

আপনার বোন ডাকটি আমার খুবই ভালো লাগে।আর করলার রেসিপি টা খুবই ভালো লাগবে।খেয়ে দেখবেন ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আমি জেনে খুশি হলাম 🙂❤️ হ্যাঁ, অবশ্যই ট্রাই করবো।

 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI6.9 ( 0.00 % self, 69 upvotes, 38 accounts, last 7d )
Transfer to Vesting24.851 STEEM
Cash Out
0
ResultClub5050