10+ steem পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ9 days ago

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে সিজন ৪ এ নিজের পাওয়ার আপের সপ্তাহ শুরু করলাম। আর দেখতে দেখতে আমি আমার তৃতীয় টার্গেট তৃতীয় ডলফিন হয়েছি। এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের বিষয়। এরজন্য আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাই এবারে আবারো চতুর্থ ডলফিন হওয়ার টার্গেট নিয়ে শুরু করলাম। আশা করি খুব তাড়াতাড়ি চতুর্থ ডলফিনে পদার্পণ করবো। আজকে আমি 10+ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি।এটা আমার জন্য অনেক আনন্দের।

IMG-20240113-WA0000.jpg

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্ট্রিম পাওয়ার আপ করেছি।

IMG_20241227_103927.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

IMG_20241227_103939.jpg

ধাপ শেষ -৩

IMG_20241227_104004.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । তৃতীয় ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো চতুর্থ ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে চতুর্থ ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 9 days ago 

প্রথম থেকে শেষ পর্যন্ত পাওয়ার আপ এর প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু। পাওয়ার আপ পোস্টগুলো করতে এবং দেখতে আমার বেশ ভালো লাগে। আপনি আজকে দশ স্টিম পাওয়ার আপ করে সামনের দিকে অনেকটাই এগিয়ে গেছেন ।আপনার জন্য শুভকামনা রইল আপু।

 6 days ago 

প্রথম দিক থেকেই আমি চেষ্টা করি প্রতিনিয়ত পাওয়ার আপ করে যাওয়ার জন্য

 9 days ago 

আপনি সব সময় পাওয়ার আপ করে সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছেন, এটা দেখে অনেক ভালো লাগলো। আমাদের সবারই উচিত প্রতিনিয়ত এভাবে পাওয়ার আপ করে এগিয়ে যাওয়া। আপনি সবসময় পাওয়ার আপ করলে, আপনি আপনার স্টিম পাওয়ার অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। আপনার করা পাওয়ার আপ দেখলে, অন্যরাও অনেক উৎসাহিত হবে পাওয়ার আপের প্রতি।

 6 days ago 

আমি সবসময় চেষ্টা করি ভালো করে পাওয়ার আপ করে এগিয়ে যাওয়ার জন্য

 9 days ago 

খুব ভালো লেগেছে আপনার আজকের করা পাওয়ার আপ পোষ্ট দেখে। সব সময় পাওয়ার বৃদ্ধি করে যাওয়া সবার জন্য অনেক বেশি জরুরী। কারণ এই পাওয়ার আপের মাধ্যমে আপনি আপনার সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করতে পারবেন। এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম।

 6 days ago 

আমার চেষ্টার মাধ্যমে একটু একটু করে এগিয়ে যাওয়ার সব সময় চেষ্টা করি আমি

 9 days ago 

আপু আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। আমাদের সবার উচিত প্রতি সপ্তাহে এভাবে পাওয়ার আপ করা। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 days ago 

আপনাদের কাছ থেকে এ ধরনের সুন্দর মন্তব্য গুলো পেলে আরো বেশি ভালো লাগে

 9 days ago 

পাওয়ার আপ মানে হচেছ নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা। আর পাওয়ার আপ মানে হচেছ নিজেকে অনেক দূর এগিয়ে নেওয়া। আপনি কিন্তু বেশ এগিয়ে যাচ্ছেন পাওয়ার আপ করে। আশা করি এমন করেই পাওয়ার আপ করে যাবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 6 days ago 

পরবর্তীতে আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব

 9 days ago 

আপনার পাওয়ার আপ পোস্ট করা দেখে অনেক বেশি ভালো লাগলো।এই পাওয়ার আপ এর মাধ্যমে আপনার একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি আপনার পাওয়ার আপ করে এভাবেই এগিয়ে যান এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে

 6 days ago 

আজকে আমার পাওয়ার পোস্ট আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম

 9 days ago 

IMG_20241227_114252.jpg

 9 days ago 

আপনি চতুর্থ ডলফিন হওয়ার টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন শুনে ভালো লাগলো। টার্গেট পূরণের জন্য নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। শুভকামনা রইল।

 6 days ago 

পরবর্তী সময়ও নিজের টার্গেট খুব শীঘ্রই পূরণ করার চেষ্টা করব

 9 days ago 

আসলে ১০স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই প্লাটফর্মে টিকে থাকতে হলে পাওয়ারের কোন বিকল্প নেই। প্রতিনিয়ত পাওয়ার আপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ আপনাকে আশা করছি এভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকুন।

 6 days ago 

আমি চেষ্টা করে যাচ্ছি নিজের মত করে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে