//আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি//
আজকের তারিখঃ , শনিবার বার ডিসেম্বর ১৪
এটা হচ্ছে লাল রঙ্গন ফুলের কলি রঙ্গন ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো গোছালো এবং ঝাকরা হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মহান আল্লাহতালার অপরূপ সৌন্দর্যের মধ্যে ফুল অন্যতম ফুলকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুজে পাওয়া মুশকিল। ফুল পবিত্র জিনিস ফুলকে আমি অনেক বেশি ভালোবাসি। সুন্দর কিছু দেখলেই আমরা আমাদের ক্যামেরাবন্দি করতে সবাই অনেক বেশি পছন্দ করি।
এই ফলটি দেখতে আমার ভীষণ ভালো লাগে ধীরে ধীরে পাতা এবং চিকন চিকন মাইক ফুলের মত এই ফুলটির নাম আমার জানা নেই হয়তোবা আমাদের অনেক বন্ধু বান্ধবী বড় ভাই বড় বোন এই ফুলটি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই ভুলটির নাম এ ফুলটি দেখতে আমার অনেক ভালো লেগেছিল তাই একটি ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
জবা ফুল অনেক প্রকার হয়ে থাকে এটি হচ্ছে হলুদ জবা ফুল এই জবা ফুল অনেক উপকারী একটি ফুল এই ফুল নাকি কবিরাজ অনেক কাজে ব্যবহার করে থাকেন বিশেষ করে চুল পড়া রোগীরা এই জবা ফুল পাঠায় পিসে মাথায় লাগিয়ে থাকেন। তাহলে নাকি চুল পড়া বন্ধ হয় আরো নানান কাজে ব্যবহার করে থাকেন এই ও সাধি জবা ফুল।
এটিও এক পোকার ক্যাঁকড়ানো জবা ফুল আমি এর আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম দেখার পরে ভীষণ ভালো লেগেছিল মহান আল্লাহ তায়ালার সৌন্দর্যের মধ্যে এটি অন্যতম এই জবা ফুল আমার অনেক পছন্দ হয়েছিল এবং অনেক সুন্দর সুবাস। আশা করি আমার সকল বড় ভাই এবং বড় বোনদের ভালো লাগবে আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি।
এটি হচ্ছে তারা ফুলের ফটোগ্রাফি এই ফুল অনেক ছোট ছোট হয়ে থাকে এই ফটোটি দেখতেও বেশ ভালো লাগে এই ফুলটি অনেকদিন গাছে থাকে। এই ছিল আজ আমার এলোমেলো কিছু ফটোগ্রাফি আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়া আপনাদের মাঝে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ।
পোস্ট বিবরণী
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | স্মার্ট ফোন |
| পোস্ট তৈরি | #jahidulislam01 |
| কান্ট্রি | বাংলাদেশ |
| ক্যামেরা | 8m |
| লোকেশন | https://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6 |
| ডেট | ১৪-১২-২০২৪ |
| |
|---|
আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।
VOTE @bangla.witness as witness












খুব সুন্দর সুন্দর কয়েকটি ছবি আপনি শেয়ার করেছেন। প্রকৃতির সৌন্দর্য হলো গাছ ও ফুল। সেইগুলি ক্যামেরার লেন্স ধারণ করে আজকের পোস্টটি সাজিয়ে তুলেছেন। চোখে বেশি সুন্দর লাগছে জবাফুল৷ ভালো লাগা জানাই৷
হলুদ রঙ্গন ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। হলুদ রঙের জবা ফুলের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রতিটি শেয়ার করা ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগুলো আমি আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া ও সুন্দর সুন্দর জবা ফুলের ফটোগ্রাফি চমৎকারভাবে ক্যাপচার করলেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।