আমার শখের বাগানের ফুলের কিছু সুন্দর ফটোগ্রাফি।🌼
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।
আমি @bristychaki আমার বাংলা ব্লগ এর একজন নিয়মিত ইউজার।প্রতিদিন নতুন নতুন রেসিপি করা এবং আপনাদের সাথে শেয়ার করা আমার প্রিয় একটি কাজ তাই প্রতিনিয়ত চেষ্টা করি নিজের সৃজনশীলতা গুলোকে প্রকাশ করার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই সকলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে পাই যা আমার কাছে খুবই ভালো লাগে।আমি খুব একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি না,আজ কেনো জানি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে ইচ্ছে করছে।আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি।আমার বাসায় সবসময়ই কোনো না কোনো ফুলের গাছ থাকে এটা আমার এক ধরনের নেশা বলতে পারেন।আমার গাছ গুলোতে বেশ ফুল ফুটতে শুরু করেছে তাই ভাবলাম সেই সুন্দর
ফুল গুলো আপনাদের সাথে শেয়ার করি।আর তাই আজকের আমার পোস্ট টি শেয়ার করা আশাকরি আপনাদের ভালো লাগবে!
আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পরিচিত এবং অজানা ফুল।দৈনন্দিন জীবনে কিছুটা সময় হলেও প্রকৃতির সান্নিধ্যে যাওয়া দরকার যা আমাদের শরীর, মন ও মস্তিষ্কের জন্যে অনেক প্রয়োজন।প্রকৃতি মানুষের জন্যে এক ঈশ্বরের আশীর্বাদ।প্রকৃতির কাছে গেলে সৃষ্টির গভীরতা আর এর অফুরন্ত ভান্ডার আমাদের মনকে প্রশান্ত করে, দৃষ্টিকে করে প্রসারিত, আর ভাবনাকে করে উদার।আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে এবং সকল ফুল সব বয়সী মানুষের পছন্দের। ফুল প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে।
পুর্তলিকা ফুল
পুর্তলিকা কতো রকমের প্রতাজি আছে তা বলে শেষ করা যাবে না।সাদা খয়েরী হলুদ লাল গোলাপি বেগুনি আরও কতো রকমের পুর্তলিকা আছে।তবে কিছু কিছু পুর্তলিকার পাতা ও ফুলের মধ্যে ভিন্নতা আছে।আমার কাছে এখন দুই ধরনের পুর্তলিকা আছে একটা গাঢ় গোলাপি আরেক গাঢ় হলুদ রংয়ের দু'টোই দেখতে খুবই চমৎকার।
অপরাজিতা ফুল
নীল রংও যে এতো সুন্দর হয় তা অপরাজিতা ফুলকে না দেখলে বিশ্বাস হতো না।অপরাজিতা ফুল আমার খুবই ভালো লাগে আর আমি মহাদেবের ভক্ত তাই আমার মহাদেবের জন্যই আমি বাসার ছাদে অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছি।৮০ টাকা দিয়ে আমি অপরাজিতা গাছটি কিনেছিলনাম তখন খুবই ছোট ছিলো ছাদে লাগানোর পর অল্প দিনের মধ্যেই গাছটি অনেক বড় হয়ে গেছে এবং অনেক ফুল ফুটতে শুরু করেছে।
নয়নতারা ফুল
নয়নতারা ফুল স্নিগ্ধতা ও সুন্দর রং সুক্ষ্ম সৌন্দর্য দিয়ে আমারদের মনকে আকর্ষণ করে তোলে।এই ফুল খুবই সহজলভ্য এবং সারাবছর ধরে ফোটে তাই এই ফুলগাছ প্রায় সময়ই চোখে পড়ে।আমার নিত্যদিনের পূজোর প্রয়োজন মেটাতে নয়নতারা ফুলের জুড়ি মেলা ভার।আমার বাসায় সবসময়ই নয়নতারা গাছ থাকবেই এটার কোনো বিকল্প হয় না।আমার এখন তিন ধরনের নয়নতারা আছে।একটা চার পাতা একটা পাঁচ পাতা আর একটা সাদা রংয়ের নয়নতারা আছে।
বেলিফুল
পৃথিবীতে ছোট ছোট সুগন্ধিযুক্ত ও অপরুপ সৌন্দর্যময় ফুল গুলোর মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে বেলি ফুল। এই ফুলটি সাদা শুভ্র বর্ণ যেন মানুষকে মুগ্ধ করে তোলে।বেলীফুল যখন সন্ধ্যা ফোটে তখন এর সুবাসে পুরো বাসা ভরে যায় যা আমার মনকে এক নিমেষেই ভালো করে দেয়।আমি সুগন্ধীপ্রিয় একজন মানুষ তাই এর সুগন্ধ আমার খুবই প্রিয়।
টাইম ফুল
প্রতিদিন সকাল বেলায় একই সময়ে ফুল ফোটে বলে একে টাইম ফুল বলে। দেখতে খুব সুন্দরী এই পর্তুলিকা চিকন চিকন পাতায় ঘেরা,মাঝখানে ছোট্ট ফুলটি ফুটে থাকে।দেখলেই চোখ জুড়িয়ে যায়। নানান রংয়ের ও পাপড়িগুলো খুবই পাতলা।এই ফুলকে কেউ টাইম ফুল বলে কেউ পুর্তলিকা বা আমাদের গ্রামাঞ্চলে গাসফুল নামেই বেশি পরিচিত।
জঙ্গলি টগর
কোনো যত্ন ছাড়াই ঝোপঝাড়ে পথের ধারে বাঁশ ঝাড়ে টগর ফুলের গাছ এমনিতেই জন্মে। এই ফুল মোটামুটি সারাবছরেই ফোটে।সবুজ পাতার মাঝে সাদা ছোট ছোট ফুলগুলো যেকারোরেই নজর কেড়ে নেয়।
এই ছিলো আমার আজকের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Promotion Link
আপু প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে, আসলে ফু ল মানেই সুন্দর। ফুলগুলোতে পানি পরাতে দেখতে বেশ ভালো লাগছে।ধন্যবাদ আপু
হ্যাঁ আপু ফুলের উপরে জলের কারণে আরও বেশি সুন্দর লাগছিলো।ধন্যবাদ আপু।
এরকম একটি বাগান যদি আমার থাকতো তাহলে আর কিছুই চাইতাম না। সত্যি আপু আপনার বাগানের সুন্দর দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। খুবই ভালো লাগলো দেখে।
আপু আস্তে আস্তে গাছ লাগানো শুরু করেন দেখবেন একদিন একটি শখের বাগান হয়ে যাবে।ধন্যবাদ আপু।
আপু আপনার বাগানে দেখছি অনেক ধরনের ফুল রয়েছে। ফুলের বাগান দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই বাগান ছাদে নাকি বারান্দায় করেছেন। পুর্তলিকা, অপরাজিতা আর বেলি ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাড়িতে ফুলের বাগান থাকলে সারা বাড়ি ফুলের ঘ্রাণে মৌ মৌ করে। ধন্যবাদ আপু নিজের বাগানের এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আরও অনেক ফুল আছে আপু সেগুলো পরবর্তী সময়ে দেখাবো।কিছু ছাদে কিছু বারান্দায়।ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন আপু বর্তমান সময়ে চারপাশে এত ধরনের ফুল দেখা যায় যে এগুলোর নাম মনে রাখা যায় না। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। পর্তুলিকা ফুল আমার বাসায় আছে। কিন্তু এই দুটি কালার আমার কাছে নেই। তাছাড়া বৃষ্টিভেজা ফুলগুলো খুব চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু অনেক ফুল আছে যেগুলোর নাম জানি না অথচ অনেক ভালো লাগে।আমার কাছে অনেক কয় প্রকারের পুর্তলিকা আছে,কাছাকাছি হলে আপনাকে গিফট করতাম।ধন্যবাদ আপু।
এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। আসলে ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। ঠিক তেমনি আমি নিজেও অনেক পছন্দ করি। আপনি যে ফটোগ্রাফি গুলো আজকে করেছেন সবগুলো ছিল একেবারে মন ছোঁয়া।
আমিও ফুল খুবই ভালোবাসি আপু।আর তাই সবসময়ই ফুল গাছ লাগানোর চেষ্টা করি।ধন্যবাদ আপু।
আপু গাছ লাগাতে আমি নিজেও খুব পছন্দ করি। আজকে আপনি দেখতেছি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে বেলি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
গাছ লাগানো আমার প্রিয় একটি শখ আপু আমি সবসময়ই গাছ রাখি বাসায়।ধন্যবাদ আপু।
আপনার শখের বাগানে দেখছি অনেক প্রকার ফুল রয়েছে। বেশ দারুণ লাগছে ফুলগুলো। বিশেষ করে নয়নতারা ফুলের উপরে পানি পড়ে এক অসাধারণ সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটছে। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
শুনে অনেক ভালো লাগলো গাছ লাগাতে আপনার অনেক ভালো লাগে। বাড়িতে গাছ লাগালে বাড়ি সৌন্দর্য বাড়ে ।আপনি আজকে অনেক সুন্দর কিছু কুয়াশা ভেজা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ আপু শুভকামনা রইল।
ঠিক বলেছেন আপু গাছ সত্যিই বাড়ির সৌন্দর্য কে বাড়িয়ে তোলে।ধন্যবাদ আপু।