//ওয়াইফের জন্য কিছু কসমেটিকের জিনিস কেনাকাটা করার অনুভূতি//

in আমার বাংলা ব্লগlast month

IMG_20241030_164520.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , রবিবার নভেম্বর ১০

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছে এবং সুস্থ আছি। বর্তমানে আমাদের ওয়াইফ কে নিয়ে মাঝে মধ্যে তাদের আনন্দ খুশি রাখার জন্য কসমেটিক্যাল জিনিস কেনা উচিত কারণ প্রতিটা মেয়ে হাজবেন্ড এর কাছ থেকে কিছু গিফট পাওয়ার আকাঙ্ক্ষা সবচাইতে বেশি থাকে। এবং এটা করলে স্বামী স্ত্রী এর মধ্যে আনন্দ উৎসব এবং ভালোবাসা বাড়তে থাকে সাংসারিক জীবনে ঝামেলা কম হয়। মাঝেমধ্যে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া দোষের কিছু নয়। কিন্তু বাস্তব জীবনে ব্যস্ততার মধ্যে এগুলো হয়ে ওঠে না তারপরও এর মধ্যে সময় বের করে স্ত্রীর জন্য একটু সময় দেওয়া আমাদের জন্য উচিত প্রত্যেকটা পুরুষ জাতির। এতে করে একঘেয়েতা দূর হয় প্রশান্তি পাওয়া যায় এবং অনেক ভালো লাগে। মন মানসিকতা ভালো থাকে তাই আমরা মাঝেমধ্যে একটু ঘুরাঘুরি করা উচিত অনেক ভালো ভালো স্পটে।

IMG_20241030_164527.jpg

আমার ওয়াইফ দোকানওয়ালা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু অর্ডার করেছিল কিন্তু একটু দাম বেশি যা হোক জিনিসগুলো সচরাচর ভালো তাই দাম বেশি হলেও নিয়েছি প্যারাসুট এলোভেরা তেল 2 টা চুরি এবং আরো অনেক কিছু কানের দুল হাতের আংটি কিনেছে আসলে এই জিনিসগুলো টেকসই খুব অল্প দিন কিন্তু সাময়িকের ভালোলাগার জন্য এগুলো কিনেছিলাম। যাই হোক সঙ্গে নিকে ভালো রাখতে অনেক কিছুই কিনতে হয় তাদের আবদার পূরণ করতে হয়। একটা সংসার গড়ে তোলার মূল ভূমিকায় স্ত্রী থাকে তাই তাদের হাসিখুশি এবং ভালো রাখার দায়িত্ব একটা স্বামীর। একটা মেয়ের জীবনে সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। যদি সেই স্বামীটা হয় দায়িত্ববান তাহলে সেই মেয়ে অনেক আনন্দ খুশিতে দিন কাটা এবং তার মত ভাগ্যবতী খুব কমই হয় সেই মেয়েটা গর্ব করে বলে অনেকের কাছে যে আমার স্বামী নিঃসন্দেহে ভালো এবং আমার অনেক গুরুত্ব করে। মহান আল্লাহ তা'আলা স্বয়ং কোরআনে বলেছেন হাশরের ময়দানে স্বামী ভালো কিনা স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হবে এবং স্ত্রী ভালো কিনা স্বামীর কাছে জিজ্ঞাসা করা হবে যদি ভালো প্রমাণিত হয় তাহলেই সে সফলকাম হবে না হলে অনেক কষ্ট আছে তার কপালে তাই আমরা দুজন দুজনকে ভালো প্রমাণ করতে হলে আমাদেরও ভালো গুন থাকা দরকার। কোরআনে আরো একটা কথা বলেছেন স্বামী স্ত্রী পোশাকের সমতুল্য স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী বোঝানো হয়েছে।

IMG_20241030_164458.jpg

এই কসমেটিকলা ভাই দোকানটি প্রথম গিয়েছে খুব অল্পদিন এই দোকানটির বয়স কিন্তু ভাই মনে হচ্ছিল যেন কসমেটিক জিনিসের দাম একটু বেশি বেশি নিচ্ছে আসলে ব্যবসা এর ধর্ম এমন হওয়া উচিত প্রথম প্রথম কাস্টমারকে সীমিত লাভে জিনিস দেওয়া কাস্টমার বাড়ানোর জন্য করে থাকেন। কিন্তু অনেক জিনিস দেখতে পেলাম ভালো লাগলো অনেক এই জিনিসগুলো দেখে কসমেটিক অনেক ধরনের। মেয়েরা হাতে মেহেদি পড়তে অনেক বেশি ভালো লাগে অনেক ধরনের মেহেদী দেখতে পেয়েছি আমি এই কসমেটিকের দোকানে। এই ছিল আজ আমার ওয়াইফের জন্য কিছু কসমেটিকের জিনিস কেনাকাটার মুহূর্ত আশা করি আপনাদের ভাল লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত রেখে আমি আজ এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।

IMG_20241110_190118.jpg

সর্বশেষে আমার একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।

পোস্ট বিবরণী



শ্রেণীঅনুভূতি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট১০-১১-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 last month 

ওয়াইফকে কিছু দিলে কখনো কমে না তবে আমাদের সমাজে অনেকে দিতে চাই না। আপনি আপনার স্ত্রীকে অনেক কিছু কিনে দিয়েছেন জেনে অনেক ভালো লাগলো। নিশ্চয় আপনার স্ত্রী অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনি যে আপনার স্ত্রীর পছন্দ-অপছন্দের খেয়াল রাখছেন এটাই আপনার স্ত্রীর প্রাপ্তি। এখন সমাজ পরিবর্তন হচ্ছে আগেকার মত আর নেই। তবে বর্তমানে অনেক স্ত্রীকেই দেখি তার স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বা স্বামীকে ন্যূনতম যত্নটুকু করে না৷ সংসারে শুধু স্ত্রী পাবে তা নয় বা স্বামীরা শুধু দিয়েই যাবে তাও নয়। সংসার দুজনেরই দুজনকেই সামঞ্জস্য রেখে চলতে হবে। এটাই সংসার এটাই জীবন। আপনি এভাবেই আপনার পরিবারের যত্ন নিন আশা করব ভাবিও আপনার যত্ন এভাবেই নেন৷

 last month 

অনেক ভালো লাগলো আপনার কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। তোমরা সবাই চাই কম বেশি প্রিয়জনের জন্য কেনাকাটা করি এবং তাদের মনটা ভালো রাখি। যাই হোক প্রিয়জনের জন্য কেনাকাটা করেছেন দেখে খুশি হলাম।

 last month 

প্রিয়জনকে কোন কিছু কিনে দিলে আসলে টাকা কমে না। আপনি আপনার ওয়াইফ কে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস কিনে দিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

প্রিয়জনকে সব সময় কিছু জিনিস উপহার দিতে ইচ্ছে করে। এই অনুভব আমারও সব সময় হয়। আর কিছু কিনে দিতে পারলে মনের মধ্যে এক অসীম তৃপ্তি কাজ করে। আপনি একদম ঠিক ব্যাখ্যা করেছেন ভাই। আপনাদের সম্পর্ক আজীবন এমন ভাবে এগিয়ে যাক। আপনারা দুজন আজীবন একসঙ্গে ভালো থাকুন এই প্রার্থনাই করি।