গল্প:-এই মানুষগুলোকে কি নামে পরিচিত দেওয়া যায়।( প্রথম পর্ব )

in আমার বাংলা ব্লগlast month (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের আশেপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেই ঘটনা গুলো অনেক সময় শিক্ষনীয় হয়ে থাকে। কখনো কখনো দুর্ঘটনা, আবার কখনো মর্মান্তিক ঘটনা। এজন্য আজকে আবার ও একটা কাহিনী নিয়ে হাজির হলাম। আশা করি আমার লেখাটা পড়ে আপনাদের ভালো লাগবে।


mask-3579320_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে আমার এক বড় ভাবির মুখের সোনা কথা। আমার হাজবেন্ডের জ্যাঠাতো ভাইয়ের ওয়াইফ। তার একটি আদরের ভাই ছিল। তারা পাঁচ বোন একটি মাত্র ভাই। বোন গুলো সবাই বাইয়ের বড়। এই কারণে বোন সবাই ভাইকে আদর করতেন। যদিও আমার এই ভাবিটি বয়সে অনেক বড়। বলতে গেলে আমার শাশুড়ির মতো বয়স।

তিনি ছিলেন পরিবারের সবার বড় বোন। মাঝেমধ্যে আমার হাজবেন্ডের ঘরে আসে। এবং আমাদের বাড়ির একদম পাশে তাদের বাড়ি। রাস্তার একপাশে আমরা অন্য পাশে তাদের বাড়ি। একই এলাকা হওয়ার কারণে সেই মাঝেমধ্যে আমার কাছে এসে কথা বলে। যদিও তার বিয়ে অনেক বছর আগে হয়েছে। এই কারণে মাঝেমধ্যে আমি তাদের ফ্যামিলির কথা জিজ্ঞেস করি।

তখন আমি বড় ভাবিকে জিজ্ঞেস করলাম আপনারা ভাই-বোন কয়জন। তখন সে বলল আমরা পাঁচ বোন। এবং সবগুলোর বিয়ে হয়ে গেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনারা ভাই কয়জন। তখন সেই কাঁদতে কাঁদতে বলল আমার একটি মাত্র ভাই ছিল। এখন সেই নেই। ব্যাপারটি শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম সেই কোথায় গেল। তখন সে বলতেছে আজরাইল আমার ভাইকে নিয়ে গেল।

তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেল। তখন বড় ভাবি টি তার ভাইয়ের জীবন কাহিনী বলতে লাগলো। যখন আমার ভাই একদম ছোট ছিল তখন আমার বাবা মারা গেল। এই ভাইকে আমরা অনেক কষ্ট করে লালন পালন করেছি। তবে আমার ভাই ছোটকাল থেকে রোগা ছিল। এই কারণে আমার ভাই সবসময় বাড়িতে থাকেন।

এবং আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে। আমরা কিছু জায়গা আমার ভাইয়ের চিকিৎসার জন্য বিক্রি করেছি। তবে আমরা কোন বোন এখনো পর্যন্ত জায়গা সম্পত্তি বাবা বাড়ি থেকে নিই নাই। আমার ভাই যখন বড় হল আমরা সবাই মিলে খুব বড় করে অনুষ্ঠান করে ভাইকে বিয়ে করালাম। এবং তার ওয়াইফ এর ফ্যামিলি একদম গরিব ছিল। (চলবে)

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 29 days ago 

প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত এবং তাদের ভালো-মন্দ জানার দরকার আছে। আপনি আপনার প্রতিবেশী ভাবির কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে সে আপনার কাছে তার পরিবার বিষয়গুলো তুলে ধরে। বিয়ের পরে কি হয়েছিল সেটা জানার আগ্রহ প্রকাশ করছি আপু। ধন্যবাদ সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 28 days ago 

আমার পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66928.57
ETH 3087.39
USDT 1.00
SBD 3.66