নাটক রিভিউ || "১০০ বিঘা ফুল বাগান"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "১০০ বিঘা ফুলের বাগান"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি আজকে সকালেই দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | ১০০ বিঘা ফুলের বাগান |
---|---|
গল্প | সেরনিয়াবাত শাওন, ফখরুল হাসান |
পরিচালনা | সেরনিয়াবাত শাওন |
প্রযোজক | আবদুল্লাহ আল রাকিব |
অভিনয়ে | খাইরুল বাশার, সাফা কবির সহ আরো অনেকে। |
সময়কাল | ১:০১:২৬ |
নাটকে খায়রুল বাশার এর খুব সুন্দর একটা ফুলের দোকান থাকে। তার ইচ্ছা সে ১০০ বিঘা জমির ওপর ফুলের বাগান করবে। সেখানে বারো মাসের বিভিন্ন ফুল গাছ লাগাবে যেন সবসময় ফুল ফুটে থাকে। তবে তার এই ইচ্ছা তার বাসায় মেনে নেয় না যার কারণে সে বাসা থেকে বের হয়ে চলে আসে। সে তার এক বড় ভাইয়ের সহযোগিতায় খুব সুন্দর একটা ফুলের দোকান দেয়। এসব দেখে তার বাবা বলে সে জন্য এসব বাদ দিয়ে দেয় এবং বিয়ে করে। সে কোনভাবেই বিয়ে করতে রাজি হয় না। সে শর্ত দেয় যদি তার বাবা তাকে ১০০ বিঘা জমি লিখে দেয় তাহলে সে বাসায় ফিরে যাবে এবং বিয়ে করবে। কিন্তু তার বাবা বলে 100 বিঘা জমি এর উপর গার্মেন্টস ফ্যাক্টরি বানাবে।
সাফা কবির প্রতিদিন তার ফুলের দোকানে আসে। প্রত্যেকদিন বিভিন্ন রকমের ফুল কিনে নেয়। তারা দুজনেই ফুল অনেক পছন্দ করে। খায়রুল ভাবে সাফা প্রতিদিন ফুল কিনে তার পছন্দের মানুষকে দেয়। তবে আসলে তার ভাবনা ভুল ছিল। সে প্রতিদিন তার মায়ের কবরে ফুল দেয়। কারণ তার মা ফুল অনেক পছন্দ করত। সাফা ছোটবেলা তার বাবা মাকে হারায়। এরপর থেকে সে তার মামা মামির কাছে বড় হয়। তার মামা মামীও তাকে অনেক ভালোবাসে। তার মামা-মামী তাদের ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে। তবে সাফা এই বিয়েতে রাজি ছিল তবে সেভাবে খুশি ছিল না। কারণ বিয়ের পর তাকে বিদেশ চলে যেতে হবে। সাফা কোন ভাবে চায় না যেখানে তার মায়ের কবর রয়েছে সে জায়গা ছেড়ে চলে যেতে। তবে তারপরও সে তার মামা মামির উপর কথা বলতে পারে না।
অন্যদিকে আবার তার মামাতো ভাই অন্য একটা মেয়েকে পছন্দ করে। কিন্তু তার মা বাবা তার বিয়ে ঠিক করার কারণে সেও এটাতে রাজি হয়ে যায়। খায়রুল সাফা কে অনেক পছন্দ করে তবে বলতে পারেনি। এরপর হঠাৎ করে সে সাফাদের বাসায় চলে আসে। এভাবে সাফা কিছুটা হলেও বুঝতে পারে যে খাইরুল তাকে পছন্দ করে। তারপর হঠাৎ একদিন সাফার মামাতো ভাই ফুলের দোকানে যায় ফুল কেনার জন্য। এরপর কথায় কথায় উঠে যে তার মামাতো ভাই অন্য একটা মেয়েকে পছন্দ করে। এবং বলে সে সাফা কে সবসময় তার বোনের চোখে দেখেছে। এবার বিভিন্ন কথা হয় তাদের মধ্যে। তারপর দিন সাফার মামাতো ভাই তার বাবা মার সাথে বিয়ের ব্যাপারে কথা বলে। সে বলে তারা ছোট থেকে দুজন দুজনকে ভাই বোনের মতোই দেখেছে তাই তারা এই বিয়েটা করতে চায় না। এ কথা শুনে তারাও বুঝে যে তাদের এই বিয়েতে মত নেই।
এভাবেই তাদের বিয়েটা সেখানে ভেঙে যায়। এরপর সাফা কবির এবং খায়রুল বাসার একসাথে দেখা করা এবং তারা ফুল নিয়ে তার মায়ের কবরে যায়। এমন সময় নায়কের বাবা সেখানে চলে আসে। তার ছেলে বিয়েতে রাজি হয়েছে এটা দেখে তার বাবা খুব খুশি হয়। আর আসার সময় ১০০ বিঘা জমির দলিলটাও নিয়ে আসে। এবং তাকে অনুমতি দিয়ে দেয় সে 100 বিঘা জমির মধ্যে ফুলের বাগান করতে পারবে। এভাবেই নাটকটা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
একটু ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই নাটকটা একটা রোমান্টিক নাটক ছিল। নাটকের নামটা আমার কাছে বেশ ভালো লেগেছে তাই নাটক টা দেখলাম। নাম দেখেই বুঝেছিলাম একটু ভিন্ন ধরনের হবে। আমার কাছে বেশ ভালো লেগেছে পুরোটা দেখে। নাটকের মধ্যে একজন মানুষের ফুলের প্রতি ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও জোর করে ভালোবাসা কিংবা বিয়ের মত সম্পর্কে আবদ্ধ হওয়া যায় না এই বিষয়টাও ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে আমার কাছে নাটকটা অনেক ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
১০০ বিঘা ফুল বাগান নাটকটি আমাদের মধ্যে শেয়ার করেছেন। নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে, যদি আমি নাটকটি দেখেনি তবে আপনাকে রিভিউ পড়ে যা বুঝলাম নাটকের কাহিনি বেশ সুন্দর। ধন্যবাদ আপু দারুন একটা নাটক শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সাফা করিমের নাটক তেমন বেশি দেখা হয় না। তবে খাইরুল বাশারের নাটক দেখতে খুব ভালো লাগে। আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম এর কাহিনী সুন্দর হবে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
হ্যাঁ সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০০ বিঘা ফুল বাগান এই নাটকটি দেখা হয়নি। তবে নাটক দেখতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে রিভিউ উপস্থাপন করেছেন। যখন সময় পাবো তখন এই নাটকটি দেখার চেষ্টা করবো আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
১০০ বিঘা ফুলবাগান নাটকটি ভীষণ সুন্দর। নাটকটা একটু অন্যরকম গল্পে তৈরি করা তবে আমার কাছে ভীষণ ভালো লাগেছে। নাটকটি আমার দেখা হয়েছে ভিন্ন স্বাদের রোমান্টিক একটি নাটক। সুন্দর নাটকটি আপনি রিভিউ করেছেন সেটা পড়ে আরো বেশি ভালো লাগলো। নাটক রিভিউ আমাদের সাথে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
নাটকের রিভিউ আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম । সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ফুল এবং ভালোবাসা দুটোই প্রতিটা মানুষের হৃদয়ের একটা প্রতীক বহন করে। ফুলের প্রতি ভালবাসাটা অন্যরকম যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। সেই ভিন্ন ধরনের নাটক আপনি দেখেছেন । আপনার মতামত পড়লাম ভালো লেগেছে আপনার কাছেও। অনেকদিন হলো নাটক দেখা হয় না । আমাদের সাথে রিভিউ এর মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
১০০ বিঘা ফুল বাগান নাটকটার কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম আমি। কিন্তু নাটকটা সম্পূর্ণভাবে দেখা হয়নি। নাটকটা সম্পূর্ণভাবে না দেখা হলেও, আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সহজেই নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারলাম। আর পুরো কাহিনীটা জানতে পেরে তো অনেক ভালো লাগছে। আর আমি যদি সময় পাই তাহলে নাটকটা দেখারও চেষ্টা করবো।
হ্যাঁ সময় করে নাটকটি দেখার চেষ্টা করবেন। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
একশ বিঘা ফুল বাগান নাটক টা অনেক সুন্দর ছিল। আর আমার কাছে নাটকের পুরো কাহিনীটাও খুব ভালো লেগেছে। আমি নাটক দেখতে অনেক বেশি পছন্দ করি। ঠিক তেমনি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি যে নাটকের রিভিউ শেয়ার করেছেন, এটা এখনো পর্যন্ত দেখিনি।
নাটক দেখতে আমার কাছে ও বেশ ভালই লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ নাটক এর রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে এই নাটক এর রিভিউ এর মাধ্যমে নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ ধন্যবাদ আপনাকে৷