পাওয়া না পাওয়ার হিসাব || অনুভূতির কবিতা
হ্যালো বন্ধুরা,
আমি পারি নাই সময়ের স্রোতের সাথে
নিজেকে বদলে ফেলতে,
আমি পারি নাই স্বার্থের টানে
নিজের বিশ্বাসকে মুছে ফেলতে।
আমি পরাজিত নিজের কাছে-
পরাজিত নিজের বিবেকের তরে,
আমি পারি নাই সমঝোতা করতে
লোভী মানুষগুলোর মানসিকতার সাথে।
হয়তো তুমি অট্ট হাসিতে ভিন্নভাবে
সুখি অনুভব করছো স্বার্থ জয়ে-
হয়তো তুমি নিজেকে বিজয়ী ভাবছো
শঠতার সাথে আঁতাত করে।
আমি আমার জায়গায়, আমার বিশ্বাসে
নিজেকে বিজয়ী ভাবতে শিখেছি,
স্বার্থের কাছে অবনত না হয়ে
বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি।
সুখ সেটা তো শুধু বিজয়ের মাঝে না
বিজয় সেটা তো শুধু স্বার্থের মাঝে না,
প্রকৃত সুখটা ভিন্ন বিষয়, তৃপ্ত হতে আসে
প্রকৃত বিজয় ভিন্ন স্বাদ, ত্যাগের মাঝে থাকে।
আমার কাছে যেটা পরম সুখ
তোমার কাছে সেটা দুর্ভেদ্য,
আমার কাছে যেটা সুখের বিজয়
তোমার কাছে সেটা শুধুই অদৃশ্য।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
ভাই দেখি মাঝে মাঝে দারুন দারুন সব লেখা লেখে ফেলে ,, রহস্য টা কি 🤔🤔🤔 ভাবির হাতের রান্না মনে হচ্ছে আরো টেস্টি হচ্ছে 😉😉
সুখ জিনিসটা আসলে উপলব্ধির বিষয়। কেউ দশ টাকাতে সুখী, আবার কেউ একশ টাকাতেও সুখী না। লাভের মোহে নিজের মনুষ্যত্ব কে বিসর্জন দিতে এতটুকুও ভাবে না। নিজের সম্মান টুকু নিয়ে সৎ ভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার মাঝে যে সুখ টুকু আছে সেটা আমরা কজনই বা বুঝি !!!
সত্যি ভালো লিখেছেন ভাই। ❤️
এই লাইনগুলা আমার খুব ভালো লেগেছে।
সত্যি ভাইয়া প্রকৃত সুখ ত্যাগেই।ত্যাগ করে যে সুখ পাওয়া যায়।মানুষকে ঠকিয়ে নিজে জিতলে সেই সুখটা পাওয়া যায় না।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।সত্যি আপনি মাল্টিট্যালেন্টেড
ধন্যবাদ আপু আপনাকে, যদিও এখনো প্রাকটিস করছি কবিতা লেখার, কারন এই বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই।
হাফিজ ভাই কবিতার পোস্টগুলো আমি কখনোই তেমন একটা পড়িনা। কেননা বেশিরভাগকেই মানসম্মত কবিতার পর্যায়ে ফেলা যায় না। তবে আপনার এই কবিতাটা আমি সম্পুর্ন পড়লাম। যদি কবিতার উপরে মার্ক দেয়া হতো তাহলে এই কবিতার জন্য আপনি এ প্লাস পেতেন। অর্থ এবং ছন্দের চমৎকার কম্বিনেশন হয়েছে।আরো লেখার চেষ্টা করুন। সত্যি বলছি কবিতায় আপনার প্রতিভা আছে।
সত্যি ভাই এই বিষয়ে আমি খুবই কাঁচা, যতটা লিখছি এই কয়দিনেই। তবে আপনাদের মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণীত করে লেখার জন্য। ধন্যবাদ
বাহ্ বাহ্ ভাইয়া আপনার কবিতা গুলোর মধ্যে আলাদা কিছু ভাষা থাকে যেটা সব থেকে বেশি ভালো লাগে। অনেক সুন্দর ভাবে কবিতার মাদ্ধমে বাস্তব কিছু উদাহরণ দিলেন। সত্যি আমি মুগ্ধ।
ভাইয়া আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়। তাছাড়া আপনার কবিতার প্রত্যেকটি লাইনের নাঝে বোঝার মতো অনেক বিষয় রয়েছে।
আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,, ❤️❤️
দারুণ লিখেছেন কবিতাটি ভাইয়া।অনেক অনুভূতি ও বিশেষত্বকে মিশিয়ে।অনেক সময় কিছু পাওয়ার মাঝে যে সুখ বা বিশ্বাস গড়ে ওঠে না, তা না পাওয়ায় মাঝে সেই সুখ ও আত্মতৃপ্তি পাওয়া যায়।তার জন্য প্রয়োজন সুন্দর মনের ভাবনা।আমাদের ব্যর্থতাকে ও মেনে নিতে হবে সময়ের কারাগারে। ধন্যবাদ ভাইয়া।
আপনাদের ভালো লাগে শুনলেই একটা অনুপ্রেরণা কাজ করে আপু, ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া অসাধারন একটি কবিতা লিখেছেন। আমার কবিতার প্রতি লাইন খুব ভালো লেগেছে।কিছুদিন হলো আমি আপনার পোস্ট গুলো পড়তে পারছি না অসুস্থতার কারণে। তবে আজ সকালে আপনার কবিতা পড়ে আমি ঘুম থেকে উঠেছি।আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।আমার ভাইয়া তো দিন দিন কবি হয়ে উঠছে। হা হা হা।
ভাইয়া অসাধারন একটি সুন্দর কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার এই লাইন গুলো আমার মন ছুঁয়ে গেছে। সত্যি ভাইয়া মানুষের প্রকৃত সুখ ত্যাগ এর মধ্যেই নিহিত। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
অসম্ভব সুন্দর কবিতা ভাইয়া
লিখেছ আজ তুমি
তোমার কবিতায় প্রাণ পেল
ধুধু মরুভূমি
এমনি করেই কবিতা তুমি
দিও উপহার
তোমার কাছে শ্রেষ্ঠ চাওয়া
এটাই হলো আমার
অসাধারণ লিখো তুমি
ভাবার্থ বিশাল
অবক্ষয়ের অন্ধকারে
দীপ্তমান মশাল।
বদলে যাবো নিজে আগে
করি অঙ্গীকার
আমার দ্বারা যেন কোন
হয়না ব্যভিচার
♥♥