আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
প্রাকৃতিক বুকে সবুজের মেলা,
বাতাসে ছড়ায় মিষ্টি গন্ধের খেলা।
নীল ঐ আকাশ, সোনালি রোদে,
সব কিছু যেন নতুন হয়ে ওঠে আনন্দে সাথে ।
গাছের ডালে পাখি গায় তার গান,
প্রকৃতি তার ভাষায় শোনায় শান্তির বান।
হলুদ, লাল, সাদা ফুলে সাজানো পৃথিবী,
প্রকৃতির তালে নাচে হৃদয়ের প্রীতি।
ঝরঝরে পাতারা মাটিতে পড়ে,
বৃষ্টি এসে তাদের স্নান করিয়ে তোলে,
নদী আর পাহাড়ের মাঝে চলে উৎসব,
প্রকৃতি নতুন সাজে গড়ে তোলে আমার জীবন।
আকাশের কোণে মেঘেরা ছুঁয়ে চলে,
সূর্যের রশ্মি এসে আলো ছড়িয়ে তোলে।
সবুজের মাঝে হাওয়ার গান,
প্রকৃতি যেন এক স্বপ্নের দান।
সন্ধ্যার সময় চাঁদের আলো মিটমিট করে,
গাছের ছায়া বেড়ে যায় চুপিসারে।
পাহাড়ের বুকে জাগে নীরবতা,
আকাশে তারার ঝলকানো চাঁদের মায়া।
পৃথিবী এই মায়ার পটভূমি,
প্রকৃতির সুরে মিশে যায় জীবনের সাথে ।
হৃদয়ে শান্তি, চোখে আলোর স্পর্শ,
প্রকৃতির এক মধুর বর্ণনায় হৃদয়ে জাগে।
বৃষ্টির ফোঁটায় মাটির গন্ধ উঠে আসে,
হাওয়ার সুরে, পাতা ডালে বাজে।
শীতল ঢেউয়ের স্পর্শ, নদীর তীরে চলে,
প্রকৃতি তার ভেতরে মায়া জড়ায়, জীবন গড়ে।
নদী বয়ে চলে, পাখির ডাকে,
প্রকৃতি নিজে তৈরি করে তার আলাদা দিশা।
অন্ধকার রাতেও আলো খুঁজে পাওয়া যায়,
প্রকৃতির মায়ায় হৃদয় শান্তি পায়।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় আপনার সুন্দর অনু কবিতাগুলো পড়ার চেষ্টা করি৷ সব সময় আপনি যেভাবে সুন্দরভাবে অনু কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেন সেগুলো প্রতিনিয়ত আমাদের সবাইকে মুগ্ধ করছে৷ আজকেও আপনার এই সুন্দর অনু কবিতাগুলো পড়ে খুব ভালই লাগলো৷ এখানে এই অনু কবিতাগুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু অনু কবিতা সম্পর্কে জানতে পারলাম৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
নতুন নির্দেশনা অনুযায়ী Daily Task গুলো নিয়মিত কমপ্লিট করতে হবে। ডিসকর্ড চ্যানেলের Daily Task গুলো নিয়মিত সম্পন্ন করার অনুরোধ করা হলো।
ঠিক আছে ভাইয়া