স্বরচিত কবিতা: নীল দরজায়।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।প্রতিদিনের মতই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ আমি নীক দরজায় নিয়ে একটি কবিতা লিখেছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তোমার চোখে গভীর নীল দরজা,
যে পথে আলো, সেই পথে স্বপ্ন।
খুলে যায় ধীরে তোমার হাসিতে,
মিশে যায় সাগরের জলরঙ।
তুমি আসো বাতাসের মতো চুপে চুপে,
কান্না-হাসি সব লেগে থাকে মুখে।
এক ঝলক উজ্জ্বল রোদ মাখিয়ে
চলে যাও আবার নির্জন রাতে।
তোমারই ছোঁয়ায় জেগে ওঠে মন,
আকাশের তারা হয়ে তুমি চিরকাল।
রয়ে যাও দূরে, তবু কাছের মতো,
তোমার নীল দরজা অদেখা জগৎ।
তোমার নীল দরজা খোলা থাকুক,
যেনো আমি হেঁটে আসি নির্ভয়ে।
বাতাসের সুরে মন মিশিয়ে,
কাছে এসে গা ভাসাই আলোয়।
রাতের তারায় তুমি রেখে যাও,
মৃদু মায়াবি আলো।
তোমার পথের ছায়ায় দাঁড়িয়ে
আমি হই সঙ্গী, চুপচাপ ভালোলাগা।
তুমি সেই নীল দরজা,
যেখানে আছে হাজারো কল্পনা।
তোমার প্রতিটা শব্দে বাজে,
কোনো অজানা গানের সুরের ধ্বনি।
কবি এখানে একজন প্রিয় মানুষকে নিয়ে তার অন্তরের অনুভূতি ব্যক্ত করেছেন। প্রিয়জনের চোখে তিনি যেন এক অদ্ভুত নীল দরজা দেখতে পান, যা রহস্যময় এবং গভীর। এই নীল দরজার মধ্যে রয়েছে অসীম স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে কবি প্রবেশ করতে চান। প্রিয়জনের উপস্থিতি কবির মনে আলো ও আনন্দ এনে দেয়, অথচ সেই অনুভূতি দূর থেকেও কাছে থাকার মতো। কবি বিশ্বাস করেন প্রিয়জনের নিঃশব্দ উপস্থিতি তার জীবনের এক অপরূপ মায়া এনে দেয় যা একাধারে দূরত্ব ও সান্নিধ্যের মিলন।
ধন্যবাদ
পোস্টের ধরন | কবিতা পোস্ট |
---|---|
ডিভাইস | রেডমি নোট ০৮ |
লোকেশন | পাবনা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতা আমি সবসময় পছন্দ করি। আর যে কবিতার মধ্যে একটু মাধুর্যতা থাকে সেগুলো আবৃত্তি করতে ভালো লাগে। আপনি কিন্তু দারুণ দারুণ কবিতা লিখে থাকেন আমি খেয়াল করি। ঠিক তেমনি আজকে লিখেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার লেখা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে প্রশংসা করার জন্য।
আপনার লেখা আজকের কবিতা ছিল অনেক বেশি সুন্দর। এরকম কবিতা গুলো লিখতে আর পড়তে আমি অনেক ভালোবাসি। আপনার এই সুন্দর কবিতাটা লেখার টপিক ছিল ভীষণ দারুন। কবিতাটা যতই পড়ছিলাম ততই ভালো লাগছিল। প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন। ধন্যবাদ কবিতাটা লিখে শেয়ার করে নেওয়ার জন্য।
কবিতাটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ কবিতার বিষয়বস্তু তো বেশ চমৎকার নিয়ে সিলেক্ট করেছেন। কবি তার ভালোবাসার মানুষের মাঝে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে পাই। খুব চমৎকারভাবে সে বিষয়টিকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রতিটি লাইন খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
বাহ বেশ সুন্দর লিখেছেন তো কবিতাটি। লাইনগুলোর মধ্যে একটা ভালোলাগা জন্মে গেল। মনের অন্তস্থল থেকে কোমল অনুভূতির জন্ম দিয়ে আপনি কবিতাটা নির্মাণ করলেন। কবিতা হল ঠিক তেমনি একটি কোমল প্রকাশভঙ্গি। আরো লিখুন৷ পড়বো।
প্রশংসা মুখরিত মতামত পেয়ে অনেক ভালো লাগলো ভাই।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরে বাহ্ আপনার লেখা কবিতা যত পড়ি ততই মুগ্ধ হয়ে যায়। আপনি বরাবরই অনেক সুন্দর করে কবিতা লেখেন। আপনার লেখা কবিতার প্রত্যেকটি লাইন অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।
আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। শুকরিয়া জানাচ্ছি ভালো থাকবেন।
নীল দরজা এই কবিতাটি আজ প্রথম পড়লাম ।বিভিন্ন ধরনের কবিতা পড়েছি কিন্তু নীল দরজা কবিতা আজ প্রথম পরলাম।আপনার কবিতাটি আসলেই অনেক সুন্দর ছিল ভাইয়া। কবিতার লাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে আমার পোস্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।