অবশেষে প্রেশার কিছুটা কমলো!
অক্টোবর মাসের শেষের দিক থেকে আমার কাছে আসছিলেন উনি। বয়স ৫০ এর একটু উপরে। আগে থেকেই উনার উচ্চ রক্তচাপ। ওষুধও খাচ্ছিলেন কিন্তু অনিয়মিত ভাবে। প্রথম যেদিন আসলেন, সেদিন উনার ছিল মাথা ঘুরা এবং ডান কাধে ব্যথার সমস্যা। প্রেশার পেয়েছিলাম ১৭০/১০০ mmHg। উনার কাছে থাকা প্রেশারের ওষুধ নিয়মিত খাবার পরামর্শ দিয়ে ফলো আপে আসতে বললাম।
চারদিন পর উনি আবার এসে হাজির। ব্যথা কিছুতা কমেছে কিন্তু পুরোটা কমে নাই। সাথে করে এনেছেন প্রেশারের ওষুধ। দেখলাম যে প্রেশারের যে ওষুধটা খাচ্ছেন, সেটা বেশ ভাল একটা ওষুধ। এবং ঐ ওষুধের সর্বোচ্চ ডোজেই উনি খাচ্ছেন। ঐদিনও প্রেশার পেলাম আগের দিনের মতই। রক্তের চর্বি টেস্ট করতে দিলাম। রিপোর্ট ভাল আসলো ওটার। আগের ওষুধের সাথে নতুন একটা ওষুধ যোগ করে দিলাম।
আটদিন পরে এলেন উনি। মাথার ঘুরার সমস্যা তখনও যায় নাই পুরাপুরি। প্রেশার মাপলাম। পেলাম ১৬০/১০০ mmHg। দ্বিতীয় ওষুধের ডোজ বাড়িয়ে সর্বোচ্চ করে দিলাম। মানে প্রেশারের দুইটা ওষুধ এবং দুইটারই সর্বোচ্চ ডোজ!
ছয়দিন পর আবার এলেন। ভাল লাগছে না উনার। প্রেশার চেক করলাম। আবারও পেলাম ১৬০/১০০ mmHg। মাথা ঘুরার ভাব আছেই! অন্য ওষুধে যাবার প্লান করলাম। দাম একটু বেশী হবে। বললাম উনাকে দামের বিষয়টা। রাজি হলেন। খেয়ে দেখতে চাইলেন সপ্তাহ দুয়েক। নতুন ওষুধটা একটা কম্বিনেশান ওষুধ যেখানে ছিল তিন ধরণের আলাদা আলাদা মেডিসিন (3 in 1)।
এগারদিন পর আবার এলেন চেক করার জন্যে যে দামী ওষুধে কাজ হলো কিনা। প্রেশার পেলাম ১৫০/১০০ mmHg। একটু কমেছে কিন্তু পর্যাপ্ত না। উনি আশায় ছিলেন যে প্রেশার কমবে এবং দামী ওষুধ বন্ধ করা সম্ভব হবে! কিন্তু তা আর হলো না। আরো সপ্তাহ দুয়েক চালিয়ে যেতে বললাম একই ওষুধ।
সপ্তাহ দুয়েক পর এলেন। প্রেশার চেক করলাম। পেলাম ১৬০/১০০ mmHg। কাজ হয় নাই ওষুধে!! কি করা যায়? অলরেডি উনি তিন ধরনের মেডিসিন খাচ্ছে প্রেশারের জন্যে। দেখলাম যে তিনটার একটা উপাদান আরেকটু বাড়ানো যায়। আলাদা একটা ট্যাবলেট যোগ করতে হবে সে জন্যে। সাথে নতুন আরেকটা ওষুধ (মোট চার ধরনের মেডিসিন)। সাথে এও বলে দিলাম যে আমার কাছে তো আর হচ্ছে না, কোন একজন স্পেশালিস্ট দেখান!
প্রেশার কমানো চার ধরনের মেডিসিন শুরু করার দুইদিন পর উনি আবার এলেন। প্রেশার চেক করলাম। অবশেষে একটু স্বস্তিরপরশ পাওয়া গেল। প্রেশার পেলাম ১৩০/৯০ mmHg। আলহামদুলিল্লাহ। একই ওষুধ কন্টিনিউ করতে বললাম। ফলো আপে আসতে বললাম সপ্তাহ খানেক পর!
উনার এই রক্তচাপকে মেডিকেলের ভাষায় বলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশান (Resistant hypertension)। যখন তিনটা ভিন্ন ভিন্ন ওষুধ দিয়েও প্রেশার নিয়ন্ত্রনে আনা যায় না তখন তাকে বলে Resistant hypertension । উনার বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষা করা প্রয়োজন ছিল কারণ খোজার জন্যে। আমার কাছে সব টেস্ট না থাকায় করা সম্ভব হয় নাই।
আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আজকে লেখাটি তা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভাল থাকুন সবাই।
ধন্যবাদ এবং শুভেচ্ছা নিরন্তর
ডা হাফিজ
Discord: hafiz34#3722
X: @hafiz2k21
ওমান
১১ই ডিসেম্বর, ২০২৪

পুশ রিলেটেড টাস্কগুলোর স্ক্রিনশট শেয়ার করা হয়নি এখনো।
পোস্ট করার আগেই স্ক্রিনশট গুলো রেডি করেছিলাম। কিন্তু পোস্ট পাবলিশ করার পরে ভুলে গেছি।
এখন, আজকে কাজ গুলো করে শেয়ার করলাম, ভাই।
পুশ রিলেটেড টাস্কগুলোর স্ক্রিনশট
CMC
DEX
X