হাম্বা দ্যা কাউ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও বেশ ভালো আছি।আজ বাদে আগামীকাল ইদুল-আজহা।আমাদের মুসলমান সম্প্রদায়ের বড় দুইটা উৎসবের মধ্যে একটি।যেহেতু এবার এক্সামের চাপ আছে নিজের উপরে তাই ইদকে ইদের মতো করে উৎযাপন করা একটু কঠিন।

মেস থেকে বাসায় এসেছি তিনদিন হয়েই এলো।ইদ শেষ হলেই আবার চলে যাবো।নিজ বাড়িতে এখন নিজেকেই অতিথি মনে হয়।দিনাজপুর থেকে বড়াব্বুরা সবাই এসেছে বাসায়।আর এখানে তো আমরা,চুচুরা আর ফুফুরা সবাই আছেই।একসাথে ইদ কাটাবো ইনশাল্লাহ।

IMG20230627132324.jpg

কুরবানি ইদের মূল আকর্ষণই তো কুরবানির পশু।রাস্তায় দাঁড়ায় থাকলেই দেখা যায় সবাই তাদের সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু কিনে নিয়ে যাচ্ছে।ছোটবেলা থেকে এই স্বভাব আমার আছে,মানে রাস্তায় দাঁড়িয়ে এই দেখাদেখি করতে বেশ ভালো লাগে।
আমাদের কুরবানী কিনেছে গত পর্শু।যদিও প্রতিবার বাবার সাথে আমি হাটে যাই গরু কিনতে তবে এবার মেস থেকে দেরিতে আসায় যেতে পারিনি।হাটে গরু কিনতে যাওয়ার মধ্যে মজাই একটু আলাদা।মাঝে মাঝে গরুর লাথি খাওয়া,গোবরে পা দেয়া,হাম্বা হাম্বা ডাক-এগুলো হাট ছাড়া কোথাও মিলবে না।এগুলো কে কিভাবে নেয় জানিনা তবে আমি অনেক বেশি ইনজয় করি।

IMG20230627132345.jpg

লোকমুখে এবার যা শুনলাম তাতে গরুর দাম নাকি আকাশচুম্বী।গতবার যে গরু ৭০ হাজার ছিল এবার তা লাখের ওইপারে।আমাদের বাজেট লাখের আশেপাশে হলেও অতিরিক্ত দামের জন্য লাখ ক্রস করে যেতে হয়েছে।তবে গরুর শেপ অনুযায়ী ওতো দাম সত্যই অকল্পনীয়।কি আর করার!দশজন যে দামে নেবে আমাদেরকেও তাই দিতে হবে।

কুরবানি ইদের আরেকট ভালো লাগার দিক হলো সবাই মিলে গোশত কাটাকাটি করা।যদিও কখনো কাটিনি তবে পাশে বসে পুরো বিষয়টা উপভোগ করি প্রতিবারই।মাঝে মাঝে পানি এনে দেই আবার কখনো সরবত। এভাবেই চলে ইদের দিনটা।দিনলিপি নাহয় কালকেই নিয়ে আসবোনি।

IMG20230627144435.jpg

আসেন গরু সম্পর্কে কিছু জেনে নেই,অনেকেই হয়তো জানেন না-

  1. গরু একটি গৃহপালিত পশু, এর চারটি পা আছে।
  2. এর রঙ সাদা,কালো,হলদে-কমলা হয়ে থাকে।
  3. মানুষের মতোই দুইটা কান,একটা জিহবা,কয়েকপাটি দাঁত আছে।
  4. এটি সাদা কালার দুধ দেয়।দুধের কেজি ৫০ টাকা।
  5. দুধ,সাদা ভাত,পাকা আম একসাথে খেতে খুব ভালো লাগে।
  6. এর গোশত ৬২০ টাকা কেজি।
অনেক অজানা তথ্য আপনাদের জানিয়ে দিলাম,আশা করি সবার উপকারে আসবে।নিজে জানুন,অন্যকে জানান-সুন্দর একটা ইদ কাটান।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন-

আল্লাহ হাফেজ।

©@farhantanvir
Shot on. Oppo f19 pro
LOCATION
Date.28/06/23


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 11 months ago 

কোরবানির গরুটি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কাছে লাল গরু সবচেয়ে বেশি ভালো লাগে ।আসলেই এখন কোরবানির গরুর দাম বেশি। তবুও মানুষ কিনতে হয় কি করবে। আপনার কোরবানি কবুল হোক এই দোয়া করি। আমিও কোরবানির গরু এবং গরুর সাথে মজা করা লাথি খাওয়া গোবরে পা বাড়ানো এগুলো খুব ইনজয় করি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67640.82
ETH 3784.93
USDT 1.00
SBD 3.51