"আমার ফটোগ্রাফি পর্ব - ৯ || ৬ টি ছবি নিয়ে একটি অ্যালবাম ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।

IMG_0291-01.jpeg

আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


২১অগ্রাহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ
০৬ ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
৩০রবিউস সানি , ১৪৪৩ হিজরী
সোমবার
হেমন্তকাল।


তাহলে চলুন শুরু করা যাক


IMG_0327-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • অস্তমিত সূর্য।
    সারাদিনের তীব্র রোদের পর সূর্যি মামা যখন তার শেষ রশ্মি টুকু বিলিয়ে দিয়ে দিনশেষে বিদায় নিচ্ছে, ঠিক সেই সময় পাখিরাও তার নিজ নিজ বাসায় ফেরত আসছে। ঠিক এমন মুহূর্তে এই ছবিটি ক্যামেরাবন্দি করা।

IMG_0309-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • হোক সেটা কৃত্রিম ঝর্ণা, তবুও সেই ঝর্ণার পানিতে প্রতিমুহূর্তে এক স্নিগ্ধতার স্নান করে যাচ্ছে এই কৃত্রিম ঝরনার নিচে থাকা এই একগুচ্ছ সবুজ পাতা। যেন কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না তাকে।

IMG_0280-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • এমন দৃশ্য এখন প্রায় দেখাই যায় না, যে দৃশ্যে একটি পুকুর থাকবে এবং সে পুকুরে থাকবে শতশত লাল পদ্ম ঠিক ছোটবেলায় দেখতাম। হঠাৎ করে আজ ঘুরতে যেয়ে এমনি একটা দৃশ্য চোখে পড়ল। যদিও এখানে শত শত পদ্ম ফুল ফোটা ছিলনা তবুও পুকুর ভর্তি পদ্ম ফুলের বাগান।

IMG_0243-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • বেশ মন জুড়ানো মতন একটি জায়গা। একটি পুকুর এবং পুকুরে ঠিক মাঝখানে এই কৃত্রিম গোল ঘরটি। বেশ সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ঠিক পানির উপর ভেসে আছে ঘরটি। ভালোলাগার এই ছবিটি তাই আপনাদের সবার সামনে শেয়ার করা

IMG_0276-01.jpeg


Device : iPhone x
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • অস্তমিত সূর্যের শেষ রস্মি টুকু প্রতিফলিত হচ্ছে এই কৃত্রিম ব্রিজ টায়। এ যেনো নিজের সব টুকু রশ্মি দিয়ে আলোকিত করার চেষ্টা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


***

20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। প্রতিটা ফটোগ্রাফি দেখে আমার ভালো লেগেছে, বিশেষ করে একটি পুকুরের মধ্যে একই গোল ঘরটি আমার সবচাইতে বেশি ভাল লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি ভাইয়া অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার কাছে পুকুরের ভিতর যে লাল পদ্ম ফুটে রয়েছে সেই ছবিটা খুবই সুন্দর লেগেছে আমি তো প্রথমে বুঝতেই পারেনি এগুলো যে পদ্মফুল আপনার লেখা দেখে বুঝতে পারলাম যে এগুলো লাল পদ্ম। শেষের ছবিটা খুব ভালো লেগেছে সূর্যের আলো পড়ার কারণে ব্রিজটাকে অন্য রকম একটু সুন্দর লাগছে খুব সুন্দর ফটোগ্রাফি হয়েছে ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আপু

 4 years ago 

আপনি দারুন ফটোগ্রাফি করতে পারেন প্রথম ছবিটা আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তারপরও কৃত্রিম ঝর্ণা ওয়াও আমি তো মুগ্ধ হয়ে গেলাম। পাথর গুলো কি সুন্দর দেখাচ্ছে তারপর পুকুরের অনেক লাল পদ্দা দেখা যাচ্ছে অ।পরূপ সৌন্দর্য ফুটে উঠেছে অ।নেক সুন্দর সুন্দর জায়গা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই

 4 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। প্রতিটি জায়গায়ই অনেক সুন্দর। আর আপনার ফটোগ্রাফিও হয়েছে অসাধারণ ।তিন নম্বর ছবিটি আমার কাছে অনেক বেশি ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 4 years ago 

আপনি অতুলনীয় ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যার প্রশংসা না করে পারলাম না। প্রতিটি ফটোগ্রাফি চোখ জুড়িয়ে গেছে। আমি নিজেও এত সুন্দর ফটোগ্রাফি কখনো করিনি করতে পারব কিনা তাও জানিনা। এবং আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বিশ্লেষণ করেছেন। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 4 years ago 

জাস্ট অসাধারণ আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ আপনি বরাবরই আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করে থাকেন আপনার ফটোগ্রাফি পোস্টগুলো অসম্ভব সুন্দর হয় ঠিক তেমনি ভাবে আজকের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে আপনি খুবই সুন্দর ভাবে প্রতিটা ফটো ক্যাপচার করেছেন দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর সুন্দর চমৎকার ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 4 years ago 

ভাই অসাধারণ ফটোগ্রাফি। প্রথম থেকে শেষ পর্যন্ত ফোটোগ্রাফি দেখে আমি মুগ্ধ। প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হইছে। ভাই সামনে এমন ফটোগ্রাফি আরো দেখতে চাই। আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

দারুণ হয়েছে ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো।সবগুলো ছবিই নজরকাড়া ছিল এবং সেই সাথে বর্ণনার জন্য পোস্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।সূর্য অস্ত যাওয়ার সময় ব্রীজের ছবিটি আমার কাছে দারুণ লাগছে।আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম ভাইয়া।শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। কৃত্রিম ঝর্ণা ধারার দৃশ্য টা আমার কাছে বেশি সুন্দর লাগছে।আর পুকুরের পদ্ম ফুল গুলো ফুটলে অনেক সুন্দর লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে

 4 years ago 

দারুণ ফটোগ্রাফিগুলি।দেখেই মন ভরে গেল,মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার।সবগুলো ছবিই দারুণভাবে ক্যামেরাবন্দি করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে