সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট।

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000049263.jpg

আজকে আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেকদিন ধরে রং দিয়ে আর্ট করা হয় নাই সেজন্য ভাবলাম আজকে একটা রং দিয়ে আর্ট করি। আর আমি সুন্দর একটি আর্ট করেছি। আজকে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছি। আর্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•আর্ট ব্রাশ
•পোস্টার রং
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি হলুদ রং দিয়ে আর্ট এর কিছু অংশ আর্ট করলাম।

1000048866.jpg

1000048868.jpg

ধাপ:-২

এরপর আমি কিছু অংশ কমলা রং দিয়ে আর্ট করলাম।

1000048869.jpg

1000048870.jpg

ধাপ:-৩

আর বাকি অংশ আমি লাল রঙ দিয়ে আর্ট করে নিলাম।

1000048871.jpg

1000049268.jpg

ধাপ:-৪

এরপর আমি সাধারন দিয়ে সূর্য করলাম এবং পেন্সিল দিয়ে গাছের আর্ট করলাম।

1000049269.jpg

1000049270.jpg

ধাপ:-৫

তারপর আমি কালো রং দিয়ে গাছের ডাল আর্ট করে নিলাম।

1000048875.jpg

1000048876.jpg

ধাপ:-৬

এরপর আমি কালো রং দিয়ে গাছের পাতা আর্ট করে নিলাম।

1000049271.jpg

1000049271.jpg

ধাপ:-৭

শেষে আমি কালো রং দিয়ে একটি পাখির বাসা এবং সেই বাসার মধ্যে দুটো পাখি আর্ট করে নিলাম।

1000048880.jpg

1000048879.jpg

শেষ ধাপ:-

আর এভাবেই আমি আমার আজকের আর্ট সম্পূর্ণ করলাম। আশা করি আমার আজকের এই আর্ট টি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

1000049263.jpg

1000049264.jpg

1000049265.jpg

1000049267.jpg

1000049266.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 12 days ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। আসলে এই ধরনের পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে ধৈর্য সহকারে পোস্ট তৈরি করে আমাদের মাঝে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 11 days ago 

এই প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমারে আর্ট পোস্ট দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট এবং ফটোগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।

 11 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দুটোই আপনার কাছে ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। আমার কাছে ও প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে যেরকম ভালো লাগে ঠিক তেমনি প্রাকৃতিক দৃশ্যগুলোর উপভোগ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য হার্ট করেছেন। আপনার প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে দেখে আমি মুগ্ধ। মাঝেমধ্যে এমন আর্ট করলে অনেক ভালো লাগে। যেন মনের মাধুর্য মিশিয়ে নতুন কিছু সৃষ্টি করা যায়।

 11 days ago 

চেষ্টা করেছি আর্ট এর মধ্যেই সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলার। আর আপনার কাছে ভালো লেগেছে সেটি শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যে কাজটি আপনি ধারাবাহিকভাবে করে চলেছেন । এই ধরনের কাজে আপনি খুবই দক্ষ। যেটা আজকের অংকনের মাধ্যমে প্রমাণ দিলেন। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 11 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। আমার কাছেও প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে এবং অন্যাদের আর্ট দেখতে বেশ ভালো লাগে।

 13 days ago 

আপনি নিঃসন্দেহে আমাদের কমিউনিটির সেরা আর্টিস্টদের মধ্যে একজন। আপনার ছবিগুলো সবসময়ই নতুন মাত্রা যোগ করে। এককথায় অসাধারণ লেগেছে অংকনটা।
অনেক ধন্যবাদ আপু, এভাবেই এগিয়ে যেতে থাকুন।

 11 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর্ট দেখে সুন্দর ও প্রশংসনীয় একটি মন্তব্য। এমন প্রশংসনীয় মন্তব্যটি পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি আমি।

 13 days ago 

অসাধারণ একটি আর্ট করলেন আপু। বিশেষ করে এত সুন্দর কালার দিয়ে আপনি আর্ট করার কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। আর প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো খুবই পছন্দের আমার। আপনি এত সুন্দর ভাবে আর্ট করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

প্রাকৃতিক দৃশ্য আর্ট এর কালার কম্বিনেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 12 days ago 

বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।

 11 days ago 

আপনি এ ধরনের আর্ট গুলো করতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আমার কাছেও এ ধরনের আর্ট করতে বেশ ভালই লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 13 days ago 

1000049280.jpg

 12 days ago 

সত্যি অনেক সুন্দর হয়েছে আপনার প্রাকৃতিক দৃশ আর্ট টি।ডুবন্ত সূর্যের রক্তিম দৃশ্য।গাছ গাছের ডালে পাখির বাসা ও দুটো পাখি সম্ভবত পাখি তার বাচ্চাকে কিছু খাওয়াচ্ছে সব মিলিয়ে অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপু। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 11 days ago 

হ্যাঁ আপু সূর্য ডোবার সময় আকাশটা এরকম রঙিন হয়ে ওঠে আর সেই দৃশ্যটাই আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 12 days ago 

এটি শুনে ভালো লাগলো আর্ট করতে আপনার কাছে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। আজকে আপনি সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আঁট করেছেন। সত্যিই আপনার প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি নিজেও মাঝেমধ্যে এ ধরনের আর্ট গুলো করি। ধন্যবাদ এত সুন্দর করে প্রাকৃতিক দৃশ আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

হ্যাঁ আপু আর করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্য মাঝেমধ্যেই চেষ্টা করে থাকি আর্ট করার জন্য। প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে আরও বেশি ভালো লাগলো। আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।