সিম্পল একটি মেহেদী ডিজাইন
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো দেখতে দেখতে বছরের শেষপ্রান্তে এসে দাঁড়ালাম। হিসাবের খাতায় অনেক কিছুই পূর্ণতা পেয়েছে আবার কিছু হিসেব এখনও বাকি। তবে এ বছরে যা পেয়েছি তার জন্য শুকরিয়া। আমার কাছে এ বছরটা লাকি ইয়ার আমার জন্য। তবে নতুন বছরেও যেন সবকিছু নতুনভাবে শুরু করতে পারি সে দোয়া করবেন সবাই। বেশি কথা বাড়ালাম না। আজকে চলে এলাম আপনাদের সাথে একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করার জন্য। আশা করছি আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে।
আর্টটি করতে যা যা লেগেছেঃ-
- খাতা
- পেন্সিল
- রাবার
- কাটার।
আর্টটি সম্পন্ন করার পদ্ধতি দেখানো হলোঃ-
প্রথমে একটি বৃত্তের মতো শেপ দিয়ে দিলাম। তারপর ভিতরে ডিজাইন করে দিলাম।
তারপর বৃত্তের চারপাশে ছোট ছোট ফুলের পাপঁড়ির মতো শেপ দিয়ে নিলাম।
তার উপরে বড় করে পাপঁড়ির শেপ দিয়ে নিলাম।
পাপড়ির ভিতরে ছোট ছোট করে দাগ টেনে দিলাম।
তারপর পাপড়ির উপরে তিনটি জবা ফুলের ভিতরের মতো লম্বা কলির মতো দিয়ে দিলাম।
তারপর একটি বৃত্তের মতো শেপ দিয়ে তার উপরে পাপঁড়ির মতো করে শেপ দিয়ে নিলাম।
ভিতরে পাতার মতো শেপ দিয়ে নিলাম এবং পেন্সিল দিয়ে ভরাট করে দিলাম।
এবার আরও একটি বৃত্তের মতো একেঁ নিলাম তার উপরে পাপঁড়ির মতো করে দিয়ে নিলাম। তার মাঝে কলির মতো করে একেঁ দিলাম।
সবার উপরে একটা ডিজাইন করে দিলাম
তার ভিতরে ছোট ছোট নকশা করে দিলাম।
এবার আরও দুটি ফুলের কলি ডিজাইন করে দিলাম।
মেহেদী ডিজাইনের ফাইনাল আউটপুট।
Device | Oppo A12 |
---|---|
Art by | @haideremtiaz |
Location | w3w |
আশা করছি আপনাদের কাছে মেহেদী ডিজাইনের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্য মন্তব্য করে জানাবেন। আর আপনাদের জন্য রইল নতুন বছরের শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
এর আগেও আপনার শেয়ার করা মেহেদী আর্ট এর ডিজাইন দেখেছিলাম। আর আজকে আবারো নতুন একটি মেহেদী আর্ট ডিজাইন করেছেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার আর্ট করা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য 🌸
সিম্পল আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে মেহেদী দিতে ইচ্ছে হলে আমি এই ধরনের সিম্পল আর্ট গুলো দিয়ে থাকি। আপনি পেন্সিল ব্যবহার করে দারুণ একটি আর্ট তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া সময় পেলে আমি এই আর্ট হাতে দেওয়ার চেষ্টা করব।
জি আপু, আর্টটি দিতে পারেন হাতে ভালো লাগতে পারে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ মেহেদি ডিজাইনটি তো দারুন হয়েছে ভাই। পেন্সিল দিয়ে করেছেন তাতেই দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে এই আর্ট টি হাতে করলে আরো চমৎকার দেখাবে। আর্ট প্রসেস গুলি অনুসরণ করে হাতে তৈরি করে নেব। এরকম সিম্পলের মধ্যে চমৎকার মেহেদি ডিজাইন টি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন ভাইয়া নতুন বছরের যেন সবকিছু নতুন ভাবে শুরু করতে পারেন এই দোয়া করি। পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন ভাইয়া। ডিজাইনটি অনেক সহজ। একবার দেখলে হাতে মেহেদি ডিজাইন করা যাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর ডিজাইন শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু 🌸
আপনাকেও অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা 💐 মেহেদী ডিজাইন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যদিও আমি আর্ট করতে পারিনা। তবে আপনাদের সবার আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ভাই 🌸
প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে এই ধরনের কাজগুলো দেখতে পাই। সিম্পল একটি মেহেদী ডিজাইন আর্ট খুবই সুন্দর হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো নিখুঁতভাবে করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজ প্রতিনিয়ত করলে আরো সুন্দর কিছু আর্ট করতে পারবেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যা ভাই, চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই
শুধুমাত্র পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন এঁকে শেয়ার করলেন ভাই৷ খুব ভালো লাগলো আপনার এই আঁকাটি। আপনি যে এই ধরনের ডিজাইন বেশ ভালো করতে পারেন তা বুঝতে পারছি৷ ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি তুলে ধরলেন আমাদের সামনে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা চমৎকার মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর একটা আর্ট শেয়ার করলেন আপনি। সিম্পল আর্ট গুলো করতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। এত সুন্দর একটি আর্ট আপনি সুন্দরভাবে করে আমাদেরকে শেয়ার করলেন এবং দেখার সুযোগ করে দিলেন। খুব সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
চেষ্টা করেছি আপু সুন্দর করে উপস্থাপন করার। অসংখ্য ধন্যবাদ আপু 🌸