আমার শখের বাগানের ফুলের কিছু সুন্দর ফটোগ্রাফি।🌼

in আমার বাংলা ব্লগ23 days ago

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

আমি @bristychaki আমার বাংলা ব্লগ এর একজন নিয়মিত ইউজার।প্রতিদিন নতুন নতুন রেসিপি করা এবং আপনাদের সাথে শেয়ার করা আমার প্রিয় একটি কাজ তাই প্রতিনিয়ত চেষ্টা করি নিজের সৃজনশীলতা গুলোকে প্রকাশ করার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই সকলের সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে পাই যা আমার কাছে খুবই ভালো লাগে।আমি খুব একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি না,আজ কেনো জানি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে ইচ্ছে করছে।আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি।আমার বাসায় সবসময়ই কোনো না কোনো ফুলের গাছ থাকে এটা আমার এক ধরনের নেশা বলতে পারেন।আমার গাছ গুলোতে বেশ ফুল ফুটতে শুরু করেছে তাই ভাবলাম সেই সুন্দর
ফুল গুলো আপনাদের সাথে শেয়ার করি।আর তাই আজকের আমার পোস্ট টি শেয়ার করা আশাকরি আপনাদের ভালো লাগবে!

আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক পরিচিত এবং অজানা ফুল।দৈনন্দিন জীবনে কিছুটা সময় হলেও প্রকৃতির সান্নিধ্যে যাওয়া দরকার যা আমাদের শরীর, মন ও মস্তিষ্কের জন্যে অনেক প্রয়োজন।প্রকৃতি মানুষের জন্যে এক ঈশ্বরের আশীর্বাদ।প্রকৃতির কাছে গেলে সৃষ্টির গভীরতা আর এর অফুরন্ত ভান্ডার আমাদের মনকে প্রশান্ত করে, দৃষ্টিকে করে প্রসারিত, আর ভাবনাকে করে উদার।আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে অনেক ধরনের ফুল রয়েছে এবং সকল ফুল সব বয়সী মানুষের পছন্দের। ফুল প্রাকৃতিক সৌন্দর্য বর্ধন করে।

পুর্তলিকা ফুল

পুর্তলিকা কতো রকমের প্রতাজি আছে তা বলে শেষ করা যাবে না।সাদা খয়েরী হলুদ লাল গোলাপি বেগুনি আরও কতো রকমের পুর্তলিকা আছে।তবে কিছু কিছু পুর্তলিকার পাতা ও ফুলের মধ্যে ভিন্নতা আছে।আমার কাছে এখন দুই ধরনের পুর্তলিকা আছে একটা গাঢ় গোলাপি আরেক গাঢ় হলুদ রংয়ের দু'টোই দেখতে খুবই চমৎকার।
IMG_20241130_184612.jpg

IMG_20241130_213821.jpg

অপরাজিতা ফুল

নীল রংও যে এতো সুন্দর হয় তা অপরাজিতা ফুলকে না দেখলে বিশ্বাস হতো না।অপরাজিতা ফুল আমার খুবই ভালো লাগে আর আমি মহাদেবের ভক্ত তাই আমার মহাদেবের জন্যই আমি বাসার ছাদে অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছি।৮০ টাকা দিয়ে আমি অপরাজিতা গাছটি কিনেছিলনাম তখন খুবই ছোট ছিলো ছাদে লাগানোর পর অল্প দিনের মধ্যেই গাছটি অনেক বড় হয়ে গেছে এবং অনেক ফুল ফুটতে শুরু করেছে।

Screenshot_2024_1130_213932.jpg

IMG_20241130_214100.jpg

নয়নতারা ফুল

নয়নতারা ফুল স্নিগ্ধতা ও সুন্দর রং সুক্ষ্ম সৌন্দর্য দিয়ে আমারদের মনকে আকর্ষণ করে তোলে।এই ফুল খুবই সহজলভ্য এবং সারাবছর ধরে ফোটে তাই এই ফুলগাছ প্রায় সময়ই চোখে পড়ে।আমার নিত্যদিনের পূজোর প্রয়োজন মেটাতে নয়নতারা ফুলের জুড়ি মেলা ভার।আমার বাসায় সবসময়ই নয়নতারা গাছ থাকবেই এটার কোনো বিকল্প হয় না।আমার এখন তিন ধরনের নয়নতারা আছে।একটা চার পাতা একটা পাঁচ পাতা আর একটা সাদা রংয়ের নয়নতারা আছে।

IMG_20241130_184900.jpg

IMG_20241130_184935.jpg

IMG_20241130_184900.jpg

বেলিফুল

পৃথিবীতে ছোট ছোট সুগন্ধিযুক্ত ও অপরুপ সৌন্দর্যময় ফুল গুলোর মধ্যে অন্যতম একটি ফুল হচ্ছে বেলি ফুল। এই ফুলটি সাদা শুভ্র বর্ণ যেন মানুষকে মুগ্ধ করে তোলে।বেলীফুল যখন সন্ধ্যা ফোটে তখন এর সুবাসে পুরো বাসা ভরে যায় যা আমার মনকে এক নিমেষেই ভালো করে দেয়।আমি সুগন্ধীপ্রিয় একজন মানুষ তাই এর সুগন্ধ আমার খুবই প্রিয়।

IMG_20241130_185127.jpg

টাইম ফুল

প্রতিদিন সকাল বেলায় একই সময়ে ফুল ফোটে বলে একে টাইম ফুল বলে। দেখতে খুব সুন্দরী এই পর্তুলিকা চিকন চিকন পাতায় ঘেরা,মাঝখানে ছোট্ট ফুলটি ফুটে থাকে।দেখলেই চোখ জুড়িয়ে যায়। নানান রংয়ের ও পাপড়িগুলো খুবই পাতলা।এই ফুলকে কেউ টাইম ফুল বলে কেউ পুর্তলিকা বা আমাদের গ্রামাঞ্চলে গাসফুল নামেই বেশি পরিচিত।

IMG_20241130_184635.jpg

জঙ্গলি টগর

কোনো যত্ন ছাড়াই ঝোপঝাড়ে পথের ধারে বাঁশ ঝাড়ে টগর ফুলের গাছ এমনিতেই জন্মে। এই ফুল মোটামুটি সারাবছরেই ফোটে।সবুজ পাতার মাঝে সাদা ছোট ছোট ফুলগুলো যেকারোরেই নজর কেড়ে নেয়।
IMG_20241130_184747.jpg

এই ছিলো আমার আজকের সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি পোস্ট আশাকরি আপনাদের ভালো লেগেছে!সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHVdhPxpzZmxMRjum3UCUidUNsZ38uqhr1mSb5xwkZ13qybC6Wsi14vWfTfa3THnQ53W7Lg654hm98NFkbaXeWLDoZQGBiC7pM2UN.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Xodzbzq3oX49atkSEMVhiMenZz4orzwA6quKH1Zq6ChSetgR6uZ1zmJYbq2sAp31zfbxHf9rPTB1VGisy93QJHFczbCSXe11QnHPCJgxxe76JCZ67fVJ1wQiDSFnduaRGU7KhkUMoa5CiPsi9SfBSfWGu5n7mKwMCc7VpTrmj2y7KmxAEAgSwXcJ6S426pmQ88mgdsLHciqRWY5HBgA7Rozg9iFrnjAbLjWv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 
 23 days ago 

আপু প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে, আসলে ফু ল মানেই সুন্দর। ফুলগুলোতে পানি পরাতে দেখতে বেশ ভালো লাগছে।ধন্যবাদ আপু

 22 days ago 

হ্যাঁ আপু ফুলের উপরে জলের কারণে আরও বেশি সুন্দর লাগছিলো।ধন্যবাদ আপু।

 23 days ago 

এরকম একটি বাগান যদি আমার থাকতো তাহলে আর কিছুই চাইতাম না। সত্যি আপু আপনার বাগানের সুন্দর দৃশ্য গুলো দেখে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো। খুবই ভালো লাগলো দেখে।

 22 days ago 

আপু আস্তে আস্তে গাছ লাগানো শুরু করেন দেখবেন একদিন একটি শখের বাগান হয়ে যাবে।ধন্যবাদ আপু।

 23 days ago 

আপু আপনার বাগানে দেখছি অনেক ধরনের ফুল রয়েছে। ফুলের বাগান দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। এই বাগান ছাদে নাকি বারান্দায় করেছেন। পুর্তলিকা, অপরাজিতা আর বেলি ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাড়িতে ফুলের বাগান থাকলে সারা বাড়ি ফুলের ঘ্রাণে মৌ মৌ করে। ধন্যবাদ আপু নিজের বাগানের এত চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 22 days ago 

আরও অনেক ফুল আছে আপু সেগুলো পরবর্তী সময়ে দেখাবো।কিছু ছাদে কিছু বারান্দায়।ধন্যবাদ আপু।

 22 days ago 

ঠিক বলেছেন আপু বর্তমান সময়ে চারপাশে এত ধরনের ফুল দেখা যায় যে এগুলোর নাম মনে রাখা যায় না। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। পর্তুলিকা ফুল আমার বাসায় আছে। কিন্তু এই দুটি কালার আমার কাছে নেই। তাছাড়া বৃষ্টিভেজা ফুলগুলো খুব চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 22 days ago 

হ্যাঁ আপু অনেক ফুল আছে যেগুলোর নাম জানি না অথচ অনেক ভালো লাগে।আমার কাছে অনেক কয় প্রকারের পুর্তলিকা আছে,কাছাকাছি হলে আপনাকে গিফট করতাম।ধন্যবাদ আপু।

 22 days ago 

এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করলেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। আসলে ফুল সবাই অনেক বেশি পছন্দ করে। ঠিক তেমনি আমি নিজেও অনেক পছন্দ করি। আপনি যে ফটোগ্রাফি গুলো আজকে করেছেন সবগুলো ছিল একেবারে মন ছোঁয়া।

 22 days ago 

আমিও ফুল খুবই ভালোবাসি আপু।আর তাই সবসময়ই ফুল গাছ লাগানোর চেষ্টা করি।ধন্যবাদ আপু।

 22 days ago 

আপু গাছ লাগাতে আমি নিজেও খুব পছন্দ করি। আজকে আপনি দেখতেছি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে বেলি ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 22 days ago 

গাছ লাগানো আমার প্রিয় একটি শখ আপু আমি সবসময়ই গাছ রাখি বাসায়।ধন্যবাদ আপু।

 21 days ago 

আপনার শখের বাগানে দেখছি অনেক প্রকার ফুল রয়েছে। বেশ দারুণ লাগছে ফুলগুলো। বিশেষ করে নয়নতারা ফুলের উপরে পানি পড়ে এক অসাধারণ সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটছে। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 21 days ago 

শুনে অনেক ভালো লাগলো গাছ লাগাতে আপনার অনেক ভালো লাগে। বাড়িতে গাছ লাগালে বাড়ি সৌন্দর্য বাড়ে ।আপনি আজকে অনেক সুন্দর কিছু কুয়াশা ভেজা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 21 days ago 

ঠিক বলেছেন আপু গাছ সত্যিই বাড়ির সৌন্দর্য কে বাড়িয়ে তোলে।ধন্যবাদ আপু।