শিক্ষা হোক বাড়ি থেকেই

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

শিক্ষা এমন একটি ব্যাপার, যে ব্যাপারটির কোনো শেষ নেই। তবে শুরু আছে।শিক্ষার সমাপ্তি হয় বোধহয় শুধুমাত্র মৃত্যুতে।কারণ আমরা জীবনের প্রতিটি পর্যায়েই শিখি।শেখার কোনো শেষ বা সমাপ্তি কিছুই নেই তাই জীবনের এক এক ধাপে আমরা এক এক জিনিস আবিষ্কার করি।হয়তো তখন বিষ্ময়কর পরিস্থিতিতে পরি। তবে ধীরে ধীরে সেসব শিখে নেই,বুঝে নেই।কারণ শিক্ষা এভাবেই আমরা ধীরে ধীরে পেতে থাকি। ধীরে ধীরে অনেক কিছুই শিখতে থাকি।

কিন্তু এই শিক্ষা নিয়ে আমাদের একটি ভুল ধারণা রয়েছে এবং সেটা হলো আমরা সব সময় অর্থাৎ আমি বাড়ির মানুষদের কথা বলছি। আমরা সবসময় এটা আশা করে থাকি যে সব কিছুই শিক্ষক-শিক্ষিকা উনারা একটা মানুষকে অর্থাৎ একটা বাচ্চাকে শিখিয়ে দিবে। কিন্তু এটা অনেকটা ভুল ধারণা বলা চলে। অর্থাৎ সবকিছুই যে শিক্ষকেরা শেখাবে, এমনটা নয়। কিছু কিছু ব্যাপার আমাদেরকেও শিখে নিতে হবে। যাতে করে আমরা আমাদের পরিবারের ছোট সদস্যদের খুব ভালোভাবে সেটা শেখাতে পারি।

জীবনের প্রথম শিক্ষাটা যদি বাড়ি থেকে না হয়। তাহলে সত্যিই ওই বাচ্চাটির আপব্রিংগিং এ অনেক সমস্যা থেকে যায়। কারণ আমরা যে শিক্ষা পাই। সেই শিক্ষাটি কিন্তু আজীবন আমরা বয়ে নিয়ে যাই এবং এটাকেই বলে পারিবারিক শিক্ষা। তাই একাডেমিক শিক্ষার চেয়ে পারিবারিক শিক্ষা কিন্তু কোনো অংশে কম নয়। কারণ আমরা বেশিরভাগ সময় একাডেমিক শিক্ষাটিকে অনেক বেশি গুরুত্ব দিই, যেটা প্রয়োজন। তবে বাড়ির শিক্ষাকে একেবারেই হেলায় ফেলায় ভুলে যাই। অর্থাৎ এটা একেবারে বেমালুম আমরা ভুলে যাই যে, পারিবারিক শিক্ষা একটা ব্যক্তির জন্য তার জীবনে কতোটা প্রভাব ফেলতে পারে। তাই যেকোনো ভালো শিক্ষা আসলে বাড়ি থেকেই শুরু করা উচিত। সেটা যে কোনো বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। কারণ পারিবারিক শিক্ষা টাই অনেক বড় একটি শিক্ষা।

ABB.gif