নাটক রিভিউ: কিশোরী পর্ব-০২।

in আমার বাংলা ব্লগ10 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।


আজ ০৫ নভেম্বর ২০২৪ ইংঃ রোজ মঙ্গলবার ।

বাংলায় ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে কিশোরী নাটকের প্রথম ২য় পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকের সব কয়েকটি পর্বই আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসার চেষ্টা কবো বলেছিলাম। তাই আজকে আমি আবারও এই নাটকটি নিয়ে হাজির হলাম। পর্বের নাটক গুলা অনেক মজার হয়ে থাকে। কারন প্রতি পর্বে এমন কিছু কাহিনি আমাদের মাঝে অদৃশ্য করে রাখে যার কারনে আমারা প্রতিনিয়ত অপেক্ষায় থাকি নতুন পর্ব দেখার অপেক্ষায়।।

নাটকের পোস্টার

1000005598.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামকিশোরী পর্ব-০২
পরিচালকমোঃ হাসান হাফিজুর রহমান।
অভিনয়েআজমাইন মেহরব, মাহি, জান্নাতুল মাওয়া আরও অনেকেই।
দৈর্ঘ৪৭ মিনিট ১৬ সেকেন্ড
মুক্তির সময়০২ নভেম্বর ২০২৪ খ্রিঃ


1000005536.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

নাটকটি সেখান থেকে শুরু হয় যেখান থেকে গত পর্বে শেষ দেখিয়েছিলো। নায়িকাকে মারার জন্য নায়ক যাদেরকে ভাড়া করেছিল তারা নায়িকাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। যদিও তারা ভেবেছিল যে নায়িকা মারা গেছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়।

1000005543.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

নায়ক রাত্রে বাড়ি ফিরলে তার মামি তাকে বলে পুতুল এখনো বাড়ি আসেনি আমার খুব চিন্তা হচ্ছে । এই কথা শুনে নায়ক এবং তার মামা বেরিয়ে পড়ে পুতুলকে খুঁজতে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুতুকে পাওয়া না গেলে তখন পুলিশ এসে তদন্ত করে এবং সবাইকে এক এক করে জিজ্ঞাসা করে পুতুলের সম্পর্কে।

1000005550.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এরপর পুলিশ যায় পুতুলের বাবার বাড়িতে। সেখানে পুলিশকে পুতুলের বাবা হাতজোড় করে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে বলে।

1000005554.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এরপরের দেশে দেখা যায় অবাক করার মত ঘটনা। পুতুলকে একটি অচেনা জায়গায় দেখা যায়। সে তার পূর্বের সকম স্মৃতি ভুলে যায় এমনকি তার নামটা পর্যন্ত সে মনে রাখতে পারে না। তবে সেখানে একটি মেয়েকে দেখা যায় যে তাকে সেবা করছে আর সব কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

1000005558.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এদিকে নায়ক রাতে সপ্নের ভেতর পুতুলকে দেখতে পাই। পুতুল তাকে বলছে কেনো তাকে মারা হলো। নায়ক জেগে উঠার পর অনেক ভয় পেয়ে যায়।

1000005560.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এদিকে নায়কের বাবা চিল্লা থেকে বাড়ি চলে আসে। নায়ক যখন অভিনয় করে সব কথা বলতে চাই তখন নাকের বাবা নাকে মারতে চাই। কারণ সে জানে সব কিছুর মূলে নায়কের হাত রয়েছে।

1000005559.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এদিকে নায়ক লাবনীকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে কিন্তু নায়ক বুঝতে পারে না যে লাবনী তার সম্পত্তির জন্য এমন ভালোবাসার অভিনয় করছে।

1000005562.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এদিকে নায়ক চিন্তা করে যে পুতুলের বডি কোথায় গেলো। সে সন্দেহ করে কিন্তু সে কিছুই করতে পারে না। আর যারা পুতুলকে মেরেছিলো তারা তার কাছ থেকে টাকা চাইতে আসে। ২ লক্ষ্য টাকা দেওয়ার কথা ছিলো। কিন্তু নায়ক তাদেরকে মাত্র ৫০ হাজার টাকা দেয়। আর বাকি টাকা যদি তারা না দেও তাহলে তারা সব কিছু বলে দেবে।

1000005563.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এদিকে পুতুলের স্মরণশক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে অবনী নামের মেয়েটা। কিন্তু পুতুলের অতীতের কোন কথাই মনে পড়ছে না।

1000005566.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এইদিকে লাবনী বার বার নায়কে তার বাবার কাছ থেকে জমি নিয়ে তার নামে ২০ বিঘা জমি লিখে দিতে বলে। কারন নাবনী চাই তার নামে কিছু জমি থাক। যেটা ভবিষ্যতের জন্য তার কাজে লাগবে। জসিমকে লাবনী এই জন্যই বিয়ে করবে কারন জসিমের বাবার অনেক টাকা আছে। এরপর তারা দুই জন ঠিক করে ঢাকায় গিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করবে।

1000005569.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এরপর তাদের প্যান মোতাবেক তারা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ঢাকার উদ্দেশ্য।

1000005570.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এরপর যখন তারা তাদের কাংখিত স্থানে পৌছায় তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পুতুল যেখানে ছিলো জসিম সেই বাড়িতেই আসে হাজির হয়। আসলে এই বাড়ি ছিল লাবনীর বাড়ি। পুতুলকে দেখে তার দুই জনে অবাক হয়ে যায়।

1000005571.jpg

ইউটিউব থেকে স্কিন শর্ট নেওয়া

এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক


নাটক দেখার পর আমার অনূভুতি ও রেটিং


নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। পর্বে যত বাড়ছে নাটক দেখতে তত মজা লাগছে। নাটকের ভিতরে এখন পর্যন্ত অনেক কাহিনী লুকায়িত আছে যেগুলো এখনো উন্মোচন করা হয়নি। আশা করছি এই নাটকটি অনেক সুন্দর হবে। নাটকটির রেটিং ০৯/১০ দিলাম।
পোস্টের বিষয়নাটক
পোস্টকারীমোহাঃ আশিকুর রহমান
ডিভাইসগ্যালাক্সি ১৫
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার অমিল ও ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner.png

1000003558.png

1000003559.png

1000003652.png

Sort:  
 10 days ago 

আজ আপনি অনেক সুন্দর করে কিশোরী নাটকের দ্বিতীয় পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে দ্বিতীয় পর্বের পুরো রিভিউটা। এই পর্বটা আমি দেখেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম নায়িকা হয়তো মারা গিয়েছে। কিন্তু এখন দেখছি নায়িকা বেঁচে আছে। আর শেষ পর্যায়ে দেখলাম সে লাবনীর বাড়িতেই রয়েছে। আগামী পর্বে তারা আবারও তাকে মেরে ফেলার চেষ্টা করবে। দেখা যাক কি হয়।

 10 days ago 

প্রথম পর্ব দেখে আমিও ভেবেছিলাম নায়িকা মারা গেছে। তবে দিতে পারবে দেশে নাই এখনো বেঁচে আছে আসলে বেঁচে থাকারই কথা। কারন এত তাড়াতাড়ি নায়িকা মারা গেলে নাটকের মজাই থাকলো না।

 10 days ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 10 days ago 

সময় পেলে নাটকটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই

 10 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। বাংলা নাটক দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 10 days ago 

চেষ্টা করছি আপু নাটকটি সুন্দরভাবে আপনাদের মাঝে রিভিউ করার জন্য। আমার রিভিউটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ।

 10 days ago 

আজ তুমি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছো।তোমার শেয়ার করা নাটকটি দুদিন আগে আমি দেখেছিলাম। নাটকটি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নাটকে যারা অভিনয় করেছে তাদের অভিনয় খুব সুন্দর ভাবে তারা উপস্থাপন করেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 10 days ago 

তোমাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তোমার মতামত শেয়ার করার জন্য।

 9 days ago 

তোমাকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি।

 8 days ago 

আজ থেকে অনেক দিন আগে আজমাইনের অনেক গুলো নাটক দেখছি যেগুলো অনেক ভালো লাগছে আমার।তবে এখন তেমন একটা নাটক দেখা হয় না, যার কারণে এই নাটকটা আমার দেখা হয়নি।আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 days ago 

নতুন নায়ক হিসাবে অনেক সুন্দর অভিনয় করে। শুকরিয়া ভাই আমার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।