অরিগ্যামি কাকড়া

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি নতুন পোস্ট।

আজ শেয়ার করবো একটি অরিগ্যামি।
প্রথমে বলে নেই অরিগ্যামি কি..!! অরিগ্যামি বলতে কাগজের তৈরী শিল্প কে বোঝায়।
অর্থাৎ কাগজ এ বিভিন্ন ধরনের ভাঁজ দিয়ে কোন শিল্প তৈরী করাকে বোঝায়।
অরিগ্যামি জাপানি ঐতিহ্য। জাপানিরা তাদের যেকোন অনুষ্ঠানে অরিগ্যামি দিয়ে ঘর সাজিয়ে থাকে।
অরিগ্যামি ছোট বড় যেকোন বয়সের মানুষই বানাতে পারে।তবে শিশুরা অরিগ্যামির বিভিন্ন শিল্প তৈরী করলে এর মাধ্যমে তাদের বিকাশ দ্রুত ঘটে।

অরিগ্যামি নিয়ে অনেক কথা হলো। এবার আমি কিভাবে আমার অরিগ্যামি কাঁকড়াটি বানিয়েছি তা শেয়ার করি।

প্রথমে বলে নেই আমার কি কি প্রয়োজন হয়েছিল।

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ
কাচি
কালো কলম

কার্য পদ্ধতি

প্রথম ধাপ

একটি রঙিন কাগজ নেই।এরপর কাগজটিকে কোনাকুনি ভাঁজ দিয়ে নেই

দ্বিতীয় ধাপ

অতিরিক্ত অংশটি কেটে নেই।এতে কাগজ টি বর্গাকার আকৃতি হবে।

তৃতীয় ধাপ

কাগজটা ছবির মত ভাঁজ দিয়ে নিতে হবে।

চতুর্থ ধাপ

এরপর কাগজটা দুইপাশ থেকেই তিন কোনা করে ভাঁজ দিতে হবে

পঞ্চম ধাপ

এবার কাগজ উল্টো করে নিয়ে ছবির মত ভাঁজ দিতে হবে।

ষষ্ঠ ধাপ

এবার কাঁকড়ার পা এর জন্য নিচের দিক টা ছবির মতো করে ভাঁজ দিতে হবে।

সপ্তম ধাপ

ভাঁজ দেয়া শেষ হলে কাগজটি উল্টো করে,কাঁকড়ার চোখ এঁকে দিলেই কাগজের কাঁকড়া তৈরী।

আশা করি সবাই সম্পূর্ন পোস্টটি পড়েছেন। সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যাবাদ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

জাপানিরা অরিগ্যামি দিয়ে ঘর সাজায় এটা জানা ছিল না আপু। আজকে জানতে পারলাম। আপনার তৈরি করা কাঁকড়াটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপু।

 2 years ago 

যদিও পরীক্ষার চাপে কয়েকদিন ধরে আমে কোন ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করতে পারছি না। তবে এমন করে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলেই কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। আপনি দেখছি বেশ সুন্দর করে আপনার আজকের পোস্টটি উপস্থাপন করেছেন।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কাকড়া অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ধৈর্য সহকারে এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজের অরিগামি গুলো ভালই লাগে দেখতে। আপনি আজকে খুব সুন্দর কাকরার অরিগামি তৈরি করেছেন। কাঁকড়াটি কে খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে এই অরিগামি গুলো মুখে বলে ভাজ গুলো বোঝানো অতটা সম্ভব হয় না। তবে আপনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা কাকড়া তৈরি করছেন। রঙিন কাগজের বিভিন্ন ধরনের জিনিস তৈরি দেখলে খুবই ভালো লাগে। আপনি ধাপে ধাপে বেশ চমৎকার ভাবে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন যেখানে কাকড়ার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। কাগজের ভাজ ভাজে কিভাবে চমৎকার কাকড়া তৈরি করতে হয় সেটা আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে আপনার তৈরি কাকড়ার চোখ দুইটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর দেখতে একটা কাঁকড়ার অরিগ্যামি তৈরি করেছেন দেখছি। হলুদ কালারের রঙিন কাগজ দিয়ে এই অরিগ্যামিটা তৈরি করার কারণে দেখতে অনেক বেশী সুন্দর লাগতেছে। এই ধরনের নিখুঁত কাজগুলো করতে একটু কষ্ট হয়। বিশেষ করে উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ ভাঁজগুলো কিভাবে করা হয়েছে এটা বলে বোঝানো মুশকিল। অরিগ্যামি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। বিশেষ করে জাপানি ঐতিহ্য এটা জেনে অনেক ভালো লাগলো। আপনার কাছ থেকে এরকম ক্রিয়েটিভ এবং সুন্দর সুন্দর পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

এটা জানা ছিল না যে জাপানিরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে অরিগামি দিয়ে ঘর সাজায় এই প্রথমবার আপনার প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে কাকড়ার অরিগামি তৈরি করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো, রঙিন কাগজের এই কাকড়ার অরিগামী দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কাঁকড়া তৈরি করেছেন। তবে আপনার রঙিন কাগজের কাঁকড়া তৈরি অসাধারণ হয়েছে। আর এই কাঁকড়া ছোট বাচ্চারা ফেলে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। আবার এইগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখল বেশ চমৎকার লাগে। খুব সুন্দর করে শুরু দেখে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

আপনি দেখতেছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কাঁকড়া তৈরি করেছেন। রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে রঙিন কাগজ দিয়ে কাঁকড়া তৈরি করা খুব কষ্টকর। বিশেষ করে ভাঁজ গুলো উপস্থাপনা করা। তবে রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে কাঁকড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর কাঁকড়া তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।