মন কেমনের জন্মদিন || কভার || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার বন্ধুরা ।আশা করছি সকলের সুস্থ আছেন ।বেশ অনেকদিন পরে আবারও আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি, আমার খুবই পছন্দের একটি বাংলা গান ।

গানটি বেশি পুরনো গান নয়। হয়তো আগের বছরই রিলিজ হয়েছিল - মন কেমনের জন্মদিন। গানটি অত্যন্ত সুন্দর এবং গানটি গেয়েছেন আমাদের জি বাংলা সারেগামাপা র একজন - মেখলা দাশগুপ্ত । প্রথম থেকেই আমার ওনার গান খুব ভালো লাগে। ভীষণ মিষ্টি কন্ঠ ।ওনার এই গানটি হৃদপিণ্ড সিনেমার অন্তর্গত।

পরশুদিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি ওয়েদারের সাথে এই গানটি খুবই ভালভাবে যায় ।তাই মনে হলো আর গেয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করতে আমার তো ভালোই লাগে।

গানের লিঙ্ক

গানের কথা

কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন,
তোমার কাছে খরস্রোতাও গতিহীন।

নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই,
শুধু আমারই ..
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।

জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর,
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর'দোর।

মেঘ আসে এলো কিসে
ছুঁয়ে দিলেই সব চুপ,
সেই মেঘবালিকার গল্প হোক,
শহরজুড়ে বৃষ্টি হোক,
রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাকনাম।

পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা,
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই ...

বন্ধুরা আশা করছি আমার এই গান আপনাদের সকলের ভাল লাগবে। আর যদি নাও ভাল লাগে তাও আপনাদের মন্তব্যের আমি অপেক্ষায় থাকলাম। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন। এবং গান শুনতে থাকুন।
নমস্কার।
@isha.ish

Sort:  
 4 years ago 

কি আর বলবো দিদি আপনার গান শুনে এবারও বলার ভাষা হারিয়ে ফেলেছি। সকালে উঠে ফোনে হাত দিয়ে আপনার গান শুনে মনটা খুশিতে ভরে গেল দিদি। আমি তো ভাবতে পারিনি সকাল সকাল আপনার গান শুনতে পাবো। আমার জন্য একটা সারপ্রাইজ মনে হলো দিদি। আজ আপনার গান আমার মা কে ও শুনিয়েছি। মা তো আপনার গান শুনে আপনার ফ্যান হয়ে গেল। আপনার জন্য শুভকামনা রইলো দিদি। আপনি খুব ভালো থাকেন আর এভাবে আমাদের গান শুনিয়ে যাবেন।

 4 years ago 

বৌদি, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে, আপনি যে আনন্দ পেয়েছেন ,এটা সত্যি আমার বড়ো পাওনা। এত অনুপ্রেরণা আমি কোথাও পাইনা। অনেক ধন্যবাদ। আপনার মা এর জন্য প্রনাম 🙏🙏

 4 years ago 

কি আর বলবো। জাস্ট অসাধারণ ছিল। খুবই ভালো লাগলো। সকালে ঘুম থেকে উঠেই আপনার গানটা শুনলাম। আর আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি টা অনেক সুন্দর ছিল। আশেপাশে থেকে কোনো নয়েজ আসে নাই।

 4 years ago 

সুপ্রভাত দাদা,
দাদা, আমার বাড়ি রাস্তার ধারে।আপনি হয়তো জানেন না, এই ভিডিওটি বানাতে গিয়ে আমার যে কতবার সমস্যা হয়েছে ।কোন না কোন আওয়াজ, গাড়ির আওয়াজ ,কেউ কাউকে ডাকছে, তার আওয়াজ - এসব লেগেই থাকে। কিন্তু যাই হোক তবুও ভিডিওটি করতে পেরেছিলাম ।আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি একদম রাত 12 টার পর অথবা দুপুর বেলায় যখন খাওয়া-দাওয়া হয়ে গেছে ,সকলে রেষ্ট নিচ্ছে ,সেই সময় গান করার ।তাহলে আশেপাশের noise টা একটু কমই আসে। আর আমার ফোনের রেকর্ডিং এর কোয়ালিটি সত্যিই অনেক সুন্দর।

আপনাকে অনেক ধন্যবাদ দাদা । আপনার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো।
ভালো থাকুন 🌻💛

 4 years ago 

আপনাকেও জানাই সুপ্রভাত ।

রাস্তার পাশে বাসা হলে এই একটা সমস্যা । সারাদিন বিভিন্ন আওয়াজে বিরক্ত হয়ে যেতে হয় । যাই হোক সব মিলিয়ে গানটার রেকর্ডিং অনেক সুন্দর হয়েছে ।

 4 years ago 

যাই হোক আমাদের কমিউনিটির ইন্দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এমন বিনোদন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জাস্ট অসাধারণ ছিল অসাধারণ

 4 years ago 

হ্যাঁ, অবশ্যই দরকার।ভালো থাকুন

 4 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 4 years ago 

"মেখলা দাশগুপ্ত" এর কথা কী বলব। আমার কাছে তো আপনার কন্ঠ টাই সবচেয়ে ভালো লাগে। অসাধারণ কভার করেছেন গানটা দিদি। আপনার গানের গলা অসাধারণ। আপনার থেকে এইরকম আরও গান আশা করছি। আপনার জন্য শুভকামনা।।

 4 years ago 

নানা, ওনার গলার আওয়াজ ভীষণই মিষ্টি, একবার শুনবেন।
আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

 4 years ago 

🙂😊

 4 years ago 

খুবই সুন্দর হয়েছে, আপনার গানটা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, সকাল সকাল আপনার গানটা শুনে আমার খুবই ভালো লাগছে ।আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে নিজের অনুভূতি শেয়ার করার জন্য। ভালো থাকুন।

 4 years ago 

গানটি শুনে মনে হল , রেডিওতে গান শুনছি, আপনার ভয়েস এমনিতে আসাধারণ,
সকালে উঠে গান টি শুনে মন এমনি ভাল হয়ে গেল। শুভ কমনা আপনার জন্য।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা এত সাপোর্ট করার জন্য। আশীর্বাদ রাখবেন যেন গানের জগতে এগিয়ে যেতে পারি।

 4 years ago 

অসাধারণ আপু। অসম্ভব সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালো লাগলো আপনার গানটা। আপনার গান শুনে মন টা ভালো হয়ে গেলো। কি দারুন কণ্ঠ আপনার সত্যিই অসাধারণ।🥰🥰

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকুন।

 4 years ago (edited)

🎵🎵🎵 চমৎকার একটি গান গেয়েছেন আপু।অনেক সুন্দর একটি গান।মিউজিক্যাল ইন্সট্রুমেন্টস থাকলে আরো ভালো হতো।ধন্যবাদ আপনাকে আপু।।।

 4 years ago 

হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট থাকলে তো আরো ভালই হতো। কিন্তু এটাও একটু অন্যরকম সাউন্ড করছে। ধন্যবাদ আপনাকে ।

বাহ আপু অনেক সুন্দর একটি গান ছিল। গানটি আপনার কন্ঠ শুনে অনেক ভালো লাগলো। পুরো গানটি সুমধুর কন্ঠে গেয়েছেন। ধন্যবাদ আপু সকাল-সকাল একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

সকলের সকাল টা ভরিয়ে দিতে পেরে আমারও ভালো লাগছে। ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মিষ্টি আপুর কন্ঠে মিষ্টি গান শুনতে খুবই ভালো লাগে। আপনার গান শুনে আমি মুগ্ধ হয়ে যাই আপু। মানুষ কিভাবে এত মিষ্টি করে গান বলতে পারে শুধু সেটাই আপনাকে দেখি আর চিন্তা করি। অসাধারণ হয়েছে। আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ❤️❤️❤️❤️❤️

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।আমি চেষ্টা করি শুধু ভালো গাওয়ার,ভালোর তো শেষ হয়না। ভগবান করুক যেন আরো ভালো গাইতে পারি।