স্বরচিত কবিতা-: আবেগী জীবন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আজকে আবার আপনাদের মাঝে দারুন একটা কবিতা নিয়ে এলাম। আজকের কবিতা একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করলাম। আমাদের জীবনের অনুভূতিগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করার জন্য একমাত্র অবলম্বন হলো কবিতা।আর এই কবিতার মাধ্যমে মূলত জীবনের অনেক অনুভূতিকে প্রকাশ করা যায়। যেমন আজকের কল্পনায় কিছু আবেগের অনুভূতি লিখলাম। আসলে যদিও এগুলো আমার মনের কল্পিত কল্পনাকে কেন্দ্র করে। তবে আমার জীবনের সাথে সম্পৃক্ত না সেটা বলতে পারি। মাঝে মাঝে বাস্তবিক ভিত্তিতে কবিতাগুলো লিখতে খুবই ভালো লাগে। তবে আজকে কিছু কল্পনায় জড়িত কথা নিয়ে কবিতা লেখার চেষ্টা করলাম।
♥️আবেগী জীবন♥️
আবেগের সুরে মিশে যায় মন,
হৃদয়ের ভিতর গোপন এক বন্দি জীবন।
শ্রাবণের বৃষ্টি উচ্ছলতার গান,
দুঃখে-হাসি কষ্টে কাঁদি এটাই তো প্রাণ।
মুহূর্তে দুনিয়া হয়ে ওঠে রঙিন,
আবেগের চাহিদা হয় না বিলীন।
নিরবতা বলে কিছু নেই বাকি,
ভালবাসা বা কষ্ট সবই খেলার সাথী।
আবেগে ভেসে যায় মন সাগরের মতন,
হাসি কান্না সবই তো নিরবে করে যতন।
প্রেমে, দুঃখে, সুখে, এক পৃথিবী ঘুরে,
আবেগের সুরে বেঁচে থাকে হৃদয়ের চিরন্তন সুরে।
আবেগে ভাসে হৃদয় নানা রঙে রঙিন,
কখনো সুখে কখনো দুঃখে মিশে থাকে দিন।
চুপচাপ চলে জীবনের পথ অজানা দিশায়,
আবেগের সুরে সাজিয়ে জীবনকে হাসায়।
আবেগের সুরে চলে হৃদয়ের গান,
দুঃখ-সুখে মিশে থাকে জীবন-জ্ঞান।
কখনো নীরব কখনো বেদনায় ভারী,
আবেগের পথ কখনো সহজ কখনো অন্ধকারী।
প্রেমে জ্বলে বেদনায় ভাসে মন,
হারিয়ে যায় যেন সুখের সন্ধান।
আবেগের অগ্নিতে পুড়ে যাই যদি,
তবুও ভালোবাসা খুঁজে পাই নীরবধি।
আমার অনুভূতি |
|---|
আমাদের জীবন আবেগ অনুভূতিগুলো নিয়ে গঠিত হয়েছে। আর এই আবেগ অনুভূতিতে আমরা এমন এমন কিছু কল্পনা করি যেগুলো আসলে আমাদের জীবনের সাথে অনেক ক্ষেত্রে মিলে আবার অনেক ক্ষেত্রে মিলে না। আজকের কবিতায় কিছু আবেগ দুঃখকে কেন্দ্র করে কিছু আবেগ সুখকে কেন্দ্র করে। আসলে সুখ-দুঃখ মিলিয়েই আমাদের জীবন।আর জীবনকে মেনে নিতে হলে আবেগকে কমাতে হবে এবং বাস্তবতাকে মেনে নিতে হবে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
মোবাইল ও পোস্টের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | কবিতা |
| লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
.png)


Task 3
https://x.com/bristy110/status/1905576541549216117
Upvoted! Thank you for supporting witness @jswit.
Task 2
https://x.com/bristy110/status/1905575472815346067
Task 1
https://x.com/bristy110/status/1905569859037266322
আমাদের আবেগ এবং অনুভূতিগুলো নিয়ে কবিতাটা লিখেছেন। বেশ ভালো লাগলো পুরো কবিতা টা পড়ে। বরাবরের মতো এবারও খুব সুন্দর ভাবে লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
কবিতা লিখতে খুবই ভালো লাগে। আর এজন্যই চেষ্টা করি ভিন্ন ভাবে আপনাদের মাঝে শেয়ার করার জন্য, ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছে। আসলে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে, তাই প্রতি সপ্তাহে একটি করে কবিতা শেয়ার করে থাকি। যাইহোক সুন্দর একটি কবিতা সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।
এই কবিতাটা কল্পনাকে ঘিরে লিখেছি, ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার এই কবিতাটির লাইন এর সামঞ্জস্যতা আপনি খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ তেমনি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়তে পারলাম যা পড়ে অনেক ভালোই লাগছে৷ এই কবিতা একের পর এক ছন্দে ছন্দে আপনি খুব সুন্দর ভাবেই মিল রেখেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
এত সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।