কালচারাল ফেস্ট ও মেলা🔥

in আমার বাংলা ব্লগ8 days ago

হেলো বন্ধুরা


1000062497.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি ঘুরাঘুরি মূলক পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকেএ ব্লগ।


1000062477.jpg

1000062476.jpg

বন্ধুরা আমাদের কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে গত ৪ নভেম্বর এ শুরু হয় তরঙ্গ কালচারাল ফেস্ট এবং মেলা।আমি ফেচবুক গ্রুপে এই খবর টা পাই।এর আগে কখনো এই সম্পর্কে শুনিনি আর যায় ও নি কখনো।তো গ্রুপে খবর টা পেয়ে এবার কৌতুহলি হয়ে ভাবলাম এবার যেহেতু বাসাই আছি তাহলে এই মেলা থেকে ঘুরে আসি।আর মেলায় যেতে আমার খুবই ভালো লাগে।তাই আর দেরি না করে দুপুরেই রওনা হয়ে যায়।

1000062485.jpg

1000062486.jpg


প্রথমে আমি আমার ফুফুরে বাসায় যায় এরপরে সেখান থেকে আবার ফুফাতো ভাইকে সাথে নিয়ে চলে যায় মেলার উদ্দেশ্য। মেলার গেঈটের কাছে গিয়ে রিকশা থামলো। আমরা রিকশা থেকে নেমে প্রথমে মেলার গেয়াইটের একটা ছবি উঠাইলাম।এরপরে ভেতরে প্রবেশ করে দেখি মাইকে ঘোষণা হচ্ছে আযানের পরে আবার অনুষ্ঠান শুরু হবে।তো আমরা দুই ভাই এদিক সেদিক ঘুরাঘুরি করছিলাম আর ছবি তুলছিলাম এদিক সেদিকের।

1000062490.jpg


এদিক সেদিক ঘুরাঘুরি করে পা বেথা করছিলো তাই একাডেমির মাঠে বসলাম দুই ভাই।দলে দলে মেলায় লোকজন আসছে আয়োজন বেশ দারুন ভাবে করেছে।আমি এই ধরনের মেলায় আগে কখনো আসিনি তাই এই সম্পর্কে তেমন কোনো ধারনা ছিলো না।এবার প্রথম আসলাম বেশ দারুন লাগছিলো আমার কাছে।এই ধরনের মেলায় গেলে অনেক কিছু দেখা যায় এটা অনেকটা বানিজ্য মেলার মতো লাগছিলো।আগামি পর্বে দেখাবো এখানে কি কি হয়েছিলো।সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.