আমাদের সবার প্রিয় পুস কয়েন এগিয়ে যাচ্ছে,তার নিজের গতিতে। পুষ কয়েন যেন আমাদের স্বপ্নের কয়েন ভালোবাসার কয়েন। এই কয়েন আমাদের মনের ভিতর জায়গা রয়েছে। এই পুস কয়েনের প্রতি আমাদের হৃদয় থেকে ভালোবাসা রয়েছে। তাই তো আজ পুস কয়েন আবারও জেগে উঠেছে। স্বপ্নের পথে পুস কয়েন যেন এগিয়ে যাচ্ছে। তাইতো মনের ভিতর অনেক আনন্দ আর হাসি ফুটেছে। আমার সেই অনুভূতি নিয়েই আজকের লেখা এই কবিতা। আশা করছি আমার আজকের এই কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
“স্বপ্নের পথে ”
মোঃ আলিফ আহমেদ
সব সীমানা পেরিয়ে,
স্বপ্নের পথে যাচ্ছে মোদের,
ভালোবাসার পুস কয়েন।
তাই তো মোদের আনন্দের,
খুশির জোয়ার উঠেছে।
আমার বাংলা ব্লগ এর মাঝে,
আজ সবাই এসেছে,
আনন্দের সাথে পুস কয়েন,
কিনেছি আমরা সকলে।
ভালোবাসার পুস কয়েনকে,
জমা করেছি আমরা সবাই মিলে।
তাই তো আজ আনন্দের হাসির,
জোয়ার উঠেছে বাংলা ব্লগের মাঝে।
সব সীমানা পেরিয়ে,
একই সাথে যাব মোরা,
পুস কয়েনের হাত ধরে।
তাইতো আজ আনন্দের জোয়ার উঠেছে।
পুস কয়েন তুমি স্বপ্ন দেখিয়েছো,
আমাদের সবার মাঝে।
তাই তো মোরা একই সাথে,
পথ চলবো তোমার সাথে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

আমার পরিচয়
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼
সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻
https://twitter.com/AhmedAlif135308/status/1903136482967396782?t=W3zWLzZxnPPEV_hja_3Pgw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1903139383924150550?t=TE__sHo0zdf2dvfQw9WjoQ&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1903143545256673336?t=_rQj_BwCMo12CNbINHJvuw&s=19
https://twitter.com/AhmedAlif135308/status/1903145028190605515?t=Dg4PD4qONR3_fTzKmq17Ig&s=19
অনেক সুন্দর লিখেছেন আপনি কবিতাটা অনেক বেশি ভালো লাগলো কবিতাটি পড়ে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পুস কয়েন আমাদের নিজস্ব কয়েন। পুস কে কেন্দ্র করে আমাদের সকলেরই স্বপ্নের যেন শেষ নেই। দারুণ একটি কবিতা লিখেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই পোস্টি শেয়ার করার জন্য।