একটি স্বপ্ন পূরণ হলো

in আমার বাংলা ব্লগlast month
একটি স্বপ্ন পূরণ হলো

Monotone Assignment Presentation_20240509_104751_0000.png

আমার জন্য অনেক আনন্দের একটি দিন আজ। কারণ আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে এবং আজ আমার ওয়ালেটে ২৫ হাজার স্টিম পাওয়ার উপযুক্ত হয়েছে। সত্যি আজ অনেক আনন্দিত আমি এবং এই স্বপ্ন পূরণের পিছনে সব থেকে বড় কৃতজ্ঞতা ও অবদান আমাদের বড়দাদার।

আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এই প্লাটফর্মে যুক্ত হই। সম্ভবত এই মাসের ৮ তারিখেই আমি স্টিমিট একাউন্ট খুলি এবং তখন থেকেই এই প্লাটফর্মের সাথে যুক্ত রয়েছি এবং কাজ করে যাচ্ছি। প্রথম অবস্থাতে এই প্লাটফর্মের কিছুই বুঝতাম না। পরবর্তীতে একে একে অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কিভাবে পোস্ট করতে হয় এবং এই প্লাটফর্মের সিস্টেম কিভাবে কাজ করে সেগুলো বুঝতে থাকি। তখনো আমার বাংলা ব্লগ কমিউনিটি প্রতিষ্ঠিত হয়নি। তখন বিউটি অফ ক্রিয়েটিভিটি কমিউনিটি ছিল ছোট দাদার সেখানেও আমি কবিতা এবং বিভিন্ন ধরনের ব্লগিং শেয়ার করতে থাকি নিজের মাতৃভাষায়।

Screenshot_20240509_124927.jpg

কোথাও ভালো মানের সাপোর্ট ছিল না তারপরও আমি বিভিন্ন কমিউনিটিতে প্রথম অবস্থায় কাজ করতে থাকি কিন্তু কোথাও ভালো পজিশনে যেতে পারেনি। তাছাড়াও আমার বাংলা ব্লগ কমিউনিটির মতো এতো স্বচ্ছ কমিউনিটি ছিল না। প্রত্যেকটি কমিউনিটি তাদের নিজস্ব লোকদেরই শুধুমাত্র সাপোর্ট দিত। যখন আমি প্রথম পরিচিতি পোস্ট করেছিলাম সেখানে এক ডলারের মত সাপোর্ট পেয়েছিলাম। অতঃপর প্রায় এক মাসের মত আমি কাজ করে গিয়েছি কিন্তু কোথা থেকে এক সেন্টের ও ভোট পাইনি, তারপরও নিরাশ না হয়ে আমি আমার সাধ্যমত কাজ করে দিয়েছিলাম।

প্রথম অবস্থায় কাজ করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমনটা আমি ইংরেজিতে অনেকটাই দুর্বল এবং ইংরেজিতে ব্লগ লেখা আমার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যেত। তাই মনে মনে খুঁজছিলাম যদি আমার মাতৃভাষা ব্লগিং করতে পারতাম তাহলে অনেকটাই ভালো হতো। আমার অনেক আগে থেকেই ছিল অতপর একদিন প্লাটফর্মে ঘুরতে ঘুরতে এই আমার বাংলা ব্লগ কমিউনিটি সন্ধান পাই। তখনও খুব বেশি একটা সাবস্ক্রাইবার ছিল না, হয়তো ১০ জন কিংবা ১১ জন সাবস্ক্রাইব করেছিল। পরবর্তীতে আমি সেখানে সাবস্ক্রাইব করে নিজের পরিচিতি মূলক পোস্ট করি। আমার বাংলা ব্লগ কমিউনিটি খোলার দুই তিন দিন পরেই কিন্তু আমি সাবস্ক্রাইব করেছিলাম। সব মিলিয়ে আমার সম্পূর্ণ ফোকাস আমার বাংলা ব্লগ কমিউনিটিতে দেই, কারণ এটা আমার মাতৃভাষায় ব্লগিং করার সুযোগ দিচ্ছিল।

এরপর কমিউনিটি নিয়ম অনুযায়ী সেখানে আমি কাজ করতে থাকি। এভাবে করেই আস্তে আস্তেই কাজ করতে থাকি। এই সম্পূর্ণ জার্নির একমাত্র মোটিভেশন হিসেবে ছিলেন আমাদের বড় দাদা @rme । প্রথম যেদিন হ্যাংআউট হয় দাদার কথায় আমি অনেক অনুপ্রাণিত হই এবং মন দিয়ে এখানে কাজ করতে থাকি। দাদার কথাগুলো আমার আজও মনে পরে। আসলে দাদার মতো মানুষই হয় না তিনি এত বড় মানুষ হয়েও আমাদের মত সাধারণ মানুষের সাথে কিভাবে মিশে যায়, সবার কথার গুরুত্ব দেয়। দাদার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাদাকে স্যালুট জানাচ্ছি। দাদার মতো মানুষকে আমি নিজের পথপ্রদর্শক হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

Screenshot_20240509_125021.jpg

সেখানেই এভাবে কাজ করতে করতে একদিন শুভ ভাই আমাকে মেসেজ দিয়ে বলেন আপনাকে মডারেটর হিসেবে নিযুক্ত দেওয়া হয়েছে, আপনি কি এখানে কাজ করতে চান কিনা? পরবর্তীতে সেই সময়টা আমি এখনো উপলব্ধি করি। এবং এখনো আমার চোখ দিয়ে পানি চলে আসে। সব মিলিয়ে এই তিন বছরের জার্নিটা সহজ ছিল না। এর মাঝেও বাধা বিপত্তি ছিল মোকাবেলা করেছি। আমাদের দাদা আমাদেরকে বিভিন্ন ধরনের পথ দেখিয়েছেন কিভাবে সেই সময় গুলো মোকাবেলা করতে হয় এবং দাদার পদ অনুসারে আমরা এখন পর্যন্ত এখানে কাজ করে যাচ্ছি। আজ আমি আমার ছোট্ট একটি স্বপ্ন পূরণ করতে পেরেছি, এজন্য দাদাকে আবারও অশেষ ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: একটি স্বপ্ন পূরণ হলো

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 last month 

কিছু কিছু স্বপ্ন পূরণের মাঝেও আনন্দ লুকিয়ে থাকে। স্টিমিট প্ল্যাটফর্ম টাই আমাদের স্বপ্নের প্লাটফর্ম। আমাদের শ্রদ্ধেয় দাদা আমাদের সবার পথপ্রদর্শক আমরা সবাই তার জন্যই সামনের দিকে এগিয়ে যেতে পারছি। একজন ভালো মানুষ সব সময় উপকারীর উপকার স্বীকার করে। আপনি ২৫ হাজার স্টিম পাওয়ার অর্জন করেছেন এবং সেই অনুভূতি আমাদের মাঝে শেয়ার করলেন পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 last month 

আপনাকে অনেক ধন্যবাদ।

 last month 

প্রথমদিকে কাজ করাটা আসলেই খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্যও। আর কাজ করলেও তেমন কোন সাপোর্ট পেতাম না। আমরা বাংলা ব্লগের কারণে এখন আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। দাদা আমাদের সবার জন্যই একজন পথপ্রদর্শক। যাইহোক, আপনাকে অভিনন্দন জানাচ্ছি নিজের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছেন। স্বপ্ন পূরণের অনুভূতিগুলো অন্যরকম। শুভকামনা রইল ভাইয়া।

 last month 

ধন্যবাদ আপনাকেও।

 last month 

ভাই প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি ২৫,০০০ এসপি অর্থাৎ পঞ্চম ডলফিন অর্জন করার জন্য। এটা সত্যিই অনেক বড় একটি অর্জন। আর সবকিছু সম্ভব হয়েছে একমাত্র বড় দাদার জন্য। দাদা আসলেই আমাদের কমিউনিটির প্রতিটি ইউজারকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। দাদার মতো মানুষকে আমরা পাশে পেয়ে সত্যিই ধন্য। হয়তো আমরা চেষ্টা করলে ইংরেজিতে ব্লগ লিখতে পারবো,কিন্তু মাতৃভাষা বাংলায় ব্লগ লেখার যে আনন্দ, সেই আনন্দ কখনোই পাবো না। যাইহোক এতো চমৎকার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

ধন্যবাদ ভাই। সবাইকে পাওয়ার বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে ভাই।

 last month 

অভিনন্দন ভাই, দাদা সত্যি আমাদের সকলের অনুপ্রেরণা এবং ভালোবাসা। আমার বাংলা ব্লগ আমাদের জন্য সকল লক্ষ্যই অনেক বেশী সহজ করে দিয়েছে।

 last month 

দি ভাই, দাদার জন্যই আমরা এতো দুর আসতে পেরেছি। ধন্যবাদ ভাই।

 last month 

প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাই, আপনার স্বপ্ন পূরণ হয়েছে জেনে। আসলে যে কোন স্বপ্নই পূরণ হলে খুবই ভালো লাগে। ২৫ হাজার স্টিম পাওয়ার আপ স্বপ্ন পূরণ করতে পেরেছেন।তাই আপনার অনেক ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

ভাইয়া প্রথমেই আপনাকে 5X Dolphin অর্জন করার জন্য সাদুবাদ জানায়। আসলে বিন্দু বিন্দুু জল থেকে সমুদ্রের সৃষ্টি হয়। অল্প অল্প পাওয়ার আপ করে আজকে আপনি ২৫ হাজার স্টিম পাওয়ার আপ করেছেন। এটা সত্যিই একটি আনন্দের বিষয়। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67586.04
ETH 3509.22
USDT 1.00
SBD 3.14