নাটক রিভিউ: কিশোরী পর্ব-০২।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে কিশোরী নাটকের প্রথম ২য় পর্ব নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকের সব কয়েকটি পর্বই আপনাদের মাঝে রিভিউ নিয়ে আসার চেষ্টা কবো বলেছিলাম। তাই আজকে আমি আবারও এই নাটকটি নিয়ে হাজির হলাম। পর্বের নাটক গুলা অনেক মজার হয়ে থাকে। কারন প্রতি পর্বে এমন কিছু কাহিনি আমাদের মাঝে অদৃশ্য করে রাখে যার কারনে আমারা প্রতিনিয়ত অপেক্ষায় থাকি নতুন পর্ব দেখার অপেক্ষায়।।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | কিশোরী পর্ব-০২ |
পরিচালক | মোঃ হাসান হাফিজুর রহমান। |
অভিনয়ে | আজমাইন মেহরব, মাহি, জান্নাতুল মাওয়া আরও অনেকেই। |
দৈর্ঘ | ৪৭ মিনিট ১৬ সেকেন্ড |
মুক্তির সময় | ০২ নভেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকটি সেখান থেকে শুরু হয় যেখান থেকে গত পর্বে শেষ দেখিয়েছিলো। নায়িকাকে মারার জন্য নায়ক যাদেরকে ভাড়া করেছিল তারা নায়িকাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। যদিও তারা ভেবেছিল যে নায়িকা মারা গেছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়।
নায়ক রাত্রে বাড়ি ফিরলে তার মামি তাকে বলে পুতুল এখনো বাড়ি আসেনি আমার খুব চিন্তা হচ্ছে । এই কথা শুনে নায়ক এবং তার মামা বেরিয়ে পড়ে পুতুলকে খুঁজতে। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুতুকে পাওয়া না গেলে তখন পুলিশ এসে তদন্ত করে এবং সবাইকে এক এক করে জিজ্ঞাসা করে পুতুলের সম্পর্কে।
এরপর পুলিশ যায় পুতুলের বাবার বাড়িতে। সেখানে পুলিশকে পুতুলের বাবা হাতজোড় করে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে বলে।
এরপরের দেশে দেখা যায় অবাক করার মত ঘটনা। পুতুলকে একটি অচেনা জায়গায় দেখা যায়। সে তার পূর্বের সকম স্মৃতি ভুলে যায় এমনকি তার নামটা পর্যন্ত সে মনে রাখতে পারে না। তবে সেখানে একটি মেয়েকে দেখা যায় যে তাকে সেবা করছে আর সব কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে নায়ক রাতে সপ্নের ভেতর পুতুলকে দেখতে পাই। পুতুল তাকে বলছে কেনো তাকে মারা হলো। নায়ক জেগে উঠার পর অনেক ভয় পেয়ে যায়।
এদিকে নায়কের বাবা চিল্লা থেকে বাড়ি চলে আসে। নায়ক যখন অভিনয় করে সব কথা বলতে চাই তখন নাকের বাবা নাকে মারতে চাই। কারণ সে জানে সব কিছুর মূলে নায়কের হাত রয়েছে।
এদিকে নায়ক লাবনীকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে কিন্তু নায়ক বুঝতে পারে না যে লাবনী তার সম্পত্তির জন্য এমন ভালোবাসার অভিনয় করছে।
এদিকে নায়ক চিন্তা করে যে পুতুলের বডি কোথায় গেলো। সে সন্দেহ করে কিন্তু সে কিছুই করতে পারে না। আর যারা পুতুলকে মেরেছিলো তারা তার কাছ থেকে টাকা চাইতে আসে। ২ লক্ষ্য টাকা দেওয়ার কথা ছিলো। কিন্তু নায়ক তাদেরকে মাত্র ৫০ হাজার টাকা দেয়। আর বাকি টাকা যদি তারা না দেও তাহলে তারা সব কিছু বলে দেবে।
এদিকে পুতুলের স্মরণশক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করছে অবনী নামের মেয়েটা। কিন্তু পুতুলের অতীতের কোন কথাই মনে পড়ছে না।
এইদিকে লাবনী বার বার নায়কে তার বাবার কাছ থেকে জমি নিয়ে তার নামে ২০ বিঘা জমি লিখে দিতে বলে। কারন নাবনী চাই তার নামে কিছু জমি থাক। যেটা ভবিষ্যতের জন্য তার কাজে লাগবে। জসিমকে লাবনী এই জন্যই বিয়ে করবে কারন জসিমের বাবার অনেক টাকা আছে। এরপর তারা দুই জন ঠিক করে ঢাকায় গিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করবে।
এরপর তাদের প্যান মোতাবেক তারা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় ঢাকার উদ্দেশ্য।
এরপর যখন তারা তাদের কাংখিত স্থানে পৌছায় তখন সব কিছুই পরিষ্কার হয়ে যায়। পুতুল যেখানে ছিলো জসিম সেই বাড়িতেই আসে হাজির হয়। আসলে এই বাড়ি ছিল লাবনীর বাড়ি। পুতুলকে দেখে তার দুই জনে অবাক হয়ে যায়।
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি ১৫ |
লোকেশন | পাবনা |
আজ আপনি অনেক সুন্দর করে কিশোরী নাটকের দ্বিতীয় পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে দ্বিতীয় পর্বের পুরো রিভিউটা। এই পর্বটা আমি দেখেছিলাম। প্রথমে তো ভেবেছিলাম নায়িকা হয়তো মারা গিয়েছে। কিন্তু এখন দেখছি নায়িকা বেঁচে আছে। আর শেষ পর্যায়ে দেখলাম সে লাবনীর বাড়িতেই রয়েছে। আগামী পর্বে তারা আবারও তাকে মেরে ফেলার চেষ্টা করবে। দেখা যাক কি হয়।
প্রথম পর্ব দেখে আমিও ভেবেছিলাম নায়িকা মারা গেছে। তবে দিতে পারবে দেশে নাই এখনো বেঁচে আছে আসলে বেঁচে থাকারই কথা। কারন এত তাড়াতাড়ি নায়িকা মারা গেলে নাটকের মজাই থাকলো না।
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
সময় পেলে নাটকটি দেখতে পারেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। আপনি সম্পূর্ণ নাটক খুব সুন্দর ভাবে রিভিউ দিয়েছেন। বাংলা নাটক দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
চেষ্টা করছি আপু নাটকটি সুন্দরভাবে আপনাদের মাঝে রিভিউ করার জন্য। আমার রিভিউটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ।
আজ তুমি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছো।তোমার শেয়ার করা নাটকটি দুদিন আগে আমি দেখেছিলাম। নাটকটি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। নাটকে যারা অভিনয় করেছে তাদের অভিনয় খুব সুন্দর ভাবে তারা উপস্থাপন করেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
তোমাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে তোমার মতামত শেয়ার করার জন্য।
তোমাকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি।
আজ থেকে অনেক দিন আগে আজমাইনের অনেক গুলো নাটক দেখছি যেগুলো অনেক ভালো লাগছে আমার।তবে এখন তেমন একটা নাটক দেখা হয় না, যার কারণে এই নাটকটা আমার দেখা হয়নি।আপনার নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
নতুন নায়ক হিসাবে অনেক সুন্দর অভিনয় করে। শুকরিয়া ভাই আমার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।