অনাকাঙ্ক্ষিত মূহুর্ত ও ভালো মানুষ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম আসলে দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা গুলো যেহেতু আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করা হয়। তাহলে এই ব্যাপারটিও একটু শেয়ার করি। কারণ আমাদের মনের মধ্যে একটি বদ্ধ ধারণা রয়েছে যে, পৃথিবীর সকলেই খারাপ মানুষ। অর্থাৎ কোনো ভালো মানুষ নেই।

তবে কথাটি যে পুরোপুরি সত্যি নয়, সেটাই আমি প্রমাণ করতে আসলাম। আর তাতে একটি ঘটনার প্রেক্ষিতেই সেটা প্রমাণ করবো আপনাদেরকে। আমার এক বান্ধবী আসলে সেদিন বাসা থেকে ক্লাসে এসেছিলো বেশ দৌড়াদৌড়ির মধ্যে। কারণ তার বাসায় তার মা অসুস্থ ছিলো। অর্থাৎ অনেক বেশি অসুস্থ। তো সে নিয়ে সে অনেক বেশি টেনশন এর মধ্যে ছিলো। যাইহোক, এরপর ক্লাস করে বাড়ি ফেরার পথে সে প্রচন্ড টায়ার্ড ছিলো। যে কারণে আসলে সে বাসের মধ্যে ঘুমিয়ে পরেছিলো ।

তো এর মধ্যে তার কাছে একটু কল আসে এবং সে কথা বলে আসলে ঘুমের ঘোরে। তো এরপর আর ফোন আর ব্যাগে না ঢুকিয়ে পাশের সিটে রেখে দেয় এবং দুর্ভাগ্যবশত তার পাশের সিটটি সেদিন খালি ছিলো অর্থাৎ কোনো মেয়ে ছিলো না। তো বাস যখন তার বাসার কাছে আসে। অর্থাৎ বাসার সামনে বলতে কথাটা বুঝালাম যে গন্তব্যস্থলে আসে। তখন দৌড়াদৌড়ি করে নেমে যায়। আর মোবাইলের কথা ভুলে যায়।এরপর নামার পর বুঝতে পারে যে, সে ফোন ফেলে রেখে এসেছে।এরপর তো সে বেচারার অবস্থা খারাপ। কারণ বুঝতে পারছিলো না কি করবে। কিন্তু তার সাথে পরবর্তীতে একটি মেয়ের দেখা হয় এবং সে বাস খুঁজে মোবাইল না পাওয়া অব্দি আমার বান্ধুবীর সাথে ছিলো।অথচ ওই মেয়েটি ছিলো সম্পূর্ণ অচেনা।অর্থাৎ এখানে বোঝা যায় যে, পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে রয়েছে। কারণ এভাবে নিঃস্বার্থভাবে কেউ কাউকে সাহায্য আজকাল খুব কমই করে। তাই আমি বললাম অনাকাঙ্ক্ষিত মুহূর্তে মাঝেমধ্যে ভালো মানুষ চেনা যায়।

ABB.gif

Sort:  
 12 days ago 

আসলে পৃথিবীতে সবাই খারাপ মানুষ নয়।কিছু কিছু খারাপ মানুষ অবশ্যই রয়েছে আর এদের জন্যই ভালো মানুষ বিপাকে থাকে। এই ঘটনা সত্যিই অনেক সুন্দর। আজকাল মানুষ একে অপরকে সাহায্য করতে চায় না, কিন্তু এমন ঘটনা দেখলে বোঝা যায় যে, এখনও ভালো মানুষ আছে। তবে অচেনা কেউ যখন সাহায্য করে, তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। ধন্যবাদ আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।