স্বরচিত কবিতা:-"অভাগার কপাল"

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। "অভাগার কপাল" কবিতাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000059962.jpg

"অভাগার কপাল"

অভাগার কপালে হাসে না চাঁদ,
তারা ফুটলেও দেখে না সাধ।
যেখানে সবাই পায় সুখের দখল,
সেখানে ও সে পায় দুঃখের সাগর।

তার আকাশে রোদ ওঠে ঠিকই,
তবু গাছের পাতায় পড়ে না ।
বৃষ্টি এসে ছুঁয়ে যায় মাঠ,
তবু শুষ্ক আর ঠোট।

নদীর ঢেউ ওঠে উৎসবের সুরে,
তবু তার কূলে বাজে না বাঁশি,
সবাই চলে যায় আশার নৌকায়,
সে পড়ে থাকে ভাঙাচোরা তীরে।

ফুল ফোটে গাছের ডালে,
সুগন্ধে ভরে দিগন্তের কোণে,
কিন্তু তার উঠোনে পড়ে ঝরে,
শুকনো পাতার মতো কষ্ট বয়ে।

সে মাঠে নামে স্বপ্ন বুনতে,
বীজ বোনে আশার হাত ধরে,
কিন্তু খরার আগুনে পুড়ে যায় ,
সোনালি ফসল হয় না ।

বন্ধু-বান্ধব সুখে হাসে,
নতুন দিনের স্বপ্ন আঁকে,
সে কেবল দাঁড়িয়ে দেখে,
ভাগ্যের খেলায় স্বপ্ন ভাঙে।

কবিতার মূলভাব

অভাগার কপাল এই কবিতাটির মধ্যে আমি পাকা মানুষের কিছু জীবন কাহিনী শেয়ার করার চেষ্টা করেছি। যেখানে সুখ সবগুলো সৌভাগ্য সবকিছুই একটা মানুষকে এড়িয়ে যায়। তার জীবনে ভালো কিছু নেই বললেই চলে। তারা আশেপাশের সবাই সব দিক দিয়ে সুখী হচ্ছে। সফলতা চেয়ে কিন্তু সে কখনো সফলতা অর্জন করতে পারছে না। সে সবসময় খুবই খারাপ কিছু সম্মুখীন হচ্ছে। তার কপাল শুধু খারাপই লেখা আছে। একজন মানুষের সাথে সবসময় এরকম হয়ে থাকে আর এ কবিতাটির মধ্যে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg