অতিরিক্ত চাওয়া পাওয়া মানুষকে হতাশা নিমজ্জিত করে

in আমার বাংলা ব্লগlast month

hangzhou-3834094_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমরা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষেরই নানান ধরনের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। কারো হয়তো অর্থ সম্পদের স্বপ্ন কারো হয়তো জীবন নিয়ে নানান চাওয়া-পাওয়ার স্বপ্ন। অনেক সময় সে স্বপ্ন পূরণ করতে পারে আবার অনেক সময় স্বপ্ন পূরণ করতে পারেনা যার ফলশ্রুতিতে দিনশেষে আক্ষেপ নিয়ে থাকতে হয়।

আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া ভিন্ন এবং তাদের স্বপ্নগুলো ভিন্ন থাকে। কেউ যদি তার স্বপ্ন পূরণ করতে চায় তাহলে অবশ্যই তাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর যারা পরিশ্রম করতে পারে না তারা কখনোই তাদের স্বপ্নকে পূরণ করতে পারে না। তাদের চাওয়া পাওয়া গুলো অধরাই থেকে যায়। আশা আকাঙ্ক্ষা গুলো সেভাবেই রয়ে থাকে।

স্বপ্ন একজন মানুষকে বাঁচিয়ে রাখে। কারণ মানুষ যদি চাওয়া পাওয়া না থাকে সে মানুষের জীবনের কোন অর্থ থাকে না। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে অনেক বেশি চাওয়া পাওয়া মাধ্যমে জীবন অতিবাহিত করা। জীবনের অনেক ক্ষেত্রে অনেক স্বপ্নগুলো পূরণ করা সম্ভব হয় আবার অনেক ক্ষেত্রে সম্ভব হয় না এই মানুষ বেঁচে থাকে।

তাই আমাদের উচিত এমন স্বপ্ন না দেখা যেটাতে মানুষের আক্ষেপ বাড়ায়। যেটা আপনার দ্বারা সম্ভব নয় সে স্বপ্নগুলো এড়িয়ে চলা ভালো। আর যে স্বপ্নগুলো সম্ভব সে স্বপ্নগুলো অর্জন করার জন্য বা পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাওয়া। মোটকথা স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে আবার স্বপ্নই মানুষকে হতাশা নিমজ্জিত করে রাখে। সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 last month 

একজন মানুষ জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার স্বপ্নে বেঁচে থাকে আর যখন সেই লক্ষ্যে পৌঁছে যায় তখন নিজেকে সার্থক মনে করে। আর যখন সেই ব্যক্তি সেই লক্ষ্য থেকে ছিটকে যায় তখন জীবনে ব্যর্থতার এক নতুন অধ্যায়ের সাথে ভুগতে থাকে।