ক্রিয়েটিভ রাইটিং : চুপ থাকলেই সব সময় সব কিছুর সমাধান হয় না।

in আমার বাংলা ব্লগ12 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ০৩ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ ।

রোজ মঙ্গলবার।


1000005487.jpg

Source

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে চলেছি। আমি মনে করি সবার সাথেই এই বিষয়টা ঘটেছে। আবার কেউ কেউ এই বিষয় নিয়ে অনেক সমস্যার ভেতরে আছেন। পরিবার বা সমাজে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে আমারা অনেকেই সেই সমস্যার জন্য প্রতিবাদ করি না। আবার অনেকেই সাথে সাথে এর প্রতিবাদ করে। যারা প্রতিবাদ করে তারাই সঠিক কাজ করে বলে আমি মনে করি। সময়ের কাজ সময় থাকতেই করাটাই উত্তম। আসলে সব সময় চুপ থাকাটা সমাধানের পথ নয়।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png


অনেক সময় আমরা মনে করি কোনো বিষয়ে চুপ থাকা মানে পরিস্থিতি এড়িয়ে চলা। আর এই এড়িয়ে চলাতেই হয়তো সমস্যার সমাধান। কিন্তু বাস্তবে এই চুপ থাকাটাই কখনো কখনো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আপনি মনে করতে পারেন আমি কোন কথা না বলে যদি এই সকল সমস্যার সমাধান হয় সেটাই। কিন্তু এই কাজটা করলে সেই সমস্যার কোন সমাধানই হয়। আমাদের সমাজে বা সম্পর্কগুলোতে চুপ থাকার কিছু পজিটিভ দিক থাকলেও নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে চুপ থাকাটা বরং সমস্যাকে আরও গভীর করে তুলতে পারে।

অনেক সময় কোনো বিষয়ে আমাদের মনে কষ্ট বা দ্বিধা তৈরি হয়। তখন চুপ থাকলে অন্যরা আমাদের মনোভাব বুঝতে পারে না। বরং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। যিনি ভুল বুঝছেন তিনিও ভাবতে পারেন যে আপনি কোনো ভুল করেছেন বা তার প্রতি উদাসীন। এমন ভুল বোঝাবুঝি সম্পর্কগুলোতে দূরত্ব তৈরি করতে পারে।

কিছু না বলে আবেগগুলোকে নিজের ভেতরে জমিয়ে রাখা মানে হলো একটা মানসিক বোঝা বহন করা। এসব আবেগ সময়ের সঙ্গে সঙ্গে আরও ভারী হয় আর মনের গভীরে চাপা ক্ষোভ বা হতাশা জন্ম নেয়। সঠিক সময় কথা না বললে একসময় এই আবেগগুলো ফেটে বেরিয়ে আসে তখন তার ফলাফল হয় আরও খারাপ।

যখন আমরা সবসময় চুপ থাকি তখন অন্যরা আমাদের গুরুত্ব কমিয়ে দেয়। তারা ধরে নেয় যে আপনি হয়তো কিছু মনে করেন না বা আপনাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই। এর ফলে মানুষ নিজের আত্মসম্মান ও মূল্যবোধ হারিয়ে ফেলে। অন্যদের মনোভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়।

চুপ থাকার কারণে অনেক সমস্যা সময় মতো সমাধান হয় না। একটি ছোট ভুল বা ভুল বোঝাবুঝি কথা বললে সহজেই মিটে যেতে পারতো কিন্তু চুপ থাকলে সেটা আরও বড় আকার ধারণ করে। তাই চুপ না থেকে সমস্যা নিয়ে কথা বললে হয়তো সহজেই সমাধান পাওয়া যায়।

কোনো সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ। আপনি যখন আপনার মনের কথা খুলে বলেন তখনই সেই সম্পর্কটা মজবুত হয়। আর চুপ থাকলে ধীরে ধীরে সম্পর্কের সংযোগটা হারিয়ে যেতে থাকে। ফলে বন্ধুত্ব, ভালোবাসা বা পারিবারিক সম্পর্কগুলোতে একটা শূন্যতা চলে আসে।

কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই ভারসাম্যটা বুঝে চলা গুরুত্বপূর্ণ। কিছু বিষয়ে চুপ থাকাটা হয়তো সঠিক হতে পারে তবে আবেগ বা ভুল বোঝাবুঝি সম্পর্কিত বিষয়গুলোতে কথোপকথন জরুরি। নিজের অনুভূতি প্রকাশ করার মাধ্যমে অনেক সমস্যার সহজেই সমাধান করা যায়।

সমাপ্ত


সবাইকে অসংখ্য আমার পোস্টটি পড়ার জন্য। আশা করছি আমার লেখাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন পোস্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি এ ১৫।
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003558.png

1000003559.png

1000003652.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 12 days ago 

আসলে চুপ করে থাকাটা ভালো বিষয় কিন্তু সব ক্ষেত্রে এটা মানায় না। বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ স্থানে অবশ্যই মুখ খুলতে হয়। সব জায়গায় যে মুখ খুলতে হবে এটাও কিন্তু নয়।

 11 days ago 

জ্বি ভাই আপনি অনেক দামী কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত চমৎকার মতামত শেয়ার করার জন্য।

 12 days ago 

আজ আপনি অনেক সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। চুপ করে থাকা ভালো কিন্তু সব ক্ষেত্রে চুপ করে থাকলেই সব কিছুর সমাধান হয় না। তাই কিছু ক্ষেত্রে কথা বলা অত্যন্ত জরুরী।আপনি চুপ করে থাকলে কিছু মানুষ আপনাকে দুর্বল ভাববে আর সেই দুর্বলতার সুযোগ নিবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। পোস্টটি অসাধারণ ছিল।

 11 days ago 

আপনি অনেক সুন্দর বলেছেন আমার বিষয় গুলো আপনি অনেক সুন্দর করে বুঝতে পেরেছেন জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ অনেক সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 11 days ago 

মন্তব্য ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 12 days ago 

চুপ থাকা নিয়ে আর্টিকেলটি ভালো লিখেছেন ভাইয়া। আর্টিকেলটি ভালো লেগেছে। আপনি ঠিকেই বলেছেন,কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এই ভারসাম্যটা বুঝে চলা গুরুত্বপূর্ণ।প্রয়োজনে অবশ্যই কথা বলতে হবে। চুপ থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 11 days ago 

চুপ থাকা মানে অন্যায়কে মেনে নেওয়া।

নতুন কোন সমস্যা সৃষ্টি না হোক সে ক্ষেত্রে মানুষ কথা বলে না। কিন্তু মানুষ এই চিন্তা ভাবনা ব্যতিক্রম ভাবে নিয়ে থাকে। শুকরিয়া আপু ভালো থাকবেন।

 12 days ago 

খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করলেন ভাই। চুপ থাকলেই সব সময় সত্যিই সব সমস্যার সমাধান হয় না। আসলে সময়মত সামনে প্রতিরোধও করতে হয়। নিজের মতটুকু সকলের সামনে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ। চুপ থাকা মানেই আপোষের সন্ধান করা। আপনার পোস্টটি সব দিক থেকে পড়ে ভালো লাগলো।

 12 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত গুলা অনেক সুন্দর করে শেয়ার করার জন্য।

 11 days ago 

কিছু কিছু সময় কথা বলতে হয়ে সমাধানের জন্য। আমরা ভাবি চুপ থাকলে হয়তো সমস‍্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এতে সমস্যা আরও বাড়ে। এইজন্যই সময় সুযোগ বুঝে আমাদের উচিত কথা বলা প্রশ্ন করা জানতে চাওয়া। এই কথাটাও ঠিক বলেছেন আমাদের কম কথা বলা অনেকের কাছে দূর্বলতা মনে হতে পারে।

 11 days ago 

এই সুযোগ মানুষকে আর দেওয়া যাবে না ভাই এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 11 days ago 

আপনি আপনার পোস্টে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কিন্তু একদম সঠিক। কেননা বর্তমান সময়ে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যেখানে আপনি চুপ করে থাকবেন সেখানে আপনার উপরে কিন্তু সবাই অত্যাচার করবে। তাই বর্তমান সময়ে সব জায়গায় কখনো চুপ থাকা উচিত নয়।

 11 days ago 

জ্বি ভাই এই চুপ থাকার কারনে আমার অনেক বড় ক্ষতি হয়েছে। তাই যেখানে যতটুকু দরকার ঠিক ততটুক কথা বলা উচিত। এর ফলে আপনি অনেক সমস্যা হাত থেকে বেঁচে যাবেন। ধন্যবাদ ভাই যথাযথ মতামত শেয়ার করার জন্য।