আবোল তাবোল জীবনের গল্প [ $PUSS গল্প ]

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি যদিও ছেলে-মেয়ে এখনো কিছুটা অসুস্থ তবে আগের তুলনায় বেশ ভালো আছে। আশা করছি তারাও খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। সময়ের সাথে সাথে মাঝে মাঝে আমাদের অনুভূতিগুলোও পাল্টে যায় নিদারুণভাবে আবেগগুলো নির্জীব হয়ে যায়, এটাই হয়তো বাস্তবতা। হৃদয়ের ক্ষতগুলো খুব দ্রুত জাগ্রত হয়ে উঠে কিন্তু সেগুলো খুব দ্রুত নীবর হয় না, তাই হয়তো এখানেও আমার একটু বেশী সময় লাগবে। আমাদের আবেগ কিংবা অনুভূতিগুলো এমনই খুব দ্রুত এটা যেমন প্রভাবিত হয় ঠিক তেমনি খুব দ্রুততার সাথে আমাদের জীবনের গতিকেও প্রভাবিত করে।

যাইহোক, বাস্তবতা নিয়ে অনেক কিছু বলা যাবে এবং সেই সুযোগও অনেক পাওয়া যাবে কিন্তু $PUSS এর সুযোগ যদি আজকে মিস করেন তাহলে হয়তো পরের সপ্তাহে সেটা নিয়ে আফসোস করবেন। যেমনটা গতকাল আমাদের সাপ্তাহিক হ্যাংআউটে কমিউনিটির প্রতিষ্ঠাতা বলেছেন, শুরুতে আমরা যখন সবার দৃষ্টি আকর্ষণ করলাম এবং একটা ঘোষণাও দিলাম যে সবাইকে মিনিমাম একটা সংখ্যায় $PUSS টোকেন কিনতে হবে এবং সেটাকে হোল্ড করতে হবে। আমার এখনো মনে আছে মাত্র দুই একজন বাদে বাকিদের খুব একটা আগ্রহ দেখা যায় নাই। এটা মোটেও ভালো কিছু ছিলো না, একটা কমিউনিটিতে এতো এতো এ্যাকটিভ ইউজার থাকা সত্ত্বেও মাত্র কয়েকজন ঘোষণার পর সাড়া দিয়েছিলো।

puss mini banner11.4.png

কিন্তু পরবর্তীতে আমরা যখন দ্বিতীয় ঘোষণা দেই তখন অনেকের টনক নড়ে এবং একটু চিন্তা করতে শুরু করে দেয়। তাদের কাছে মনে হয়েছিলো আমরা প্রথম ঘোষণাটা এমনি এমনি দিয়েছি। আমাদের সত্যি খুবই অবাক করেছে এবং দাদা নিজেও হতাশ হয়েছেন, কারন আমাদের ইউজাররা দুই টাকা খরচ করতে চান না, এটা কেন? তখন খুব বেশী দাম ছিলো না আমাদের এই নেটিভ কয়েনের। মাত্র দশ স্টিম দিয়েই তখন পাঁচ হাজার টোকেন কেনার সুযোগ ছিলো। আমরা যখন দ্বিতীয় ঘোষণা দেই তখন সুযোগ ধীরে ধীরে হাতছাড়া হয়ে যেতে শুরু করে, কারণ তখন চারপাশের অনেক মানুষই এই টোকেনের প্রতি আস্থাশীল হয়ে উঠেছেন এবং তারা কেনার সুযোগটি দারুণভাবে গ্রহণ করেছেন।

একটা টোকেনের শুরুর দিকে যারা থাকে তারা সর্বদা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে, কিন্তু তার মানে এই না যে দাম বাড়ার সাথে সাথে তারা সব সেল দিয়ে এবং লাভ নিয়ে বেড়িয়ে যাবে। এটা যারা করেন তারা সত্যি বোকা ছাড়া আর কিছু না। কারন এখন হয়তো কিছুটা লাভ দেখে আপনি সেল দিয়ে দিচ্ছেন আর আপনি মনে রাখছেন না যে টোকেনটি এখনো তার প্রথম স্টেজে রয়েছে। কিন্তু এটা যখন দ্বিতীয় ও তৃতীয় স্টেজে চলে যাবে তখন আপনি হাতের আঙ্গুল কামড়াতে থাকবেন নিশ্চিতভাবে। কারণ তখন প্রাইস লেভের অনেক উপরে উঠে যাবে এবং আপনি আর কেনার সাহস করতে পারবেন না। এই বাস্তবতাটি আমরা বার বার উত্থাপন করার চেষ্টা করছি কিন্তু আপনারা বুঝতে চাইছেন না।

Banner PUSS0.png

এখন আপনারাদের যা করা উচিত, সুযোগ থাকলে ধীরে ধীরে আরো কিছুটা কেনা উচিত, তবে আমরা অবশ্যই আপনাদের এব্যাপারে কোন জোর করছি না, কারন ক্রিপ্টো মার্কেট এর স্থায়ী বলে কিছু নেই এটা পুরোটাই অনিশ্চিত একটা জগত। সুতরাং যা করবেন নিজের বুদ্ধি ও বিবেচনায় করবেন। তবে আমরা যেহেতু টীম হয়ে দারুণ কিছু করার চেষ্টা করছি এবং আমার বাংলা ব্লগের এই নেটিভ কয়েনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি, তারা মাঝে মাঝে আপনাদের একটু সতর্ক করার চেষ্টা করছি মাত্র, যাতে পরবর্তীতে আমাদের কিছু বলতে না পারেন। আবেগের সাথে যেমন বিশ্বাসকে ধরে রাখতে হয় ঠিক তেমনি বিশ্বাসের উপর আস্থাও থাকতে হয়, যদিও এটা আমাদের মাঝে খুব একটা নেই। তাই যা করা উচিত ভেবে চিন্তে করা উচিত, পরবর্তীতে সেটা নিয়ে যেন আফসোস না হয়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

যখন প্রথম অ্যানাউন্সমেন্ট টা আসে যে কিছু পয়েন্ট অবশ্যই চিনে হোল্ড করতে হবে নইলে নমিনেশন যাবে না। আমি তখন ভাবছি নমিনেশন টা কি! আমি যে কিনলাম তাহলে সেটা কি ক্যান্সেল হয়ে গেল! মানে আলাদাই চিন্তাভাবনা মাথায় ঘুরছে অবশ্যই এটা না জানা বা অজ্ঞতার ফলাফল। পরে যখন পুরোটা জানলাম যে আমার কোন সমস্যা নেই কারণ আমি অলরেডি কিনেছি এবং সেটা বিক্রি বাটাও করিনি। তারপর আস্তে আস্তে আপনাদের এডমিন মডারেটরদের সম্পর্কিত পোস্ট গুলো পড়ে পড়ে অনেকটা বুঝেছি বিষয়টাকে। আপনি যে কথাটা বললেন যে কয়েনের শুরুতে কিনলেই সুবিধা। ওইটুকুই আমি শুরুর দেখে বুঝেছিলাম বুঝেছিলাম, এটা মাথায় করত যতটা সম্ভব এখনই না ইনভেস্ট করতে পারলে আর ভবিষ্যতে পারবো না।

 7 days ago 

আপনি আসলেই বুদ্ধিমতি, অনেক কিছুই খুব দ্রুত বুঝে যান, আমি এটা অনেক বারই দেখেছি। অনেক ধন্যবাদ

 7 days ago 

প্রিয় হাফিজুল্লাহ ভাই আপনার ছেলে মেয়ে একটু সুস্থ্য হয়েছে শুনে অনেক ভাল লাগল। দোয়া করি তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ্য হয়ে যাক। পুশ নিয়ে কি বলব যত দিন যাচ্ছে ততই দাম বাড়ছে। আমি বাইনান্সে অনেকবার স্পট ট্রেড করেনি নতুন নতুন কয়েন ও কিনেছি কিন্তু কিছুটা দাম বাড়ার পরে আবার কমে যাই। কিন্তু পুশের দাম তো বাড়তেই আছে। যারা যারা পুশ ক্রয় করে হোল্ড করে রেখেছে সবাইতো কিছু দিনের মধ্যে লাখপতি হয়ে যাবে এমন দাম বাড়তে থাকলে।

 7 days ago 

শুরুর দিকের তুলনায় পুস কয়েন এখন কেনাটাই অনেক কঠিন হয়ে গিয়েছে। আর সামনে তো নিঃসন্দেহে আরও কঠিন হয়ে যাবে। সেটা ভেবেই গতকালকে ১ লাখ ৮০ হাজার পুস কয়েন কিনে ফেলেছি। সর্বমোট ২০ লাখ পুস হোল্ড করে রাখলাম ভবিষ্যতের জন্য। কারণ আমি নিশ্চিত পুস কয়েন এর দাম আরও অনেক বৃদ্ধি পাবে। যারা এখন পুস কয়েন কিনছে না,তারা পরবর্তীতে আফসোসের ঠেলায় রাতে ঘুমাতে পারবে না😂। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63315.23
ETH 2545.47
USDT 1.00
SBD 2.67