"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৪০||"গ্রাম্য বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যের ফটোগ্রাফি"
নমস্কার
যেকোনো প্রতিযোগিতা মানেই আলাদা অনুভূতির কিছু।তাই আমি চেষ্টা করি সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।যদিও আমি ফটোগ্রাফিতে অতটা দক্ষ নয় তবুও চেষ্টা করেছি মন থেকে (গ্রাম্য বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যের কিছু ফটোগ্রাফি) তুলে ধরতে।আসলে মজার বিষয় হচ্ছে,এখন বর্ষাকাল হলেও বৃষ্টির দেখা নেই।আমি এক সপ্তাহ ধরে অপেক্ষা করছি কখন বৃষ্টি নামবে প্রকৃতিতে।তারপর সব অপেক্ষার অবসান ঘটিয়ে গতদিন বিকেলে শুরু হলো প্রবল বর্ষণ।বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যের ফটোগ্রাফিতে বৃষ্টির দৃশ্য থাকবে না তাই কি হয়!
বর্ষাকাল মানেই স্নিগ্ধতার একরাশ ছোঁয়া।
বর্ষাকাল মানেই গরমকে বিদায় দিয়ে শীতলতা,
বর্ষাকাল মানেই শৈশবের স্মৃতিতে ভাসমান লুটোপুটি খেলা।
বর্ষাকাল মানেই কাঁদায় গড়াগড়ি,পুকুরে সাঁতার কাটা
বর্ষাকাল মানেই ঝুরিভর্তি অনুভূতিতে ছেড়া কচুপাতা।
বর্ষাকাল মানেই নদীর অথৈ টলমলে জল,
বর্ষাকাল মানেই ব্যথার সাগরে ডুবা অশ্রুর ঢল।
বর্ষাকাল মানেই গ্রাম্য ফসলের মাঠ,
বর্ষাকাল মানেই রংবেরঙের পোকার ঝাঁক।
আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুবই ভালোবাসি।সেই ভালো লাগা থেকেই চেষ্টা করলাম প্রতিযোগিতা-৪০ এ অংশ নিতে।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় @rme দাদাকে।এছাড়া অনেক ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----
গ্রাম্য বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যের ফটোগ্রাফি:
আলোকচিত্র: 1
(বৃষ্টিস্নাত ঘাস)
এটা বৃষ্টিস্নাত ঘাসের দৃশ্য।আসলে কিছু দৃশ্য দেখলে শীতকালের শিশিরভেজা মুহূর্তের কথা মনে পড়ে যায়।বৃষ্টির পর ঘাসের উপর জমে থাকা জলের বিন্দুগুলি দেখতে ভারী সুন্দর লাগছিল।
আলোকচিত্র: 2
(পুকুর পাড়ে ঘাসফড়িং)
এটি একটি ঘাসফড়িং।যেটা পুকুর পাড়ে ঘাসের উপর বসে বসে মনের সুখে ঘাস খাচ্ছিল।বর্ষাকালে অনেক পোকামাকড়ের উপদ্রব দেখা যায়।তার মধ্যে ঘাসফড়িং অন্যতম। এই ঘাসফড়িংগুলিও ফসলের পাতা খেয়ে ক্ষতি করে।
আলোকচিত্র: 3
(ধানের বীজপাতা তোলার দৃশ্য)
বর্ষাকালীন সময়ে গ্রাম্য দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে।এখানেও তেমনি কিছু আদিবাসী মহিলা ধানের ছোট ছোট বীজপাতা তুলছে।যেটা অন্য জমিতে নিয়ে গিয়ে রোপন করা হবে।আদিবাসী মহিলারা খুবই দ্রুত এই কাজগুলো করে থাকেন সেটাও আবার দুই হাতের সমানতালে।
আলোকচিত্র: 4
(ট্রাক্টরে জমিচাষ)
এখানে ট্রাক্টরে জমিচাষ করার দৃশ্য ফুটে উঠেছে।গ্রামে বর্ষাকালীন ফসল রোপনের পূর্বে জমি চাষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আর সেই জন্য আধুনিকতার যুগে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়।ফলে কম সময়ে অনেক জমি চাষ করা সম্ভব হয়।
আলোকচিত্র: 5
(মেঘলা আকাশ)
এটা মেঘলা আকাশের দৃশ্য।আসলে বৃষ্টির দিনে আকাশ সবসময় পরিবর্তনশীল।তাই সাদা ও নীল রঙের মেঘের ভেলা দ্রুত সরে গিয়ে আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে।আর এই ধোয়ার মতো ভাসমান কালো মেঘ দেখতে কিন্তু ভারী ভালো লাগে।এটা বৃষ্টি শুরু হওয়ার পূর্ববর্তী মুহূর্ত।
আলোকচিত্র: 6
(ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা)
এখানে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার দৃশ্য ফুটে উঠেছে।আসলে গুড়িগুড়ি বৃষ্টি থেকে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য দেখার মজাই আলাদা।আর যখন কাঁদার উপর বৃষ্টির ফোঁটাগুলি পড়ছিল।তখন গোল গোল বৃত্তের মতো চক্রাকার রিং এর মতো তৈরি হচ্ছিল।যতই বৃষ্টির ফোঁটা বেশি পড়ছিল ততই রিং এর সংখ্যাগুলি ও বাড়ছিল।
আলোকচিত্র: 7
(বৃষ্টি চলাকালে অপরূপ প্রকৃতি)
বৃষ্টিকালীন সময়ে প্রকৃতির অপরূপ দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে।আসলে বৃষ্টিতে সিক্ত হয়ে প্রকৃতি যেন নবরূপে সেজে ওঠে এবং সতেজতার প্রাণ ফিরে পেয়েছে যেন গাছেরা।উঠানে জল জমে কাঁদা হয়ে যায় সঙ্গে বৃষ্টির বড় ফোটায় বুদবুদ ওঠে।যেটা দেখতে দারুণ লাগে।
আলোকচিত্র: 8
(বৃষ্টিসিক্ত হাত)
বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে আমার।তবে যেহেতু বিকেলে বৃষ্টি হয়েছিল তাই আর ভেজা হয়নি ।কিন্তু বৃষ্টির জলে হাত ভিজিয়ে দারুণ উপভোগ করেছিলাম।
আলোকচিত্র: 9
(বেড়ার ফাঁক দিয়ে ধান রোপনের দৃশ্য)
এই ছবিটিতে ধান রোপনের দৃশ্য দেখানো হয়েছে।এই ছবিটি আমি বেড়ার ফাঁক দিয়েই ইচ্ছে করে তুলেছিলাম।বর্ষাকালীন সময়ে গ্রামের মানুষরা ফসল রোপনে ব্যস্ত হয়ে পড়েছে।তো এই ছিল আমার তোলা কিছু গ্রাম্য বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য্যের ফটোগ্রাফি।
আশা করি আপনাদের সকলের কাছে ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸
পোষ্ট বিবরণ:
বিষয় | গ্রাম্য বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্য |
---|---|
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | poco m2 |
ফটোগ্রাফার | @green015 |
লোকেশন | বর্ধমান |
টুইটার লিংক
বর্ষাকাল আসলেই প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে। প্রাকৃতিক এই সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম। বর্ষাকালীন সময়ে নদী-নালা খাল বিল পরিপূর্ণ থাকে তেমনি সবুজ প্রকৃতির এই সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। আপনার খারাপ ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল।
আমার খারাপ ফটোগ্রাফিগুলি ও আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে উৎসাহ পেলাম।
বর্ষাকালের অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে বৃষ্টি ভেজা ঘাসের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে দেখতে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।
প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে একদম বর্ষাকালের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন।
বিশেষ করে পানির ফোঁটা ঘাসফড়িং এবং কৃষি কাজের অনেক ফটোগ্রাফি দিয়েছেন।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
প্রথমত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। বর্ষাকালে গ্রামের পরিবেশ আসলে এত সুন্দর হয়ে যায় যে ফটোগ্রাফি করলে দুর্দান্ত লাগে সেগুলো দেখতে। তোমার প্রত্যেকটা ফটোগ্রাফি আসলে দেখার মত ছিল। শুভকামনা রইল তোমার জন্য।
তোমার সুন্দর মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম দাদা,ধন্যবাদ তোমায়।
বর্ষাকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই ধন্যবাদ অভিনন্দন। আপনার শেয়ার করা ফটোগ্রাফির গুলোর মধ্যে সত্যি কারের বর্ষাকালীন ফটোগ্রাফি খুঁজে পাওয়া গিয়েছে। আসলে ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি বর্ষাকালীন ফটোগ্রাফিগুলি তুলে ধরার জন্য, ধন্যবাদ ভাইয়া।
প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। বর্ষাকাল যে নতুন রূপে সেজে ওঠে তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। তবে আমার মনে হয় আপনার প্রোফাইল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দিয়ে সাজালে আরও বেশি সুন্দর দেখাতো। আপনার প্রতিটা ফটোগ্রাফি কিন্তু দারুণ হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আপু, যেহেতু বর্ষাকালের ফটোগ্রাফি সেই চিন্তা করেই প্রোফাইলটি তৈরি করেছি।কিন্তু আপনি ঠিকই বলেছেন, আমিও পরবর্তীতে সেটাই ভাবছিলাম।ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। আসলে বর্ষার সময় প্রকৃতির সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে ঘাস ফড়িং এবং ট্রাক্টরে জমি চাষ এর ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো চমৎকার ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ওয়াও বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে দেখতে আপু।ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।আপনি বেশ দক্ষ ফটোগ্রাফিতে।ধন্যবাদ আপু শুভকামনা রইল আপনার জন্য।
আপনার প্রশংসাভরা মন্তব্য শুনে অনেক ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে ও।