শারদীয়া কন্টেস্ট এ বিশেষ পুরুষ্কার পাওয়া আমার অনুভূতি 🥰
হেলো বন্ধুরা
@rme দাদার ব্লগ থেকে নেওয়া ছবিটি 🥰
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি খুবই দারুন পোস্ট আজ শেয়ার করবো।আমার বাংলা ব্লগের আয়োজিত শারদীয় কন্টেস্ট এর বিশেষ পুরুষ্কার পাওয়ার অনুভূতি আশা করি ভালো লাগবে।
কমিউনিটির শুরুর লগ্ন থেকেই এখানে যুক্ত রয়েছি।আমার বাংলা ব্লগ সব সময় ইউজার দের কথা চিন্তা করে কাজ করে।এখানে প্রতিটি প্রতিযোগিতা এতোটাই ইউনিক যে অন্য কমিউনিটির সাথে তুলনা চলে না।আমার বাংলা ব্লগ সব সময় বেস্ট। এবার শারদীয়া কন্টেস্ট এ আমি অংশ নিয়েছিলাম।আমাদের এদিকে আমরা সবাই মিলে মিশে থাকি।এখানে ধর্ম নিয়ে বিবেধ নেই সবাই সবার বিপদে এগিয়ে আশি একসাথে।
তাদের পুজায় আমরা ভলেন্টিয়ার হয় এটাই এখানে হয়ে থাকে।সেই সুবাদে অনেক মন্দির ঘুরা হয় আর ছব তোলা হয়।প্রতিযোগিতার পুরুষ্কার পেয়ে আমি খুবই আনন্দিত। ১০০ স্টিম পুরুষ্কার।সামনে বছর থেকে আশা করি ক্যামেরার ছবি শেয়ার করবো।এই পুরুষ্কারের ৫০% ডলার যাবে আমার প্রিয় পুশের উপর ইনভেস্ট। এবং বাকি ৫০% যাবে পাওয়ার আপ।
আমার এই অনুভূতি ভাষায় বলা যাবে না এতোটাই ভালো লাগছে.। @rme দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে বিশেষ পুরুষ্কার প্রদান করেছেন।১০০ স্টিম পুরুষ্কার পেয়ে আমী ডূঈ ভাগে ভাগ কোরে তা বন্টন করে ফেলেছি দুইটা খাতে।এতে আমি অবশ্যই আনন্দিত উচ্ছাসিত। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।এগিয়ে চলুন পুশ কে নিয়ে অনেক দূর সেই কামনা করি।ধন্যবাদ সবাইকে।




Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার চেক আউট
অভিনন্দন ভাই। আপনি এ বছর শারদীয় দুর্গোৎসবের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে পুরুস্কার জিতেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে। আশা করছি পরবর্তী সময়ে ও আরো বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অবশ্যই ধন্যবাদ আপনাকেও।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবারের শারদীয়া দুর্গাপূজার কন্টেস্টে অংশগ্রহণ করে পুরস্কার পাওয়ার জন্য। সেই সাথে দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ পুরস্কারের বিষয়টি মনোনীত করার জন্য। তার থেকেও ভালো লাগলো কনটেস্ট থেকে পাওয়া পুরস্কার গুলি আপনি পুষ এবং পাওয়ার আপ এই দুটো খাতে ব্যয় করবেন। বেশ ভালো লাগলো। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ কনটেস্টে পুরস্কার পাওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেউ অনেক ধন্যবাদ ভাই।শুভ কামনা
শারদীয়া কনটেস্টে আপনি বিশেষ পুরস্কার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এই পুরস্কারের ৫০% পুশের ইনভেস্ট করবেন আর ৫০% পাওয়ার আপ করবেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাই
শারদীয় ফটো কনটেস্টে অংশগ্রহণ করে বেশ ভালো একটা পুরষ্কার জিতে নিয়েছেন। আপনার অনূভুতি টা বুঝতে পারছি। বেশ উচ্ছসিত ভাবে সেটা পোস্টে লিখেছেন।
তবে আপনার পোস্টে বেশ কিছু বানান ভুল ছিল। আশা করি এগুলো একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে।।