ভালোবাসা কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি।

in আমার বাংলা ব্লগ11 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ভালোবাসা কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

1000057619.jpg

https://www.pexels.com/photo/heart-shaped-red-neon-signage-887349/

আসুন শুরু করি

স্রষ্টার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি আবেগ এবং অনুভূতি রয়েছে মানুষের মধ্যে। হৃদয়ের মাঝে আবেগ এবং অনুভূতি থেকে ভালোবাসার সৃষ্টি হয়। হৃদয়ের মাঝে ভালোবাসা কখনো একেবারে হঠাৎ সৃষ্টি হয় না। হৃদয়ের মাঝে যে আবেগ এবং অনুভূতি গুলো সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ হলো ভালোবাসা। ভালোবাসার কথা বললে অনেকে ভাবে শুধু একজন ছেলে বা, মেয়ের দুজনের ভালোবাসা। ভালোবাসা শুধু প্রেমিক বা, প্রেমিকার জন্য নয় তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভালোবাসা যে কোন কিছুর প্রতি হতে পারে।

মা এবং ছেলের ভালোবাসা, ভাই এবং বোনের ভালোবাসা, পশুপাখির প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা তাছাড়া যে কোনো বস্তুর প্রতি ভালোবাসা হৃদয়ের মাঝে জাগ্রত হয়। হৃদয়ের মাঝে যেই ভালোবাসা একবার জাগ্রত হয় সে ভালোবাসার কখনো মুছে যায় না এইটাই প্রকৃত সত্য। হৃদয়ের মাঝে যে ভালোবাসা সৃষ্টি হয় এই ভালোবাসা কখনো পুরাতন বা, পরিবর্তন হয় না। এখন হয়তো অনেকে বলবে, ভালোবাসা যদি পরিবর্তন না হয় তাহলে কারো প্রতি হৃদয়ের প্রথম অবস্থায় ভালোবাসা যেমন হয় পরবর্তীতে ভালোবাসা এক রকম থাকে না কেন?

হৃদয়ের প্রথম অবস্থায় ভালোবাসার মুহূর্ত গুলো যেমন থাকে তার পরবর্তী মুহূর্তগুলো ঠিক ঐ রকম থাকে না। তার মূল কারণ হলো সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে চারপাশের পরিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হয়। এই কারণে আমাদের কাছে মনে হয় ভালোবাসা পরিবর্তনশীল। ভালোবাসা হয়তো শেষ হয়ে গেছে। প্রথম অবস্থায় যখন কারা প্রতি হৃদয়ে ভালোবাসার জাগ্রত হয় তখন তার সাথে খুব ভালো সম্পর্ক সৃষ্টি হয়। সময়ের পরিপেক্ষিতে সম্পর্কের অবনতি হতে পারে ।

অনেক সময় দেখা যায় সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে থাকে। এজন্য আমরা বলি ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন কথা হলো ভালোবাসা যদি শেষ হয়ে যায় তাহলে যার সাথে সম্পর্ক শেষ হলো তার কথা কেন বারবার মনে পড়ে। তার সাথে কাটানো মুহূর্ত গুলো কেন বারবার মনে হয়। তার মধুর স্মৃতি কেন চোখের সামনে ভাসে। তার কথা মনে পড়লে কেন চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। অনেকদিন পরও কেন হঠাৎ তার কথা মনে পড়লে আবেগে হৃদয় শিহরিত হয়ে ওঠে। হৃদয়ের মাঝে ভালোবাসা একই রকম থাকে।

শুধু পরিবর্তন হয় আমাদের আচার-আচরণ কথাবার্তা এবং চারপাশের পরিস্থিতি। এই কারণে আমরা যাকে ভালোবাসি তার কথা বারবার মনে পড়ে। যদিও তার সাথে আমাদের সম্পর্ক থাকে না। ভালোবাসা থাকার কারণে আমরা যদিও সম্পর্ক ছিন্ন করি, কথা না বলি তাহলে আমাদের খুব কষ্ট হয়। আমাদের হৃদয় মাঝে শূন্যতা অনুভব হয়। হৃদয়ে অনেক কষ্ট সৃষ্টি হয়ে থাকে। ভালোবাসার কারণে যখন সম্পর্ক ভালো থাকে তখন মুহূর্ত গুলো খুবই মধু হয়। আর যখন সম্পর্ক খারাপ থাকে তখন মুহূর্ত গুলো বেশ কষ্টের হয়ে থাকে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 11 days ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসা বলতে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা বুঝায় না।ভালোবাসা সবার প্রতি সবার হতে পারে তবে একেক জনের ভালোবাসার ধরন একেক রকমের।বেশ ভালো লিখেছেন।

 9 days ago 

জি আপু, ভালোবাসা সবার প্রতি হতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 11 days ago 

ভালোবাসা সত্যি অদ্ভুত একটি জিনিস। ভালোবাসা পাশে থাকলে যেনো পৃথিবীর সব কিছু কাছে থাকে। আর না থাকলে তো পৃথিবীর সব কিছু অন্ধকার লাগে। আমরা যাকে ভালোবাসি তার কথা বারবার মনে পড়ে। একদমই ঠিক বলেছেন। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাই।

 9 days ago 

আপনি ঠিক বলেছেন ভাই, ভালোবাসা সত্যি অদ্ভুত একটি জিনিস। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 11 days ago 

IMG_20241228_225818.jpg

IMG_20241228_225834.jpg

IMG_20241228_225846.jpg

IMG_20241228_225902.jpg

IMG_20241228_225802.jpg

 10 days ago 

সময় ও পরিস্থিতি সত্যি ই মানুষ কে পরিবর্তন করে দেয়।মানুষের মনে জন্মে উঠা ভালোবাসা কখনও পরিবর্তন হয়না।পরিবর্তন হয় পরিবেশ পরিস্থিতি। সুন্দর করে বিষয়টিকে নিয়ে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

জি আপু, ভালোবাসা কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয়ে থাকে আমাদের আচার-আচরণ সময় এবং পরিস্থিতি।

 10 days ago 

সময় ও পরিস্থিতি কখন মানুষকে কোন জায়গায় নিয়ে যায় কে কখনো বলতে পারে না। তাই আমাদের সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে এবং হতাশ হওয়া কোন অনুভূতি মনের মধ্যে রেখে বসে থাকলে চলবে না। হৃদয় মাঝে ভালোবাসা একই রকম থাকে কিন্তু সময়ের সাপেক্ষে তার পরিবর্তন আনতে হয় পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে। যাইহোক আপনার লেখাগুলো আমার কাছে ভালো লেগেছে।

 9 days ago 

জি ভাই, আমাদের সময়ের সঠিক মূল্যায়ন করতে হবে ভালোবাসা সময় এবং মনের উপর প্রায় নির্ভরশীল।

 10 days ago 

হ্যাঁ ভাই ভালোবাসা কখনো পরিবর্তন হয় না সময় এবং পরিস্থিতি পরিবর্তন হয়। আসলে মা-বাবা ভাই-বোন এবং মানুষের ভালোবাসা যদি সঠিক থাকে সেটি পরিবর্তন হয় না। হয়তো বা মানুষের আচার-আচরণ ব্যবহার পরিবর্তন হয় সময়ের সাথে। আর পরিস্থিতি এবং সময় অনেক কিছু পরিবর্তন করিয়ে দেয়। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 9 days ago 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 9 days ago 

আপনার কথাগুলো ঠিক ছিল। সত্যি ভালোবাসা কখনও ফুরিয়ে যায় না। বাহ ভালোবাসা কখনও ভোলা যায় না। তবে সময়ের সাথে হয়তো সেটার অনূভব কমে যায়। এবং এটা কিন্তু বাস্তব। সময় পরিস্থিতি বদলে যায় সাথে বদলে দেয় ভালোবাসার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। বেশ সুন্দর লিখেছেন।।

 9 days ago 

ধন্যবাদ আপনাকে ভাই, এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকলে জন্য।