টার্গেট ডিসেম্বর সিজন ৪ পাওয়ার বৃদ্ধি ১০ Steem

in আমার বাংলা ব্লগ22 days ago

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবারও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার পাওয়ার আপ বৃদ্ধি করা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন। আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় rex-sumon ভাইকে পাওয়ার আপ করার জন্য উৎসাহ প্রদান করতে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পাওয়ার আপ করে যাচ্ছি।

IMG_20240511_234122.jpg

আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করছি। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা বা, কাজ করার শক্তি বৃদ্ধি করা। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে পাওয়ার আপ এর গুরুত্ব অপরিসীম। যার পাওয়ার যতো বেশি তার ক্ষমতা ততো বেশি। আমি আস্তে আস্তে পাওয়ার আপ করতে করতে টার্গেট ডিসেম্বর সিজন ৪ লক্ষ্যমাত্রা অর্জন করতে সম্ভব হবে। তাই আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ১০,০০০ এসপি করতে পারি।

আমি যেভাবে পাওয়ার আপ করছি।

↘️ধাপ :- ১↙️

  • পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার ওয়ালেট গেলাম । একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি ১০ স্টিম পাওয়ার আপ করতেছি।

IMG_20240511_233544.jpg

↘️ধাপ :- ২↙️

IMG_20240511_233646.jpg

  • পাওয়ার আপয়ে ক্লিক করলাম। এখানে আমি ১০ স্টিম পাওয়ার আপ করেছি।

↘️ধাপ :- ৩↙️

IMG_20240511_233749.jpg

তারপর অ্যাক্টিভ "কী" দিয়ে পাওয়ার এর কার্যক্রম শেষ করেছি। এবং সব শেষের wallet এর একটি স্ক্রীনশট নিয়েছি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপ করলাম।

পূর্বে আমার পাওয়ার ছিল ৮,১০৮ STEEM ।আরো এখন ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করার পর মোট পাওয়ার আপ হয়েছে ৮,১১৮ STEEM।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 22 days ago 

নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতি সপ্তাহেই তো দেখছি কমবেশী পাওয়ার আপ করে যাচেছন। আসলে যে কোন কাজে সফলতা আসে কাজের মাঝে। আর আমি মনে করি পাওয়ার আপ ও একটি কাজ। যা আপনি করে চলছেন প্রতি সপ্তাহে। শুভ কামনা রইল।

 22 days ago 

আসলে কোন লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে সেই লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছানো সম্ভব হয়। আপনি প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছে যান এই শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

পাওয়ার আপ করার জন্য ধন্যবাদ ভাই।
পাওয়ার আপ করা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি খুব তাড়াতাড়ি দশ হাজার এসপি পূর্ণ করুন এই কামনা করছি। ধারাবাহিকভাবে পাওয়ার আপ করতে থাকুন।

 21 days ago 

বর্তমান সময়ের সকলেই প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছে আর সেই সাথে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আমি নিজেও পাওয়ার বৃদ্ধি করতে অনেক বেশি ভালবাসি সেই সাথে অন্যের পাওয়ার বৃদ্ধির পোস্ট দেখলে অনুপ্রাণিত হই। শুভকামনা রইল আপনার জন্য আশা করি আপনি খুব দ্রুতই আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন।

 21 days ago 

এই প্লাটফর্মে আমরা দীর্ঘমেয়াদি কাজ করতে হলে আমাদের সবার পাওয়ার আপ করা দরকার। আর আপনি দীর্ঘমেয়াদি কাজ করার চিন্তাভাবনা করে আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। যদিও সিজন ফোরতে আপনি টার্গেট করেছেন 10000 এসপি পাওয়ার আপ করবেন। আশা করি ধারাবাহিক ভাবে পাওয়ার আপ করলে কাঙ্খিত এই লক্ষ্য খুব সহজে পূরণ করতে পারবেন।

 21 days ago 

পাওয়ার আপ পোস্ট দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। পাওয়ার আপ এর মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। তবে আজকে আপনি 10 স্টিম পাওয়ার আপ করেছেন। আর এই দশ স্টিম পাওয়ার আপ এর কারণে আপনি আপনার লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গেলেন। তবে আপনার দশ হাজার স্টিম টার্গেট ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলে ইনশাআল্লাহ খুব সহজে পূরণ করতে পারবেন।

 21 days ago 

আপনি বরাবরই একটু একটু করে পাওয়ার আপ করেন।আপনার ১০ স্টিম পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। স্টিমিট প্লাটফর্মে যার যত পাওয়ার তার ততই বেশি শক্তি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 21 days ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লেগেছে। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। নিজের একাউন্ট কে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে পাওয়ার আপের বিকল্প আর কিছু নেই। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 17 days ago 

একাউন্টঃ @ah-agim
পাওয়ার বৃদ্ধিঃ = invalid Entry

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68096.92
ETH 3795.66
USDT 1.00
SBD 3.59