ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে আমি তেমন ব্লগ করতে পারিনি পরীক্ষার জন্য। আশা করছি এখন থেকে প্রতিনিয়ত পোস্ট করতে পারব। পরশুদিন আমি মেস ছেড়ে দিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে কালকে আমি মাঠে ঘুরতে গিয়েছিলাম। এক ছোট ভাইসহ আলুর ক্ষেতের পাশে বসে গল্প করতেছিলাম। সেই সময় আমি আলুর ক্ষেতের মাঝে একটি সরিষার গাছ দেখতে পেলাম। গাছটিতে পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে। যা দেখতে অবশ্য ভালই লেগেছিল আমার কাছে। এজন্য আমি একটি ফটোগ্রাফি করেছিলাম উপরে তা দেখতেই পাচ্ছেন। আসলে সরিষা ফুলের ফটোগ্রাফি অনেক চমৎকার হয়ে থাকে।
উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাকটাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল দীর্ঘদিন গাছের মধ্যে টিকে থাকতে পারে সহজেই ঝড়ে পড়ে না। এই গাছে পর্যাপ্ত পরিমাণে কাটা রয়েছে। গাছটিতে তেমন পাতা দেখা যায় না। সম্ভবত বছরে একবার ফুল হয় এই গাছে। ক্যাকটাস গাছটি আমার কাছে অবশ্য খুবই ভালো লাগে। আশা করি খুব শীঘ্রই একটি গাছ আমার বাসায় রোপন করব। এই গাছের ডাল রোপন করলেও এই গাছ হয়ে থাকে। আপনারা চাইলে এই গাছের ডাল রোপন করতে পারেন।
এবার উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোরগ ফুলের ফটোগ্রাফি। এই ফুল অনেক রঙের হয়ে থাকে। মোরগের মাথার মৌলের মত দেখার জন্য আমাদের দেশের মানুষ এই ফুলকে মোরগ ফুল নামেই ডাকেন। এই ফুলের বৈজ্ঞানিক নাম আমার জানা নেই। লাল মোরগ ফুলের ফটোগ্রাফিটি আমি আমার কলেজের তারুণ্যের উৎসবে করেছিলাম। এই ফুলের মাঝে ছোট ছোট কালো বীজ হয়ে থাকে সেই বীজগুলো রোপন করলে সেই বিচ থেকে আবার মোরগ ফুলের গাছ পাওয়া যায়। আসলে যারা ফুল প্রেমী আছেন তারা চাইলে এই ফুলের গাছটিও আপনাদের বাসায় রোপন করতে পারেন।
এবার উপরে যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশীয় জাতের একটি গাঁদা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের ফটোগ্রাফিটি আমি আমার বাসায় করেছিলাম। এই ফুলের গাছটি প্রথমে আমি আমার বাসার সামনে ঝোপঝাড়ে দেখতে পেয়েছিলাম।সেখান থেকে আমি উঠিয়ে আমার বাসায় এনে রোপন করি। আমি প্রথমে ভাবছিলাম এটি হয়তো থোকা গাঁদা ফুলের গাছ হবে। এই গাছটি গোপন করার পর আমি মেসে চলে গিয়েছিলাম এসে দেখি গাছটি একটি দেশীয় জাতীয় গাঁদা ফুলের গাছ। গাছটিতে পর্যাপ্ত পরিমাণ ফুল এসেছে। এই ফুলের ফটোগ্রাফিও বেশ ভালই হয়ে থাকে।
উপরে যে ফুলের ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন সেই ফুলের নামটি অবশ্য আমার জানা নেই। কেউ এই ফুলের নামটি জানলে কমেন্টে তা জানাবেন। আমার কলেজে তারুণ্যের উৎসব হয়েছিল কয়েকদিন আগেই সেখানেই এই ফুলেরও ফটোগ্রাফিটি করেছিলাম। এই ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ফুলটি দেখতে আসলেই অনেক সুন্দর। এই ফুল কয়েক রঙের হয়ে থাকে। আজকাল আমাদের প্রকৃতিতে বিভিন্ন রঙের বেরঙের ফুল দেখতে পাওয়া যায়।
আমাদের সকলেরই উচিত বাসায় ফাঁকা জায়গায় অল্প সংখ্যক হলেও কিছু ফুলের গাছ রোপন করা। আসলে ফুলের গাছ বাসার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আমাদেরকে মনের প্রশান্তি দিয়ে থাকে।
পোস্টটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।
| Device | Tecno spark 20c |
|---|---|
| Camera | 50 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness









ডেইলি টাক্সগুলো :
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে ভাইয়া।
ওয়াও ভাইয়া আপনি আজকে অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে সৌন্দর্যের মধ্যে ফুলের সৌন্দর্যটা অসাধারণ।আপনার তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন ভাই। এমন ফুলের ফটোগ্রাফি দিয়ে সাজানো ব্লগগুলো আমি খুব পছন্দ করি। বিভিন্ন রকমের ফুল দেখার সুযোগ করে দিয়েছেন। অনেক সুন্দর করেই আপনি ফুলগুলো ক্যামেরায় ধারণ করেছেন ভাই। ভালো লাগলো ফুল গুলো দেখে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পরীক্ষার কারণে বেশ ব্যস্ত সময় পার করেছেন তাহলে। যাই হোক আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। দ্বিতীয় ফটোগ্রাফির এটা কাটা মুকুট গাছের ফুল। গোলাপি রঙের এই ফুল গুলোর নাম আমারও জানা নেই। আপনাকে ধন্যবাদ সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পরিচিত এবং অপরিচিত বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা দেশীয় গাঁদা ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। বেশ কয়েকটি অপরিচিত ফুলের সাথে পরিচিত হতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
পরীক্ষার কারণে আপনি এই প্লাটফর্মে ধারাবাহিকভাবে কাজ করতে পারেন নাই। আশা করি আবার ধারাবাহিকভাবে কাজ করতে পারবেন। আজকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে গাঁদা ফুলের ফটোগ্রাফি ও নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগলো। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ক্যাকটাস ফুল না। ঐটার ভালো নাম কাঁটামুকুট ফুল। বেশ সুন্দর লাগছে। পাশাপাশি অন্য ফুলগুলোর ফটোগ্রাফি বেশ অসাধারণ করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। ফুলের ফটোগ্রাফি দেখতে সবসময়ই ভালো লাগে। তাছাড়া ফুলের ফটোগ্রাফি করতেও খুব ভালো লাগে। বাহিরে বের হলে ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। ফুলের সৌন্দর্য আমাদের সবসময় মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।