আবেগের কবিতা || ভালোবাসার বিশ্বাস || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজও অফিস ছুটি কিন্তু ডিউটি বন্ধ নেই। বুঝলেন নাতো, বাড়ির ডিউটি চলছে হি হি হি। গতকাল গিয়েছিলাম ধামরাই শশুড়বাড়ি এলাকায় আজকে যাচ্ছি মানিকগঞ্জ নানাবাড়ি এলাকায়। ঈদের আগে সকলের সাথে দেখা করা, দোয়া নেয়া-দেয়া, এটা আমাদের দেশে একটা পুরাতন ঐতিহ্য হিসেবে পালন হয়ে আসছে। এর সাথে আরো কিছু আছে সেটা আর বললাম না, হি হি হি। আরে ভাই সব কথা প্রকাশ করতে নেই কিছু বিষয় নিজ হতেই বুঝে নিতে হয়, না হলে মানুষ মন্দ বলবে হি হি হি।

যাইহোক, ব্যস্তত খুব বেশী ছিলো গতকাল এবং আজও থাকবে, তাই হ্যাংআউট রিপোর্ট এখনো শেষ করতে পারিনি তবে আগামীকাল প্রকাশ করবো ইনশাআল্লাহ। আজকে তাহলে চলুন একটা কবিতা পড়ি, কবিতা আমি খুব একটা ভালো লিখতে পারি না সেটা আপনারা সবাই জানেন। তবে মাঝে মাঝে কারো কবিতা পড়ে হৃদয়ে একটা চঞ্চলতার অনুভূতি তৈরী হয় এবং সেটাকে উপজিব্য করে কবিতা লেখার চেষ্টা করি। যেমন গতকাল এবিবি ফানে রিপা রায় আপুর কবিতা পড়ে ভিন্ন অনুভূতির একটা কবিতা লিখি, অবশ্য প্রথম কয়লাইন এবিবি ফানে শেয়ার করেছিলাম আর আজকে তার পুরোটা শেয়ার করছি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে।

daisy-4373803_1280.jpg

হৃদয়ের সীমানা আজ অন্ধকারাচ্ছন্ন
একটু জোছনা বড্ড বেশী প্রয়োজন,
রাতের সময়গুলো খুব বেশী নিরানন্দন
ভাবনাগুলো কেমন নিস্তেজতায় বিবর্ণ,
একটু আশা, উষ্ণতার ছোঁয়া, কারো ভালোবাসা
হৃদয়ে ফেরাতে পারে, চঞ্চলতার সজীবতা।

মেঘের দেশে আজ বড় দুঃসময়
একটু শীতল বৃষ্টি বড্ড বেশী প্রয়োজনীয়,
উষ্ণতার অনুভুতিগুলো খুব বেশী বেপরোয়া
তৃষ্ণার আকাংখাগুলো কেমন নির্দয়া,
একটু জলের বর্ষণ, শীতলতার ছোঁয়া, নির্মল ভালোবাসা
হৃদয়ে ফেরাতে পারে, সজীবতার আর্দ্রতা।

সম্পর্কের মহাসাগর আজ অশুদ্ধ
একটু নির্মলতা বড্ড বেশী প্রয়োজন,
আবেগের মুহুর্তগুলো খুব বেশী বিব্রত
অবিশ্বাসের বাষ্প ছড়িয়েছে পুরো চিত্ত,
একটু প্রকৃত, নির্মলতার ছোঁয়া, বিশুদ্ধ ভালোবাসা
হৃদয়ে জাগাতে পারে, বিশ্বাসের দৃঢ়তা।

আমি প্রতিটি ভোর নতুনভাবে দেখি
নির্ভরতার আলোর গতি পরখ করি,
বিশ্বাস-অবিশ্বাসের সংঘর্ষে ভয়শূন্য রই
ভালোবাসার আস্থায়, বার বার বিদ্রোহী হই।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

ঈদের আগেই সবার সাথে দেখা করে আসছেন ভাইয়া তাহলে তো সালামি এখন পাবেন না। যদি ভাগ্যে থাকে হয়তো আগেই পেয়ে গিয়েছেন হাহাহা। যাই হোক সবার সাথে দেখা করেছেন শুনে খুবই ভালো লাগছে। ব্যস্তময় সময় গুলো আসলে ঈদের আগেই অনেক বেশি হয়। সবকিছু নিয়ে সবাই খুব বেশি ব্যস্ত হয়ে পড়বে। যাইহোক কবিতার কথায় আসি, দারুণ একটা কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে ভাইয়া।

 10 months ago 

এটা ঠিক বলেছেন ঈদের আগে বেশ ব্যস্ততা বেড়ে যায় আমার। অনেক ধন্যবাদ

 10 months ago 

ভাই পুরুষ মানুষের ডিউটি সবসময়ই চলতে থাকে। অফিসের ডিউটি না থাকলে কি হবে,বাড়ির ডিউটি তো চলবেই হা হা হা। যাইহোক ঈদের আগে সকলের সাথে দেখা করেছেন,জেনে খুব ভালো লাগলো। আপনার কবিতাগুলো আমার বরাবরই খুব ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম নয়। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আসলেই কিছু সময় অনুভূতিগুলি নিস্তেজ হয়ে পড়ে, বিশ্বাসগুলি ধূসর হয়ে যায়।আপনার লেখনী অসাধারণ, পড়ে খুবই ভালো লাগলো ও উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে।