সরাচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি নতুন পোস্ট।

আমার ঘর সাজাতে বেশ ভালো লাগে।আর সেই ঘর সাজানোর জন্য নিজের তৈরী করা কোন কিছু দিয়ে সাজাতে পারি তাহলে ত কথাই নেই।
আমি সব সময় চেষ্টা করি ঘরে থাকা অব্যাহত জিনিস গুলো পুনরায় ব্যবহার করতে। তাই আমার বাসায় দই নিয়ে আসলে আমি দই এরন হাড়ি গুলো জমিয়ে রাখি গাছ লাগাবো ভেবে।এবার আমি মা সেদিন বেশ কিছু মাটির হাড়ি আর হাড়ির সাথে ঢাকনা কিনছিল দেখেই লোভ লাগছিল এতে পেইন্টিং করার জন্য।তাই মা এর সাথে কিছুক্ষন ঘ্যানঘ্যান করে কয়েকটা মাটির ঢাকনা কিনে নেই। মাথায় ঘুরছিল এই ঢাকনা গুলো তে পেইন্ট করে বারান্দায় সাজিয়ে দিলে বেশ লাগবে।
যেই ভাবনা সেই কাজ একটু অবসব পেতেই রঙ,তুলি নিয়ে বসে গেলাম।

আজ আমি দেখানো মাটির ঢাকনায় কিভাবে এই দুটো পাখি এঁকেছি। কিভাবে এঁকেছি তা বলার আগে বলে নেই এই পেইন্টিং করতে আমার কি কি প্রয়োজন হয়েছিল।

প্রয়োজনীয় উপকরণ

মাটির ঢাকনা
এক্রেলিক রঙ
তুলি
পেন্সিল
পানি

কার্য পদ্ধতি

প্রথম ধাপ

একটি পরিষ্কার মাটির সরা নিতে হবে।সরায় বেস হিসেবে সাদা রঙ দিয়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপ

আমি যেহেতু চিত্রের ব্যকগ্রাউন্ড হলুদ করবো।তাই বেস শুকিয়ে গেলে আবার হলুদ রঙ দিয়ে পুরা সরয়া রঙ করতে হবে।

তৃতীয় ধাপ

রঙ শুকিয়ে গেলে পছন্দমত নকশা এঁকে নিতে হবে।
আমি এখানে দুটো পাখি এঁকে নিয়েছিলাম।

চতুর্থ ধাপ

এঁকে নেয়া চিত্র অনুযায়ী মানানসই রঙ নিয়ে বাকি চিত্রটি রঙ করে ফেলি।
এবং চিত্রটি কে আরো সুন্দর করতে চারপাশে ডট ডট ভাবে রঙ লাগিয়ে দেই।

রঙ করা হয়ে গেলে মাটির ঢাকনাটি সূর্যের আলোতে শুকাতে দিয়েছি।

এইভাবে আমি এই ঢাকনাটি রঙ করেছি।

আশা করছি সবাই সম্পুর্ন পোস্ট পড়েছেন। সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যবাদ । আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আপনারাও যদি মাটির তৈরী জিনিস এ রঙ করতে পছন্দ করেন বা কেউ যদি মাটির সরায় রঙ করে থাকেন তা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন।
ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বাহ বেশ ভালো আইডিয়া দেখছি। আসলেই মাটির পাত্রে পেইন্টিং করলে দেখতেও বেশি ভালো লাগে কিন্তু। অবশেষে আপনার মায়ের সাথে ঘ্যানঘ্যান করে কিনেই নিলেন। তবে নিশ্চয়ই আপনার এত সুন্দর হাতের কাজ দেখে আপনার মা খুশি হয়েছিল। পাখি ২ টাকে দেখতে ভীষণই ভালো লাগছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা একটা মাটির তৈরি ঢাকনা। বেশ অসাধারণ হয়েছে।

 2 years ago 

শুনে ভালো লাগলো যে আপনি ঘর সাজাতে পছন্দ করেন । আর নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে আসলেই খুব ভালো লাগে । মায়ের সাথে ঘ্যানর ঘ্যানর করে জিনিসগুলো কিনে ভালই করেছেন এখন ইচ্ছা মত কাজে লাগাতে পারছেন । ভালো লাগলো আপনার মাটির হাঁড়িতে আঁকা পাখি দুটি। কালারটাও সুন্দর হয়েছে ।

 2 years ago 

আপনি আপনার মায়ের সাথে ঘ্যানঘ্যান করে জিনিসগুলো কিনে ভালই করলেন। এখন আপনার মা দেখে খুব খুশি হয়েছে যে মাটির ঢাকনাগুলো আপনি কাজে লাগাচ্ছেন। খুব সুন্দর পেইন্টিং করেছেন মাটির ঢাকনার উপর। আসলে এরকম নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে সবারই খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য