"কিছু এলোমেলো ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সকলেই ভালো আছেন।আমিও বেশ আছি যদিও পূজার মৌসুম চলছে ।তাই কিছুটা ব্যস্তও রয়েছি।আজ সকাল থেকে রিমঝিম বৃষ্টি হয়েই চলেছে, থামার নাম-ই নেই।যাইহোক আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কিছু এলোমেলো ফটোগ্রাফি:

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।তাছাড়া চেষ্টা করছি প্রতিনিয়ত দক্ষতা বৃদ্ধির জন্য।তাইতো যখনই সুন্দর কিছু চোখে পড়ে তখনই ছুটে যাই প্রকৃতির কাছে ফটোগ্রাফি করতে।আজ শেয়ার করবো-"কিছু এলোমেলো ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20241017_072159.jpg

এটা হচ্ছে বুনো ফুল।রাস্তার পাশে এই বুনো ফুলগুলি অযত্নে বেড়ে ওঠে।মজার বিষয় হচ্ছে এই ফুলটির ছবি যতবার তুলতে যাচ্ছিলাম ততবার ঝাপসা ও ঘোলাটে চলে আসছিলো।যাইহোক শেষমেষ এই ফুলের ছবি তুলতে সক্ষম হলাম।আসলে ফুলটি দেখতে কিছুটা শুয়ো পোকার মতো।এই ফুলের উপর ছোট্ট ছোট্ট কণায় শিশির বিন্দু জমেছিলো বলে দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো।

আলোকচিত্র: 2

IMG_20241017_072134.jpg

এটা হচ্ছে আমাদের অতি পরিচিত বরবটি ফুল।বরবটি ফুলের পাশ দিয়ে রয়েছে লম্বা একটি বরবটি।এই বছর আমাদের বাড়িতে যা কিছু লাগানো হয়েছে তা সবই মারা গিয়েছিলো বন্যার জল উঠে।কিন্তু বাবা বারেবারে রোপন করে বরবটির চারা বের করে নিয়েছিলো তবুও তার অবস্থা ভালো ছিল না।তাই সেগুলো একটি একটি করে গাছ তুলে রোপন করার পর শেষমেষ তাতে ভালো ফুল ও ফল এসেছে।

আলোকচিত্র: 3

IMG_20241017_073153.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিষ্টি কুমড়া।এই মিষ্টি কুমড়ো খুবই জনপ্রিয় একটি সবজি।বাজারে সবকিছুর দাম বেশ চড়া তারপরেও বাজার থেকে দুটি কুমড়ো এনেছিলেন বাবা।মিষ্টি কুমড়া সবসময় ছোট এবং ভারী দেখে কিনতে হয়।তাহলেই বেশ ভালো হয়, যেমন এই কুমড়োটি বেশি বড় না হলেও 3-4 কিলো ওজন ছিল।আর ভিতরে পুরো হলুদ রঙের ও নিরেট ছিল।যেটা দেখতে অনেকটা প্রজাপতির মতো দেখতে ছিল।কুমড়োটি বেশ পাকা ছিল।

আলোকচিত্র: 4

IMG_20241017_072417.jpg
এখন আসি কাঠগোলাপ ফুলের কথায়।যখন আমি নবমী পূজা দেখতে গিয়েছিলাম তখন একটি জায়গা থেকে এটা তুলেছিলাম।যদিও একটি মাত্র কাঠগোলাপ ফুল ফুটেছিলো তাতে।তবে গাছটি বেশ বড় ছিল।সাদা রঙের কাঠগোলাপ ফুলের কুঁড়িগুলি গোলাপি রঙের ছিল।রাস্তার পাশে গাছটি থাকায় ধূলিকনায় ছেয়ে ছিল গাছটি।

আলোকচিত্র: 5

IMG_20241017_072258.jpg

IMG_20241015_024615.jpg
এটি হচ্ছে বুনো ফুল।যেকোনো রাস্তার পাশে এই ফুল হয়ে থাকে।তবে দেখতে খুবই সুন্দর লাগে হালকা পিঙ্ক কালারের মধ্যে সাদা রঙের ফুলগুলি।এগুলো ঝোপযুক্ত স্থানে বিনা জন্মে বেড়ে ওঠে।এই ফুলগুলি স্পষ্ট তোলার চেষ্টা করেও পারিনি।

আলোকচিত্র: 6

IMG_20241017_072346.jpg

এই গাছটির নাম আমার জানা নেই।তবে রাস্তার পাশে বেশ বড় গাছ ছিল।তাতে হলুদ রঙের ঝুলে থাকা লম্বা ফুল ধরেছিল।যেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো।যখন হাওয়া বইছিল তখন ফুলগুলি রাস্তার উপর পড়ছিলো ও হলুদ রঙে ছেয়ে যাচ্ছিলো।এই গাছের পাতা ছাগল-ভেড়া খেতে খুবই পছন্দ করে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 29 days ago 

ফটোগ্রাফি দেখলে আমার কাছে অন্যরকম ভালো লাগে। চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। বন্য ফুল গুলো বেশ চমৎকার হয়েছে আপনার। বরবটি এর ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে আপনি সময় দিয়ে ফটোগ্রাফি করেছেন। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে।

 29 days ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা বুনো ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও আপনি প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর করে ধারণ করেছেন।

 29 days ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 29 days ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি, প্রতিটা ফটোগ্রাফি সুন্দর ছিল বিশেষ করে ফুলের সৌন্দর্যটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 29 days ago 

শেষের গাছটা ইউক্যালিপটাস না? ঘাস ফুলের ছবিটা দুর্দান্ত তুলেছ তুমি। বাকি সব কটা ছবিও খুব ভালো হয়েছে। এই শরৎকালের শিশির পড়তে শুরু করে দিয়েছে তাই না? যে দারুন লাগে দেখতে ঘাসের উপর শিশিরের বিন্দুগুলো। এখানে শিশির পড়ে না, বাড়ি গেলে আশা করি পাব তখন বেশ কিছু ছবি তুলে রাখবো। খুব ভালো লাগলো গ্রীন তোমার ছবিগুলো দেখে।

 29 days ago 

শেষের গাছটা ইউক্যালিপটাস না?

না দিদি,এটা ইউক্যালিপটাস না আকাশমনি গাছ।মনের বিস্ময় দূর করতে গুগলে সার্চ করে জানতে পারলাম।আপনার তোলা শিশির ভেজা ছবি দেখার অপেক্ষায় রইলাম, ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

খুবই সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আপনি করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি হয়েছে অনেক বেশি সুন্দর। আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি থেকে প্রথম ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে দেখতে। আসলে আমি প্রথমে এটা দেখে ভেবেছিলাম হয়তো একটা পোকা। পরে বুঝতে পারলাম এটা একটা বন্যফুল।

 29 days ago 

রাস্তার পাশে এই বুনো ফুলগুলো আমিও ফুটে থাকতে দেখেছি। কিন্তু তুমি যেভাবে ছবির মাধ্যমে অসাধারণভাবে উপস্থাপন করলে তা ভীষণ ভালো লাগলো। সমস্ত ছবি খুব সুন্দর তুলেছ। কুমড়োকে নিয়েও যে এমন ফটোগ্রাফি করা যায় তা তুমি দেখিয়ে দিলে। সকল সাধারণ জিনিস ছবিতে অসাধারণ হয়ে ওঠে তা তোমার পোস্ট দেখে আবার বোঝা গেল।

 29 days ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলে ধরছেন। সাথে দারুন ভাবে বর্ণনাও করেছেন। ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। আর বুনো ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট তুলে ধরার জন্য।

 29 days ago 

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম দিদি আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।