১১+ স্টিম পাওয়ার আপ🚀🔥✌️

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


1000064094.jpg

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি পাওয়ার আপ পোস্ট আশা করি আপনাদের ভাল লাগবে চলুন তাহলে শুরু করি।


আমরা সবাই অবগত আমাদের পাওয়ার আপ মাস্টার হলেন সুমন ভাই তার উদ্যোগে আমরা সবাই কম বেশি পাওয়ার আপ করে চলেছি।তো পাওয়ার আপ হলো নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে গচ্ছিত রাখা। কারন ভবিষ্যৎ ভালো হতে পারে। সবাই কম বেশি পাওয়ার আপ করছেন।তারই ধারাবাহিকতায় আমিও পাওয়ার আপ করে চলেছি।


আজ ১১+ স্টিম পাওয়ার আপ করলাম।তো আমার পাওয়ার আপের পূর্বে এসপি ছিল মাত্র ১১৮০+ এরপরে আমি ১১+ স্টিম পাওয়ার আপ করি।এরপরে আমার পাওয়ার হয় ১১৯২+ এসপি।আমার টার্গেট ২ হাজার আশা করি এই সিজন ৪ এ সেটা করতে পারবো কারণ আমি খুব দ্রুত পাওয়ার আপ করি।সবাই ভালো থাকবেন।নিচে এগুলোর স্কিনশর্ট।


ধাপ-১

1000064092.jpg


ধাপ-২

1000064093.jpg


ধাপ-৩

1000064091.jpg


ধাপ-৪

1000064094.jpg



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

1000064549.jpg

 last year 

১১ স্টিম পাওয়ার আপ করে আরো একধাপ এগিয়ে গেলেন। আসলে পাওয়ার আপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তবে আজকে আপনার পোস্ট দেখে কেমন যেন অগোছালো মনে হচ্ছে।

 last year 

ভাইয়া আপনি নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রতি সপ্তাহে অল্প অল্প পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। আজ ১১ স্টিম পাওয়ার আপ করে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। এভাবে এগিয়ে যেতে থাকেন আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে বড় শক্তি অর্জন করা যায়। ১১ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করে করে এগিয়ে যান ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ