লাইফ স্টাইল :- একদিন বিকালে নার্সারিতে কাটানো সুন্দর একটি মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। বিশেষ করে ঘুরাঘুরি এবং খাওয়া-দাওয়ার পোস্টগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। তেমনই আজকে একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।
আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ টা কত বেশি সুন্দর সেটা আমরা না ঘুরলে বুঝতে পারি না। আসলে আমাদের আশেপাশের জিনিসগুলোই খুবই সুন্দর থাকে। আর আমি তো ফুল অনেক বেশি পছন্দ করি। যেকোন ধরনের ফুল গাছ আমার খুবই প্রিয়। আর নিজে থেকেও চেষ্টা করি ফুল গাছ লাগানোর জন্য। আমি তো আগে যখন বাবার বাড়িতে থাকতাম তখন প্রচুর ফুল গাছ ছাদে এবং নিচে লাগাতাম। কারণ আমি স্বপ্ন দেখি আমার নিজেরও একটি ফুল বাগান একদিন না একদিন থাকবে। কিন্তু এখন তেমন আর ফুল গাছ লাগানো হয় না শশুর বাড়িতে।
কিন্তু তাও মাঝেমধ্যে আমার বড় আপুকে কিছু ফুল গাছ কিনে দেই। কারণ বড় আপুদের বাড়ির চারপাশে প্রচুর ফুল গাছ আছে। আপু আমার মত ফুল গাছ খুব পছন্দ করে। সেজন্য ঐদিন বিকাল বেলা আমি আর বড় আপু নার্সারিতে গেলাম ফুল গাছ কেনার জন্য। আর কিছু সবজি গাছ কেনার জন্য। তাছাড়া ফুলের পাশাপাশি এখন শীতকাল তাই নার্সারি গুলোতে প্রচুর সবজি গাছ পাওয়া যাচ্ছে। আকাশের ছোট ছোট গাছগুলো আমার কাছে ভীষণ ভালো লাগলো না নার্সারির। তারা একসাথে সবগুলো খুব সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে রেখেছে।
আমি তো প্রথমে নার্সারিতে ঢুকেই এত সুন্দর গাছ দেখে অবাক হয়ে গেলাম। কারো নিজের পছন্দের কাজগুলো যখন দেখতে পাই তখন খুব ভালো লাগে। ঐদিন আমি তো প্রথমে নার্সারি পুরো চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এই নার্সারি টা আমাদের দাগনভূঞা তে। তেমন বড় না ছোট্ট মধ্যেই এটি সুন্দর নার্সারি করেছে তারা। আমি তো আগে প্রায় ই মার্কেটে গেলে এই নার্সারিতে যেতাম ফুল গাছ দেখার জন্য। কিন্তু এবার অনেকদিন হয়ে গিয়েছে নার্সারিতে যাওয়া হয়নি। তাই ঐদিন আপু বলার সাথে সাথেই এক কথায় রাজি হয়ে গেলাম আপুর সাথে যাওয়ার জন্য।
আমরা প্রথমে চারপাশ ঘুরে ঘুরে দেখলাম কি কি গাছ আছে। চারপাশটা খুবই সুন্দর ছিল তাই আমি কিছু ছবি তুলে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। কারণ যে কোন জায়গায় ঘুরতে গেলে সেই মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার না করলে কেন জানি এখন ভালো লাগে না আর। যাইহোক তারপর আমরা ঘুরাঘুরি করার পরে কয়েকটি ফুল গাছ এবং কিছু সবজি গাছ কিনে নিলাম। কারণ এখন শীতকাল চারিদিকে সবজির ছড়াছড়ি। বাজার থেকে যতই সবজি কিনে খাই নিজে না চাষ করলে তেমন ভালো লাগেনা।
তাই কিছু বেগুন গাছ মরিচ গাছ আরো কয়েকটি গাছ নিজেদের জন্য কিনে নিলাম। কয়েকটি ফুল গাছ আমি আপুকে কিনে দিয়েছি। কারণ নিজে না লাগাতে পারলেও আমার কাছে ফুল গাছগুলো ভীষণ ভালো লাগলো। তারপর আমার শ্বশুর বাড়িতে লাগানোর জন্য আমি কিছু সবজি গাছ কিনেছিলাম। কয়েকটি সবজি গাছ আপুকে ও কিনে দিয়েছিলাম। এভাবে বেশ সুন্দর করে ঘুরাঘুরি এবং গাছ কিনে আমরা বাড়িতে চলে আসলাম। যাইহোক গাছগুলো কিনতে পেরে বেশ ভালো লাগলো। আশা করি আমার এই পোস্টটি দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
নার্সারিতে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। নার্সারিতে গেলে নতুন নতুন গাছ কিংবা ফুল দেখতে ভালোই লাগে। আপনি চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন নিজের বড় আপুর সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছিলাম
https://x.com/bdwomen2/status/1871796602446463390?t=hzBLyo6UcuVu8Gz_QE6Bpg&s=19
নার্সারিতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। এতো চমৎকার সব চারা গাছ, দেখেই কিনতে ইচ্ছে করে। আপনি গাছ প্রেমী তা আপনার পোস্ট পড়েই বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন গাছ দেখলে কিনতে ইচ্ছে করবেনা কিভাবে হয় এটা
নার্সারিতে ঘুরলে মন মাইন্ড দুটোই অনেক বেশি ভালো হয়ে যায়। সুন্দর সুন্দর অনেক গাছের সাথে পরিচিত হওয়া যায় নার্সারিতে গেলে। এই নার্সারিতে অনেক গাছ রয়েছে দেখছি। বিভিন্ন রকম সবজি গাছ দেখলাম। বেশ কিছু গাছ কিনেছিলেন শুনে খুব ভালো লেগেছে।
আমাদের কাছে ও ভীষণ ভালো লাগলো ঘুরাঘুরি করতে
আমার কাছে তো অনেক ভালো লাগে নার্সারিতে গিয়ে সময় কাটাতে। নার্সারীর পরিবেশটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর মুহূর্ত কাটানো হয়েছিল নার্সারিতে এটা পোস্টটা পড়েই বুঝতে পারলাম। ফুল বাগান করার ইচ্ছা আমার নিজেরও অনেক বেশি রয়েছে। অনেক বেশি ভালো লেগেছে আপনার পোস্টটা পড়তে।
আমার কাছেও নার্সারিতে ঘুরতে যেতে বেশ ভালো লাগে
আপু আপনার বড় আপুর সাথে নার্সারিতে ঘুরতে গিয়ে বেশ ভালই করেছেন। সেখানে গিয়ে কিছু ফুলের গাছ ও কিছু সবজি গাছ কিনেছেন। বাড়ির আশেপাশে ফুল গাছ থাকলে ভীষণ ভালো লাগে। আপনি আপনার বড় আপুকে কিছু ফুলের গাছ কিনে দিয়েছেন এটা যেন আরো ভালো লাগল। খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার কাছে সবজি গাছগুলো থেকেও ফুল গাছগুলো কিনতে একটু বেশি ভালো লাগলো
নার্সারিতে গিয়ে সময় কাটাতে বেশ ভালোই লাগে। আমিও মাঝেমধ্যে নার্সারিতে ঘুরতে যাই এবং পছন্দ হলে গাছ কিনে ফেলি। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। সবমিলিয়ে দারুণ সময় কাটিয়েছেন নার্সারিতে গিয়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম ধন্যবাদ
নার্সারি এমন একটি জায়গা যেখানে হরেক রকমের দৃশ্য দেখা যায়। বিশেষ করে সুন্দর সুন্দর ফুলের বাগান এবং গাছের বাগান দেখতে খুবই ভালো লাগে। আর সুন্দর সুন্দর ফটোগ্রাফি নেওয়া সম্ভব। আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটালেন নার্সারিতে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে।
ঠিক বলেছেন এরকম সুন্দর এটি মুহূর্ত কাটিয়ে নিজের কাছেও বেশ ভালো লাগলো
কোন এক বিকেলে নার্সারি থেকে বেশি দারুন সব ফটো ধারণ করেছেন আপনি। এদিকে ঘোরাঘুরি হয়ে গেছে আর একদিকে ফটো ধারণ করা হয়েছে। এই মুহূর্তে নার্সারিতে যেতে পারলে অনেক ভালো লাগে কারণ এখন বিভিন্ন রকমের ফুল গাছ দেখতে পাওয়া যায়।
যেকোনো বিকালে এরকম সুন্দর মুহূর্ত কাটালে শরীর ও মন দুটো ভালো থাকে