//আমার তোলার কিছু ফুলের ফটোগ্রাফি//

in আমার বাংলা ব্লগ3 months ago
IMG_20240926_144841.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৬

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছে এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে ফটোগ্রাফি গুলো পর্যায়ক্রমে শেয়ার করা যায়।

IMG_20240926_145124.jpg

আমরা অনেক ফুল দেখে থাকি কিন্তু সব গুলো ফুলের নাম না জানা, এই ফলটি বেলি ফুল নামেই চিনে থাকি আমি। আমাদের গ্রামে পল্লী বঙ্গ এগ্রো পার্ক থেকে এই ফুলটির ফটোগ্রাফি উঠানো হয়েছে। ফুলটি আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।

IMG_20240926_145044.jpg

এই ফলটি এই প্রথমবার আমি দেখলাম এর আগে আমি এই ফুলটি দেখেছিলাম না এই ফুলটির সাথে আমার প্রথম পরিচয় এই ফুলটির নামও ঠিক জানিনা আপনারা এই ফুলটি নাম জানলে কমেন্টে লিখে যাবেন। এই ফলটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতে। ফুলকে আমরা ভালোবাসার প্রতীক হিসেবে চিনে থাকি পবিত্র জিনিস ফুল।

IMG_20240926_145011.jpg

আমরা এই ফুলটি সবাই চিনে থাকি। এই ফুলটি গোলাপি রঙের গোলাপ ফুল এই গোলাপি রঙের গোলাপ ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে।

IMG_20240926_145226.jpg

এই ফুলটি হচ্ছে লতা ফুল এই লতা ফুল এর আগে আমি দেখেছিলাম অনেকদিন পরে আবার চোখে বাধলো তাই আমি একটি ফটোগ্রাফি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে রক্তমাংসের তৈরি মানুষ আমরা আমাদের মন খারাপ হওয়া স্বাভাবিক তবে মন খারাপ হলে একটু নিরিবিলি যে কোন পার্কে ঘুরতে গেলে মনটা যেন ভাল হয়ে যায় কারণ সেখানে থাকে রংবেরঙের সবুজের সমরহ নানান রকমের ফুল।

IMG_20240926_144937.jpg

এই ফুলটির নাম আমার ঠিক জানা নেই কিন্তু এই ফুলটিকে আমি অনেক পার্কেই দেখেছি। এই ফুলটির নাম বোতাম ফুল হিসেবেই চিনে থাকি আমি। মহান আল্লাহতালার অপরূপ সৃষ্টির কত রকম ফুল আমরা পৃথিবীতে দেখতে পাই তার সৃষ্টির সকল কিছুই অনেক সুন্দর না জানি তিনি কত সুন্দর।

IMG_20240926_144805.jpg

এই ফুলটি হচ্ছে জবা ফুল এই ফ্যাকাসে ঘিয়া সাদা রংয়ের জবা ফুলটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের দেখার সুযোগ করার জন্য একটি ফটোগ্রাফি করেছি। এই ছিল আজ আমার নানা রকমের ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন।

পোস্ট বিবরণী



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট২৬-৯-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 3 months ago 

আপনার ধারণ করা বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লাগলো। অনেক সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলগুলো বেশ চমৎকার। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ সুন্দর লাগছে ভাইয়া শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

এত সুন্দর সুন্দর দেখতে ফুলের ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম সৌন্দর্য যত দেখি ততই আমার কাছে ভালো লাগে। আপনার তোলা সবগুলো ফুলের মধ্যে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

 3 months ago 

অনেকদিন পর বেলিফুল দেখলাম। বেলি ফুল আমার খুবই প্রিয়। সাদা রংয়ের যেকোনো ফুল আমার ভালো লাগে। আর ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।

 3 months ago 

আপনার ধারণা করা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। চমৎকার ভাবে আপনি ফুলের ফটো ধারণ করেছেন এবং আমাদের মাঝে তা শেয়ার করেছেন। এক কথায় বলতে গেলে আপনার ফটোগ্রাফি অসাধারণ। এমন ফুলের ফটোগ্রাফি আমি খুবই পছন্দ করি।

 3 months ago (edited)

সত্যি ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ । বেলি ফুল দেখে বেশ ভালো লাগলো। ফুল সম্পর্কে সুন্দর অনুভূতি উপস্থাপন করেছেন। এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কসমস ফুলের সৌন্দর্য খুবই দারুণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনি তো দেখছি আমাদের মাঝে একদম ফুলের সমারোহর সৃষ্টি করলেন। আসলে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে আমার খুব ভালো লাগে। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ফুলের ফটোগ্রাফি করেছেন। এতগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো বেশ ভালো লাগলো। আপনার একটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। বিশেষ করে বেলি ফুল এর ফটোগ্রাফি গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং আপনার অন্যান্য ফুলের ফটোগ্রাফি ও অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।