৪০ দিন পর

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন।আআলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।আমার আজকের ভালো থাকা অবশ্য অন্য দশদিনের মতো ভালো থাকা না।একদম ভালো থাকা বলতে যা বুঝায় আমার আজকের ভালো থাকা ঠিক তেমনই।কারণ মেস নামক নরক ফেলে আমি ইদ কাটাতে বাসায় এসেছি।
ছোট থেকে সেভাবে বাহিরে না থাকায় বাসার প্রতি আমার টান একটু বেশি।তাই পড়াশুনার জন্যও বেশি দূরে যাইনি।বাসা থেকে মেসের দূরত্ব ঘন্টাখানেকের মতো।বাসার কথা মনে হলে আর থাকতে পারিনা তাই ওর চেয়ে বেশি দূর যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। এবার প্রায় মাস দেড়েক পর বাসায় এসেছি।হয়তোবা ভাবছেন,টান থাকার পরেও এতো দেরি কেন,বাসার কথা মনে পড়েনি এবার?কি করবো বলেন!মনে হলেও তো উপায় নাই,কলেজে এক্সাম চলছিল।তাই ইচ্ছা থাকলেও উপায় ছিলনা।

IMG20230626172516_BURST000_COVER.jpg

ইদের বন্ধ উপলক্ষে আমার অন্যান্য ফ্রেন্ডরা বাড়ি এসেছে ২৩/২৪ তারিখেই।আমি আর সুমন ইচ্ছা করেই দুদিন দেরি করে এসেছি।আসার কথা আজ সকালে থাকলেও গতকাল বিকেলে কেনজানি দুজনের মনই আনচান করছিলো।তাই আর দেরি না করে বিকেলেই বেরিয়ে পরেছিলাম মেস থেকে।
মিনিট বিশেকের মধ্যে ব্যাগ গুছিয়ে দুজন একসাথে কলেজ মোর এসে সিএনজি এর জন্য অপেক্ষা করছিলাম।এমন সময়ই ধুমায়া বৃষ্টি শুরু!না পারছিলাম এগোতে না পারছিলাম দাঁড়ানোর মতো ভালো জায়গা।প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছিলাম।কোনো ভাবাভাবি ছাড়াই সেটাতে উঠে দুজন বাস স্ট্যান্ডে এসেছিলাম।এরই মাঝে বৃষ্টিও মোটামুটি কমে যাওয়ায় বাস পেতে আর তেমন অসুবিধা হয়নি।

IMG_20230626_174325_433.webp

বাস পেতে অসুবিধা না হলেও অসুবিধা হয়েছিল বাসের ভেতর।মামা অনেক জায়গা আছে বলে তুলে নেওয়া কন্ট্রাকটরের আসল রুপ দেখতে পেয়েছিলাম বাসের ভেতর।দাঁড়ানোর মতোও জায়গা ছিলনা সেখানে।পকেটে একটা ছোট বই রেখেছিলাম বাসে বসে পড়ার জন্য কিন্তু সিট'ই পাইনি🥲।মিনিট ৩০ পর একটা স্ট্যান্ডে বেশ অনেকজন যাত্রী নেমে যাওয়ায় দুজনের বসার ভাগ্য হয়েছিল।এরপর বাস আপন গতিতে চললো আর ঘন্টার মাথায় আমরা গোবিন্দগঞ্জ চলে এসেছিলাম।



একটা সত্যি কথা কি,বাসায় থাকাকালীন একবারো বুঝিনি যে নিজ এলাকার প্রতি আবেগ জিনিসটা কি!তবে এখন যখন ছুটিতে বাসায় আসি তখন এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি।চেনা পরিবেশ,চেনা মানুষজন!সবমিলিয়ে এখন অনেক বেশিই ভালো আছি।

IMG20230626172505.jpg

সবার জন্য শুভ কামনা রইলো এবং ইদের অগ্রীম শুভেচ্ছা জানাই সবাইকে,ইদ মোবারক।ভালো থাকবেন,সুস্থ থাকবেন-

আল্লাহ হাফেজ।

Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.27/06/23

Sort:  
 last year 

আপনার বাসা ঘন্টাখানেকের দূরত্ব, তাহলে তো আপনি বাসায় থেকেও পড়ালেখা করতে পারে। তাহলে মনে হচ্ছে কলেজ দূর হয়ে যায়। মনে হচ্ছে আপনি পড়ালেখা একটু বেশিই করেন তা না হলে এই ১ ঘন্টার পথে আপনি বই নিয়ে বের হতেন?

 last year 

বেশি বা কমের সাথে বিষয় না,টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট হিসেবে ওই কাজ করি।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66687.52
ETH 3495.91
USDT 1.00
SBD 3.20