সন্ধ্যা বেলা নদীর পাড়ে ভয়ানক একটি স্মৃতিময় গল্প //পর্ব-৩
আসসালামুআলাইকুম/আদাব
আমাদের জীবনে অনেক গল্প রয়েছে। তবে এই জীবনের পাতায় ফেলে আসা সেই স্মৃতিময় ছোটবেলার গল্প গুলো যেন বেশি মনে পড়ে। বন্ধুদের সাথে কতই না আনন্দময় এই মুহূর্তগুলো পার করেছি। হাজারো বাঁধা পেরিয়ে বন্ধুদের সাথে সময় পার করেছি, বিশেষ করে গ্রামের মাঠে-ঘাটে খেলাধুলার করার মুহূর্ত এবং নদীর পারে গোসল করার মুহূর্ত আর মাছ ধরার মুহূর্তগুলো যেন আনন্দময় ছিল। সেই দিনগুলোর কথা মনে হলে খুবই ভালো লাগে, আর ফিরে যেতে বারবার ইচ্ছা করে। ছোটবেলার সেই আনন্দময় মুহূর্তগুলোর কাছে, তবে আপনাদের মাঝে স্মৃতির পাতা থেকে ভয়ানক একটি রাতের গল্প শেয়ার করতে ছিলাম। আজকে সেই গল্পের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি আমার জীবনে ঘটে যাওয়া এই স্মৃতিময় গল্পটি পড়ে আপনাদের ভালো লাগবে।
আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরার অনেক চেষ্টা করেছিলাম। তবে আমাদের বড়শিতে ভালো মাছ আমরা ধরতে পারিনি। যার কারণে আমরা আমাদের গ্রামের শরিফ ভাইয়ের বড়শিতে অনেক মাছ ধরে থাকে,তাভ সন্ধ্যা বেলায় গিয়ে তার বড়শি থেকে একটি বোয়াল মাছসহ আমরা নিয়ে চলে আসব এবং বন্ধুরা মিলে এই বোয়াল মাছ দিয়ে আমরা পিকনিক করবো। যার কারণে মাগরিবের আজানের পর আমরা তিন বন্ধু মিলে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই নদীর পাড়ে আমরা বড়শি দিয়ে ধরে থাকা মাছ নিয়ে আসালি পরিকল্পনা করেছিলাম।
আসলে বড়শিতে যখন বোয়াল মাছ ধরে থাকে, এই বড়শি উপরে উঠাতে অনেক বেশি ভালো লাগে, কারণ বোয়াল মাছ অনেক বড় থাকে আর এই বোয়াল মাছ বড়শিতে অনেক নড়াচড়া করে, তো আমরা বন্ধুরা মিলে যখন মাগরিবের আজানের পর নদীর পাড়ে এসেছি, নদীর পারে যেন একদম নীরব কোন শব্দ ছিল না। মাঝে মাঝে নদীর ঢেউ এর শব্দ ছিল, আর ঝিঁঝিঁ পোকার শব্দ ছিল। আসলে নদীর পারে মাঝে মাঝে অনেক ভয়ানক কিছু ঘটনা ঘটে যায়, তবে সন্ধ্যাবেলা নদীর পাড়ে একা একা ছোটদের যাওয়া ঠিক নয়, কারণ এই নদীতে অনেক ধরনেরই বড় মাছ কিংবা অন্যান্য প্রাণী ও মাঝেমধ্যে থাকে। যার কারণে নদীর পাড়ে হঠৎ ভয়ানক কোন ঘটনা আমাদের সামনে চলে আসে, তারপরেও আমরা বন্ধুরা নদীর পাড়ে এসেছিলাম ভয়কে তুচ্ছ করে।
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
আমরা যখন এই শরীফ ভাইয়ের বোয়াল মাছের বড়শি উঠাতে গিয়েছি তখন দেখতে পেলাম একটি বড়শিতে বোয়াল মাছ ধরে রয়েছে, যেখানে অনেক নড়াচড়া করছে। আমরা বন্ধুরা ভেবেছিলাম এখানে বড় কোন বড় মাছ ধরা পড়েছে, এই বড়শি উপরে উঠিয়ে দেখতে পেলাম সেখানে কোন মাছই নেই। আসলে বড়শিতে দেখতে পাচ্ছিলাম দূর থেকে নড়াচড়া করছে, উঠিয়ে কোন মাছ পেলাম না। সত্যি বিষয়টা অনেক অবাক লাগতেছিল এবং পানির আরেকটু সামনেই কি যেন একটা নড়ে উঠল, আসলে এত জোরে আমার মনে যেন ভয় লেগে যায় যে এটা কি ছিলো।
তারপরে আমরা কোন কথাই বলতে ছিলাম না, পিছন থেকে কে যেন এসে আমাদের হাত আর বন্ধু হাত চেপে ধরেছে, আর এই হাত চেপে ধরাতে আমরা বন্ধুরা চিৎকার দিয়ে উঠেছি, ভেবেছি কোন ভূত আমাদের এসে ধরেছে, কারন এই নদীর পারে তখন কেউ ছিল না। তখন ফিরে যেয়ে দেখতে পেলাম সেই শফিক ভাই এসে বলছে, কিরে তোরা আমার বড়শির কাছে কি করিস। আসলে বলেছিলাম যে ভাইয়া আমরা দেখতেছিলাম আপনার বড়শিতে কোন মাছ ধরেছে কিনা, সেটা দেখতেই। অনেক নড়াচড়া করতে ছিল। তখন বলল এই সন্ধ্যার সময় তোরা এখানে, জানস নদীতে কি রয়েছে,শশুর রয়েছে। এই শশুর বড় বড় মাছ খায়। এমনকি মানুষ পেলে মানুষ কেউ খেয়ে ফেলে। কথাটি শুনে আরও বেশি ভয় পেয়ে গেলাম এবং বাড়িতে যাব এই সাহসটা পাচ্ছিলাম না। তখন ভাইকে বললাম আমাদের একটু বাড়ি পর্যন্ত নিয়ে যান। অনেক বেশি ভয় পেয়েছিলাম তখন ভাইটি আমাদের এগিয়ে দিলো। আমরা বাড়িতে আসলাম,সেই ভয় অনেক দিন নদীর পাড়ে যায়নি। 🖤✨
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | রাইটিং ✨ |
| মডেল | এম-৩১ |
| ক্যাপচার | @alif111 |
| অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |





https://twitter.com/AhmedAlif135308/status/1903943417073442880?t=lruN97oVmb1YttP9S4r7KQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1903774883047477273?t=pDgcc8y9xI4Xx2QDOVlI_w&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1903775366038315453?t=Uw98_qxd9Z2MHHnQLtIfjQ&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1903777437458280606?t=gWwav8iiCZLp20AR8hlqvg&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1903718853341008381?t=OueU80RcbwSHtFUSygF6YQ&s=19