নিজের পরিশ্রমকে মূল্যায়ন করা উচিত
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের মূল একটি সমস্যা হলো আমরা নিজের পরিশ্রমকে মূল্যায়ন করতে পারি না, আমরা আমাদের নিজের পরিশ্রমকে গুরুত্ব দিতে পারি না, এবং সেই সাথে আমরা আমাদের নিজের পরিশ্রমকে সবসময় ছোট করে দেখি। যেটা আমাদের অনেক বড় একটি সমস্যা বলে আমি মনে করি। কারণ, নিজের পরিশ্রম একান্তই নিজের, এবং নিজের পরিশ্রম যে কত বেশি কষ্টে করা, সেটা আমরা নিজেদের জায়গা থেকে সবচেয়ে ভালো বুঝি।
সবচেয়ে বড় কথা হলো আমরা যে পরিশ্রম করছি, আমরা যে কষ্ট করছি, আমরা যে অনেক ত্যাগের মাধ্যমে এই অর্জনগুলো অর্জন করছি, সেটা অন্য কেউ না বুঝলেও, কিন্তু অন্য কেউ কম বুঝলেও, আমরা ব্যাপারটি অনেক ভালো করেই বুঝি।
আর তাই, মূলত নিজের পরিশ্রমকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। কারণ, আমাদের মধ্যে একটি বদ অভ্যাস রয়েছে, সেটা হলো নিজের পরিশ্রমকে মূল্যায়ন না করা। আর তার কারণেই আসলে একটা সময় দেখা যায় যে যেহেতু আমাদের চারপাশের মানুষও আজকাল এপ্রিশিয়েট করাটাকে একেবারেই পছন্দ করে না, তো স্বাভাবিকভাবেই ওই কাজের প্রতি আসলে আমাদের ধীরে ধীরে মনোযোগ কমতে থাকে এবং ওই কাজের প্রতি আমাদের মায়াটাও কমে যায়।
একটা ব্যাপার খেয়াল করে দেখবেন কোনো কাজের প্রতি যদি অ্যাপ্রিশিয়েশন না থাকে, তাহলে সে কাজটি অনেকদিন পর্যন্ত সুন্দরভাবে, ভালোভাবে করা হয়ে ওঠে না।
তাই আমরা যদি নিজেরা ভালো কাজ করি, তাহলে অবশ্যই অন্য কেউ অ্যাপ্রিশিয়েট করুক বা না করুক, অন্য কেউ ব্যাপারটি ভালো নজরে দেখুক বা না দেখুক অর্থাৎ অন্য কারো প্রতি নির্ভরশীল না থেকে নিজের কাজকে, নিজের পরিশ্রমকে, বিশেষ করে নিজের অধ্যবসায়কে, নিজের সম্মান করা অত্যন্ত জরুরি।
কারণ, আমরা যদি নিজের কাজকে, নিজের পরিশ্রমকে, নিজেরাই সম্মান করতে না পারি, তবে কিন্তু আর দশজন মানুষ আমাদের পরিশ্রমকে কখনোই সম্মান করবে না। কারণ, পৃথিবীটাই এখন এমন হয়ে গিয়েছে আমরা যদি নিজেরা নিজেদের সম্মান না করি, তাহলে অন্য কেউ করবে না।

