নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয়
আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। একটি বাংলা প্রবাদ আছে নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয়। এ কথাটার অর্থ হচ্ছে আমি যদি নিজেকে অনেক বড় মনে করি বা আমি অনেক মহৎ ব্যক্তি নিজেকে মনে করি সেটা প্রকৃতপক্ষে সঠিক নয়। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন বা গুণী মানুষ হয়ে থাকেন তাহলে মানুষ আপনাকে গুনি বলবে এবং বড় বলবে।
অনেক মানুষ এরকম আছে নিজেকে নিজে বড় প্রমাণ করে সবার কাছে জাহির করতে চায়। তারা মনে করে আমি সবচাইতে ক্ষমতাবান আমি মহৎ। এই সকল মানুষ নিজের গুণ নিজে বলে বেড়ায়। মানুষের কাছে নিজেকে এমন ভাবে উপস্থাপন করে মনে হয় সেই সবচাইতে বড় এবং তার গুণের কোন শেষ নেই।
অপরদিকে অনেক মানুষ আছে যারা মানুষের জন্য ভাল কাজ করে কিন্তু নিজেকে মানুষের কাছে বড় বলে প্রমাণ করতে চায় না। এই সকল মানুষগুলো নিজেকে বা নিজের গুণগুলোকে নিজে গোপন রাখে। কিন্তু তাদের ভালো কাজের জন্য মানুষ তাদেরকে ভালো জানে এবং ভালো গুণের অধিকারী মনে করে। এটাই হচ্ছে একজন প্রকৃত ভালো মানুষের আচরণ।
এই প্রবাদটি থেকে এটাই বুঝা যায় আমরা নিজেকে যতই বড় মনে করি বা বড় বলে জাহির করতে চাই সেটি প্রকৃতপক্ষে উচিত নয়। এই কাজটি নিজের সম্মানকে নষ্ট করে মানুষের কাছে। কিন্তু একজন ভালো মানুষ কখনোই নিজের গুণগুলো নিজে বলে বেড়ায় না। তার এই গুণ এবং ভাল কাজগুলোকে মানুষ বলে ভাড়ায় এবং তাকে সম্মানিত করে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ।
একটা কথা আছে, নিজের ঢোল নিজে পেটাতে নেই। আসলে একজন মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে মানুষের মাঝে। একজন মানুষ তার কর্মের মাধ্যমে শোনাম অর্জন করার জন্য অর্জন করেন। যদি ভালো কিছু করা যায় সমাজ তাকে ভালো চোখে দেখবে এবং তার সুনাম ছড়াবেন। খারাপ কিছু করলে সমাজ তাকে খারাপ বলবে এখানে ভালো-মন্দর বিষয়টা নিজের মাধ্যমে ছড়ানো সম্ভব নয় নিজে নিজেকে বড় বলে দাবি করে লাভ নেই।
এই প্রবাদটি সবার কাছেই অনেক পরিচিত। মানুষের মুখের কথায় নয় ভাল কাজের মাধ্যমে সমাজে যারা নিজেদেরকে প্রমাণ করে তারাই প্রকৃত বড় হয়ে যায়।