ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানাতে দেওয়া যাবে না

in আমার বাংলা ব্লগlast year

sculpture-3611519_1280 (2).jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। আমার কাছে যেটা মনে হয় পৃথিবীর অন্যতম জঘন্যতম কাজের মধ্যে একটি হচ্ছে ধর্ম নিয়ে মানুষকে উস্কানি দেয়া এবং ছোট করা। ধর্ম হচ্ছে মানুষের বিশ্বাস। যেকোনো মানুষের তার নিজের বিশ্বাস এবং ধর্ম নিজ নিজ জায়গা থেকে পালন করতে পারে। এটি হচ্ছে একজন মানুষের স্বাধীনতা। এটার ধর্মকে নিজের মতো করে পালন করবে।

আমাদের ধর্ম নিয়ে অনেক ধরনের রাজনীতি করা হয়। রাজনীতির কারণে অনেক সময় সংখ্যালঘু বা অন্য ধর্মের মানুষরা নির্যাতিত হয়। আমাদের দেশের প্রতিটা মানুষই সমান। সবাই সবাইকে ভালবাসে এবং সম্প্রীতি বজায় রেখে বসবাস করে। কিন্তু এ রাজনীতির কালো ছায়ার কারণে অনেক সময় একটি দল অন্য আরেকটি দলকে ফাঁসানোর জন্য এই ধরনের অত্যাচার অনাচার অন্যধরের মানুষদেরকে করা হয়। যা খুবই নিন্দনীয় এবং অগণযোগ্য।

আমি আমার নিজের পার্সোনাল অভিমত শেয়ার করি সেটা হলো আমাদের অনেক বন্ধু বা বান্ধবী অন্য ধর্মের ছিল। তাদের সাথে কখনোই ধর্ম নিয়ে বিভেদ ছিল না। তাদের সাথে কাঁধে হাত রেখে চলাফেরা করেছি এবং বন্ধুত্ব বজায় রেখেছি। ধর্ম কখনো আমাদের বন্ধুত্বের মধ্যে বাধা হয়নি। এটি হচ্ছে আমাদের প্রতিটা মানুষের চিত্র। কিন্তু কিছু মানুষের ফায়দা হাসিলের জন্য আমাদের দেশের বদনাম এবং মানুষদের বদনাম হয়।

আমি এটাই বলব প্রত্যেকটা মানুষই তার ধর্মকে নিজ নিজ জায়গা থেকে এবং বিশ্বাস থেকে পালন করতে পারে। তোর মুখে কখনো রাজনৈতিক হাতিয়ার বানানো উচিত নয় বা দেওয়া যাবে না। আমাদের দেশ একটি সাম্প্রতিক দেশ যেখানে সবাই মিলেমিশে বসবাস করি। তাই এটাই বলব সবার মধ্যে সম্প্রতি বজায় রাখুন সব মানুষকে ভালবাসুন।

ধন্যবাদ।

Sort:  
 last year 

আমার মনে হয় কিছু শ্রেণীর মানুষ মূলত ধর্মকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিলের জন্য এরকম মানুষের সাথে খারাপ আচরণ করে বা নির্যাতন করে। মূলত কোন ধর্মেই এমনটা উল্লেখ নেই যে অন্য ধর্মের মানুষের উপরে চাপ প্রয়োগ করে নিজেদের ধর্ম চাপিয়ে দেওয়া হোক।

 last year 

এক সময় ছিল যখন পৃথিবীতে ধর্ম বলে কিছুই ছিল না৷ তখনও গদি দখলের লড়াই চলত, রাজা হওয়ার মনোভাব ছিল, যুগের পর যুগ তাদের নাম মানুষ মনে রাখুক সেই লোভে বুদ্ধিমান মানুষরা কত কিই করত। ধর্মের সৃষ্টি হয়তো সেরকমই এক পদক্ষেপ। দল তৈরি করে দলের ফলোয়ার্স বাড়িয়ে নিজেকে কালজয়ী করে রাখার প্রচেষ্টা। এ কি একেবারেই রাজনৈতিক বা কুটনৈতিক পদক্ষেপ নয়?

যা কিছু আমরা মানি ধর্মের নামে তা যদি জন্মাবধি আমাদের ভেতর না ঢুকিয়ে দেওয়া হত কেবল মানবিকতাই শেখানো হত আজ আমাদের মধ্যে কি এই ধর্ম জাতপাত এসবের পক্ষপাত সহ চিন্তাভাবনা জন্মাত?
আমার মনে হয় জন্মাত না৷

মানুষের একটাই ধর্ম তা হল অনন্ত মানুষের যাত্রাপথ।