আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast month



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ০২রা অক্টোবর, ২০২৪ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20240903_165719_734.jpg



সুপ্রিয় বন্ধুগণ, ফটোগ্রাফি করা আমার খুবই শখের একটি কাজ। কোথাও চলার পথে সামনে সুন্দর কোন কিছু দেখলেই আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি। আবার যখন আমি সময় পাই তখন ফটোগ্রাফি করতে মাঠে কিংবা কোন পার্কে চলে যায়। আবার কখনো নিজের গ্রামের মধ্যে আকর্ষণীয় কোন কিছু দেখলে সেগুলো ফটোগ্রাফি করি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এমন বিভিন্ন ধরনের রঙিন ফুল, প্রাকৃতিক দৃশ্য ও মাঠ ফসলের ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আমি সব সময় চেষ্টা করি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। কিন্তু বর্তমান সময়ের সূর্যের প্রখর তাপ এবং প্রচন্ড গরমের কারণে বাইরে ফটোগ্রাফি করার জন্য বের হতে পারছি না। তাই চেষ্টা করেছি নিজের বাড়ির আশপাশের সুন্দর সুন্দর দৃশ্যে গুলো মোবাইল ফোনের ক্যামেরা বন্দী করতে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের নিকট আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার আজকের সবগুলো ফটোগ্রাফি করেছি আমার নিজ গ্রাম থেকে। আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে আপনাদের নিকট উপস্থাপন করতে। জানি না কতটুকু সুন্দর হয়েছে আমার আজকের ফটোগ্রাফি গুলো। তারপরেও আমি আশা করি আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20240930_131724_358.jpg


এটা হচ্ছে রাস্তার পাশে ঘাস খাওয়ায় ব্যস্ত এক পাল ভেড়া প্রাণীর চমৎকার একটি ফটোগ্রাফি। আর একসাথে এরকম অনেকগুলো ভাড়া দেখতে সত্যিই অনেক ভালো লাগে। বলা যায় একপ্রকার চোখের প্রশান্তি।


⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20240729_135529_863.jpg


এটা হচ্ছে নাইলনটিকা তেলাপিয়া মাছের ফটোগ্রাফি। এই মাছগুলো আমার পুকুর থেকে আমি বরশি দিয়ে ধরেছিলাম। এরকম তেলাপিয়া মাছগুলো ভাজি করে খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে।


⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20240929_180511_2.jpg


এটা হচ্ছে কাশফুলের ফটোগ্রাফি। কাশফুলের এই ফটোগ্রাফিটি করেছিলাম সন্ধ্যার গোধূলি ক্ষনে। তখন বেশ ঝিরিঝিরি বাতাস বইছিল এবং কাশফুল গুলো খুবই সুন্দরভাবে দুলছিল।


⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20240929_175603_503.jpg


এটা আছে দুপুরমনি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম সন্ধ্যা রাত্রে আমার পুকুরপাড় থেকে। সত্যি বলতে মোবাইল ফোনের আলোয় রাত্রে বেলায় দুপুর মণি ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর লেগেছিল।


⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20240908_135943_078.jpg


এটা আছে সুন্দর আকাশের ফটোগ্রাফি। সবুজ মাঠের উপরে এবং নীল আকাশের নিচে সাদা তুলোর মতো ভেসে বেড়ানো মেঘগুলো দেখতে সত্যিই অসাধারণ সুন্দর লাগে। মনে হয় যেন, সাদা মেঘের ভেলা নীল আকাশের নিচে ভেসে বেড়াচ্ছে।


⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20240903_165719_734.jpg


এটা হচ্ছে থালা ভর্তি ক্ষীরের ফটোগ্রাফি। ক্ষীরের ভিতরে বিভিন্ন রঙিন ফল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে আমার খালাতো ভাইয়ের শুভ বিবাহ উপলক্ষে গায়ে হলুদের দিনে এই থালা ভর্তি ক্ষীরের ব্যবস্থা করা হয়েছিল।


⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20240925_100313_4.jpg


এটা হচ্ছে সবুজ শ্যামল ধান ক্ষেতের চমৎকার একটি ফটোগ্রাফি। বর্তমানে অতি বৃষ্টির কারণে আমাদের ধানের ক্ষেত সবুজ রঙে পরিপূর্ণ হয়েছে। আর এরকম সবুজ ধান ক্ষেত দেখলে মনটা এমনিতেই সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে।





Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের রেনডম ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ




আমার পরিচয়।

IMG_20220709_132030_108.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Sort:  
 last month 

কাশফুলের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে ভাই। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন। সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে। চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো। সবুজ শ্যামল মাঠের উপরে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last month 

অনেক সময় এবং যত্ন সহকারে উঠানো আপনার পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে তার মধ্যে বেশি ভালো লেগেছে কাশফুল এবং ধানক্ষেতের ফটোগ্রাফি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সবুজ শ্যামল ধান ক্ষেতের চমৎকার সৌন্দর্য বেশ অসাধারণ। এতো চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

পায়েস বা ক্ষীর খেতে সত্যি অনেক ভালো লাগে। আর যদি এত সুন্দর করে ডেকোরেশন করা হয় তাহলে আরো বেশি ভালো লাগে। অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো।

 last month 

প্রত্যেকটা ছবি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে কিন্তু সব থেকে বেশি ভালো মনে হয়েছে পাঁচ নম্বরের ফটোগ্রাফিটা। আসলে খাবারের ফটোগ্রাফিটা দেখেই বুঝতে পেরেছিলাম যে এটা কোন একটা বিয়ে বাড়ির খাবারের ফটোগ্রাফি। প্রত্যেকটা ছবি বর্ণনা আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আজকে আপনি সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আমার কাছে আপনার ফটোগ্রাফির মধ্যে বেশি ভালো লাগলো কাশফুলের ফটোগ্রাফি এবং ভেড়া প্রাণীর ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে ভাইয়া দুপুরমনি ফুলের নাম এই প্রথম শুনলাম। এবং এই ফুলের ফটোগ্রাফিও বেশ চমৎকার হলো। সুন্দর করে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।