রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তন!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Laliga official YouTube channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
উপরের টাইটেল টা দেওয়ার যথেষ্ট কারণ আছে। আমি কথা বলব রিয়াল মাদ্রিদের গতকালের ম্যাচটা নিয়ে। রিয়াল মাদ্রিদ কোন সন্দেহ ছাড়া পৃথিবীর সেরা ফুটবল ক্লাব। রিয়াল মাদ্রিদের কিন্তু আরেকটা নাম আছে ক্যামব্যাক মাদ্রিদ। অর্থাৎ এই রিয়াল মাদ্রিদ বার বার ফিরে আসে। কখনোই হেরে যায় না। ২০২৪-২৫ সিজেনে এখন পযর্ন্ত বেশ বাজে সময় অতিবাহিত করছে তারা। একের পর এক হার খেলোয়াদের ইঞ্জুরি সবমিলিয়ে তারা দিশেহারা। কিন্তু গতকাল রিয়াল মাদ্রিদের খেলা দেখে আমার মনে হয়েছে হ্যা রিয়াল মাদ্রিদ এবার ফিরেছে। প্রত্যাবর্তন যদি হয়ে যায় রিয়াল মাদ্রিদ যদি ফিরে আসে তাহলে পৃথিবীর কোন ক্লাবের ক্ষমতা নেই তাদের আটকে দেওয়া।
না আমি উপরের কথাটা মোটেই বাড়াবাড়ি করে বলছি না। অন্তত ফুটবল টা যারা অনুসরণ করেন নিয়মিত খেলা দেখেন তারা এই ব্যাপার টা খুব ভালোভাবে জানেন। গতকাল রিয়াল মাদ্রিদের খেলা ছিল আরেক স্প্যানিস ক্লাব জিরোনার সাথে। গত সিজেনে অসাধারণ খেললেও এই সিজেনে তারা খুব একটা ভালো খেলছে না। কিন্তু তারপরও তাদের ঘরের মাঠে ম্যাচ। এবং রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ দুই সদস্য রদ্রিগো ভিনিসিয়াস কেউ নেই। যাইহোক খেলাটা শুরু হয় বাংলাদেশ সময় রাত ২ টার সময়। এইদিন শুরুর একাদশে ছিল আর্দা গুলার। এবং ইঞ্জুরি থেকে ফিরেছিল চুয়োমিনি। খেলার শুরুর দিকে নিজেদের ঘরের মাঠে বেশ ভালো খেলছিল এবং আক্রমণে যাচ্ছিল জিরোনা।
এই ম্যাচেও এমবাপ্পে বেশ কয়েকবার বল নিয়ে আক্রমণে যায়। তবে বেশ কয়েকবার সে অফসাইডের স্বীকার হয়। ম্যাচের তখন ৩৬ মিনিট। ডিবক্সের মধ্যে একটা বল পেয়ে যায় বেলিংহাম। এবং অসাধারণ এক দূরপাল্লার শর্ট করে গোল করে জুড বেলিংহাম। বেলিংহামের গোলে ০-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই যেন রিয়াল মাদ্রিদ আরও গুছিয়ে খেলতে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে আর্দা গুলার অসাধারণ এক ফিনিস করে গোল করে। এই সিজেনে রিয়াল মাদ্রিদের হয়ে আর্দা গুলারের প্রথম গোল এই টা। গোলটা বেশ দৃষ্টিনন্দন ছিল। আর্দা গুলারের গোলে ০-২ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
এর কিছুক্ষণ পর ম্যাচের যখন ৬২ মিনিট চলছে। কিলিয়ান এমবাপ্পে অসাধারণ এক বল পেয়ে যায়। এবং অনেকটা ডিফিকাল্ট জায়গা থেকে চমৎকার একটা ফিনিশ করে গোল করে কিলিয়ান এমবাপ্পে। এই সিজেনে এটা তার করা সবচাইতে সুন্দর গোল। ততক্ষণে ম্যাচে ৩-০ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। বলা হয় অর্ধেক ফিট স্কোয়ার্ড নিয়ে অসাধারণ এক জয় তুলে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ। এই সিজেনে যথেষ্ট খারাপ খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। যদি চ্যাম্পিয়ন লীগ, স্প্যানিস লীগ জিত তে হয় তাহলে এখান থেকেই তাদের ক্যামব্যাক করতে হবে। আর সেটা না হলে হয়তো এই সিজেন টা শিরোপাহীন ভাবে কাটাতে হবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.
রিয়াল মাদ্রিদের এই প্রত্যাবর্তন দেখে ভালো লেগেছে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ তারা খারাপ খেলা উপহার দিলে সেটা ভালো লাগে না। এই দুইটা দল যখন ভালো ফর্মে থাকে তখন খেলা দেখার মজাটাই যেন বৃদ্ধি পেয়ে যায়।