স্বরচিত কবিতা: কথার জাল
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটি লেখা হয়েছে কথাকে ঘিরে।আসলে এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের কথার জালে ফাঁসিয়ে মানুষকে ধোঁকা দেয়।প্রথমত তারা সবথেকে ভালো মানুষের অভিনয় করে প্রশংসার পঞ্চমুখ হয়ে ওঠে।তারপর ধীরে ধীরে প্রিয় হয়ে ওঠে ও সব কাজের দায়িত্ব থেকে মুক্তি পেতে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
কথার জাল
শব্দে শব্দে শুরু হতো তোমার আলাপনা,
প্রশংসারা জড়ো হতো তোমার মুখের সামনে
সবকিছু সমাপ্ত হতো রাতের চঞ্চলতা দিয়ে।
দায়িত্বরা তোমাকে ছেড়ে মুক্তির বাণী লেখে
দিবাস্বপ্নরা ঘিরে ধরে ভালোবাসার টানে,
তোমার প্রশংসাগুলি দুর্বল করে তোলে
হৃদয়ের আঙিনা জুড়ে মাঠের প্রান্ত জুড়ে।
স্বার্থের দুনিয়ায় তুমি পারোনি সুতা হতে
সুইয়ের শত ছিদ্র তোমার মনে,
পুড়ছে হৃদয়ের লোলুপ দৃষ্টি জুড়ে
শকুনের হাহাকারে তোমার দেহ প্রমাণ করে।
তুমি অতি প্রিয় হয়েছিলে কথা দিয়ে
যে কথা প্রশংসার জাল বুনেছিলো,
বিনিসুতার মালা নয় শুধুই লোক ঠকানো
আর চকচক করে ওঠা তোমার মিথ্যে অভিনয়ে।
প্রশংসার পঞ্চমুখ করে তোলা তোমার কাজ
দায়িত্বকে ছুড়ে ফেলে দেওয়ার বাহানায়,
তোমার সারা দুনিয়া জুড়ে ধোঁকার মনবাসনা
সরলতার সুযোগ নিয়ে তুমি বড্ড কঠিনতায়।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টুইটার লিংক
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
কথার জালে পড়ে কত মানুষকে যে নিঃস্ব হতে দেখেছি তার কোন ঠিক নেই। যারা প্রতারণা করতে পারে তারাই কথার জালে মানুষকে পটাতে দক্ষ হয়। যাইহোক আপু সে বিষয়টিকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে।
একেবারেই ঠিক ধরেছেন, এরা মানুষকে তেল মাখানো প্রশংসা করে প্রথমে বিশ্বস্ততা অর্জন করে।তারপর গরিব থেকে বড়লোকে পরিণত হয় অন্যের টাকা হাতিয়ে।প্রশংসার লিমিট পার করে কাকে কি বলে থাকে সেই জ্ঞান পর্যন্ত এদের মধ্যে লোপ পায়, ধন্যবাদ আপনাকে।
বড় বড় বিষয়গুলোকে ও কবিতার ছোট্ট এই লাইনগুলোর মাধ্যমে অনেক সুন্দর ভাবে তুলে ধরা যায়। এইজন্যই তো কবিতা আমার এত বেশি পছন্দের। অনেক সুন্দর করে আপনি আজকে একটা কবিতা লিখেছেন। যেটা পুরোটা পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক কিছু আপনি তুলে ধরেছেন এই কবিতার লাইন গুলোর মধ্যে। একেবারে সত্য কথাগুলোকে তুলে ধরেছেন।
হ্যাঁ আপু,সত্য এবং বাস্তবে ঘটে যাওয়া তরতাজা কথাগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ধন্যবাদ আপনাকে।
কথার জাল কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে আপনি কবিতাটি লিখেছেন। পড়ে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।
সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা মিষ্টি মধুর কথা বলে কথার জালে ফেলে মানুষকে ধোকা দেয়।আসলে এসব মানুষ থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে।বাস্তবতাকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা আমার বেশ ভালো লাগে।ধন্যবাদ আপু চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু,মানুষ ধোকা খাওয়ার পর সাবধান হয় আগে সাবধান না হয়ে প্রশংসা শুনতে ভালোবাসে।ধন্যবাদ আপনাকে।
বাহ আপু অসাধারণ একটি কবিতা লিখেছেন। আসলে সমাজে এমন মানুষ আছে কথার জালে মানুষকে ফাঁসিয়ে দেয়। আর কথা দিয়ে মানুষকে মুগ্ধ করে। এদের কথাগুলো খুব মিষ্টি এই কারণে মানুষ দোখা ও খায়। আপনার কথার জাল কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। বাস্তবিক কথা নিয়ে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সমাজে এমনই ঘটছে প্রতিনিয়ত ভাইয়া,অনেক ধন্যবাদ আপনাকে।