কয়েকটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৬ শে মার্চ, বুধবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সবাই আমাদের চারপাশের প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে মনে হয় প্রকৃতি আমাদের জীবন প্রকৃতি আছে বলেই আমরা জীবিত আছি। আর এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের প্রত্যেকের হৃদয়কে মুগ্ধ করে। প্রকৃতির সাথে সুন্দর সময় কাটাতে আমরা সবাই অনেক পছন্দ করি। আমি গ্রামে গেলে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘুরে বেড়ায় আর প্রাকৃতিক সৌন্দর্য আমার ফোনের ক্যামেরায় বন্দি করে রাখি। ব্যক্তিগতভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ভীষণ পছন্দ করি আর ফটোগ্রাফির ভেতরেই আনন্দ খোঁজার চেষ্টা করি। আমি বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করেছি যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৪ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন: লোকেশন: সুনামগঞ্জ
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে এ কাঠগোলাপ ফুলের দৃশ্য। ফুলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে। ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি কয়েকদিন হলো সিলেটে সুনামগঞ্জে পিসি মনির বাসায় এসেছি। আমার পিসিমনির থাক বাগান থেকে কাঠগোলাপ ফুলের এই দৃশ্যটি ক্যাপচার করেছি।
দ্বিতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২০ শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে সূর্যাস্তের দৃশ্য। সূর্য উদয়ের দৃশ্য দেখতে যেমন ভাল লাগে তেমনি সূর্যাস্তের দৃশ্য দেখতেও ভীষণ ভালো লাগে আমার কাছে। সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রত্যেকটি ক্ষণে সূর্যের সৌন্দর্য বদলাতে থাকে। সূর্য যখন অস্ত যায় তখন আকাশের বর্ণ রক্তিম হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে এই গ্রামে গিয়ে এই দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
তৃতীয় ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১২ ই জানুয়ারি ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার তৃতীয় ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীণ দৃশ্য। গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এই কারণেই আমি এই সময়ও সুযোগ পেলে গ্রামে ছুটে আসি। গ্রামের মানুষের জীবন জীবিকা অনেক বেশি সুন্দর। গ্রামের মানুষ সুস্থ স্বাভাবিকভাবে দুবেলা দুমুঠো ভাত খেতে পারলেই অনেক খুশি থাকে। কিছুদিন আগেই নদীর ধারে ঘুরতে গিয়ে এই দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
চতুর্থ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ লা মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে শিমুল ফুলের দৃশ্য। বসন্তকাল মানেই অপরূপ সৌন্দর্যে ভরপুর। বসন্তকাল মানেই শিমুল আর পলাশের সমারোহ। শিমুলের লাল বর্ণে পুরো আকাশে ভরে থাকে। শিমুল ফুল যখন গাছে পুষ্পঠিত হয় তখন শিমুল গাছে কোন পাতা থাকে না। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিমুল ফুলের গাছ সব থেকে বেশি লক্ষ্য করা যায়। শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করে।
পঞ্চম ফটোগ্রাফি
<centerক্যাপশন: সকাল সন্ধ্যা
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২৫ শে মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে সকাল সন্ধ্যা ফুলের দৃশ্য। এই ফুলগুলোর অনেক নাম রয়েছে। অনেকেই এই ফুলগুলোকে সন্ধ্যা মালতী ফুল বলে। হলুদ এবং লাল বর্ণের মিশ্রনের এই ফুলটি দেখতে ভীষণ সুন্দর। একটা মজার ব্যাপার হলো একই সন্ধ্যা বেলাতে ফুল গাছে বিভিন্ন রঙের ফুল ফোটে। গত কালকে পিসি মনির ছাদ বাগান থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম।
ষষ্ঠ ফটোগ্রাফি
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৮ ই মার্চ ২০২৫ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
আমার ষষ্ঠ ফটোগ্রাফিতে রয়েছে ফসলের মাঠের দৃশ্য। গ্রামে এসে সবুজ ফসলের মাঠ দেখতে ভীষণ ভালো লাগে। আর এসব মাঠের ভেতর দিয়ে যেসব রাস্তা গুলো চলে গেছে এসব রাস্তায় চলাচল করতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাইক নিয়ে এসব মাঠের ভিতরে রাস্তা দিয়ে যাইতে দারুন লাগে। কয়েকদিন আগে গ্রামের বাড়িতে এসে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম।
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon














Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1904889949218103758?t=P8PkShm7BrP_p2VASji3dw&s=19
https://x.com/aongkonbd/status/1904902655392309267?t=41T2t4SWWHX9mc9Q_eyhGg&s=19
https://x.com/aongkonbd/status/1904903193831891017?t=QbN4P9px9trZBpLbklOcUA&s=19
https://x.com/aongkonbd/status/1904904139185811863?t=zdmqOzRsinPKmoYLLhhamQ&s=19
https://x.com/aongkonbd/status/1904904786354594095?t=0qa8QgiGw9KewGXbUefzpw&s=19
https://x.com/aongkonbd/status/1904905674506854623?t=ZLwvCN4qjrEShA9biZEwPg&s=19
https://x.com/aongkonbd/status/1904906318634508330?t=OXNB2M1F-xPjLVnXniHP6Q&s=19
প্রত্যেকটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি অবশ্য সব সময় দুর্দান্তই হয়। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। গ্রামের রকম শান্ত দৃশ্য আমার খুব ভালো লাগে।চমৎকার ফটোগ্রাফি সহিত চমৎকার উপস্থাপনায় দারুন একটি পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছে জেনে খুশি হলাম। গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমিও খুব পছন্দ করি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
সকাল সন্ধ্যা ফুল কয়েকটা রঙের দেখা হয়েছে তবে এরকম কালার আগে কখনো দেখা হয়নি। বেশ চমৎকার ছিল আপনার ক্যাপচার করা ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ এবং শিমুল ফুলের ফটোগ্রাফি দেখেও মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এটা সত্যি বলেছেন সকাল সন্ধ্যা ফুলের কালারটা অনেক চমৎকার ছিল। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
খুবই সুন্দর ভাবে আপনি রেনডম ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো রেনডম ফটোগ্রাফি ছিল অনেক বেশি দারুণ। এরকম ফটোগ্রাফি গুলো আমি সব সময় অনেক বেশি পছন্দ করি করতে এবং দেখতে। আশা করি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি এভাবে শেয়ার করবেন।
আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। এ ধরনের ফটোগ্রাফি গুলো আমিও শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও আজকে আপনি চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাঠ গোলাপ ফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটি এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভাই আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকেই ফটোগ্রাফি করা যেন একটা নেশা হয়ে গেছে। আমি চেষ্টা করি সব সময় সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সূর্যাস্তের দৃশ্যের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
আমার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সূর্যাস্তের দৃশ্য জেনে ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি টা অসাধারণ লাগছে ভাই। ফসলের মাঠের ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছেন আপনি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য অনুপ্রেরণা যোগায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।